ডেঙ্গু মিয়ার সমাধি

ডেঙ্গু মিয়ার সমাধি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় অবস্থিত একটি প্রাচীন কবর যার অবস্থান রোয়াইলবাড়ি দূর্গের অভ্যন্তরে। । এটি বাংলাদেশের একটি সংরক্ষিত প্রত্নস্থল।[1]

ডেঙ্গু মিয়ার সমাধি
সাধারণ তথ্য
অবস্থানরোয়াইলবাড়ি দূর্গ
ঠিকানানেত্রকোণা, কেন্দুয়া
শহরময়মনসিংহ
দেশবাংলাদেশ
স্বত্বাধিকারীবাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর
কারিগরী বিবরণ
কাঠামোগত পদ্ধতিসুলতানী আমলের স্থাপত্য রীতি
উপাধিপ্রত্নতাত্ত্বিক স্থাপনা

ইতিহাস

ডেঙ্গু মিয়ার সমাধি সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায় না। সমাধিটি রোয়াইলবাড়ি দুর্গের সীমানা প্রাচীরের ভেতর দক্ষিণাংশে নিয়ামত বিবির মাজারের পাশেই অবস্থিত। ১৯৯১-৯৩ খ্রিষ্টাব্দে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক দুর্গের ভেতর খনন কার্য পরিচালনার সময় এটি আবিষ্কৃত হয়।[2]

ডেঙ্গু মিয়ার সমাধি ও এর সংলগ্ন দুর্গটি ১৯৮০-এর দশকে আবিষ্কৃত হয়। ১৯৮৭ খ্রিষ্টাব্দে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত পরাকীর্তি হিসেবে নিবন্ধিত করে।[3]

অবকাঠামো

ইটের তৈরি কবরটি লম্বায় ১২ হাত (েএক গজে দুইহাত হয়েয় থাকে) যা সাধারণ কবরের চাইতে বেশ বড় আকৃতির। অস্বাভাবিক লম্বা এমন কবর সচরাচর দেখা যায় না বলেই এটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। কবরটি ইট ও চুন সুড়কির সাহায্যে বাঁধানো ও উন্মুক্ত স্থানে রয়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, কয়েক বছর আগে দূর্বৃত্ত রা কবরটি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়।

তথ্যসূত্র

  1. "ময়মনসিংহ বিভাগের পুরাকীর্তি"বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরhttp://www.archaeology.gov.bd/। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০২২ |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. "The Daily Janakantha"
  3. Janata, The Dainik। ":: দৈনিক জনতা ::"। ১৪ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৬

https://www.dailyjanakantha.com/national/news/566623

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.