ডেক্সটার গর্ডন

ডেক্সটার গর্ডন (ইংরেজি: Dexter Gordon; ২৭ ফেব্রুয়ারি ১৯২৩ - ২৫ এপ্রিল ১৯৯০)[1] ছিলেন একজন মার্কিন জ্যাজ স্যাক্সোফোন বাদক ও অভিনেতা। ছয় ফুট ছয় ইঞ্চি উচ্চতার জন্য তাকে "দীর্ঘকায় ডেক্সটার" ও "অত্যাধুনিক দানব" ডাকা হত। তার সঙ্গীত জীবনের ব্যপ্তি ছিল চল্লিশ বছরের অধিক। ১৯৪৮ সালে রয়্যাল রুস্টে হেরমান লিওনার্ডের তোলা গর্ডনের ধূমপানরত ছবিটি জ্যাজ আলোকচিত্রের অন্যতম প্রতীকি চিত্র।[2] গর্ডনের একাধিক অ্যালবামের প্রচ্ছদের বিষয়বস্তু ছিল সিগারেট।

ডেক্সটার গর্ডন
Dexter Gordon
টরন্টোতে এক কনসার্টে, ১৯ আগস্ট ১৯৭৮
টরন্টোতে এক কনসার্টে, ১৯ আগস্ট ১৯৭৮
প্রাথমিক তথ্য
আরও যে নামে
পরিচিত
দীর্ঘকায় গর্ডন, অত্যাধুনিক দানব
জন্ম(১৯২৩-০২-২৭)২৭ ফেব্রুয়ারি ১৯২৩
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু২৫ এপ্রিল ১৯৯০(1990-04-25) (বয়স ৬৭)
ফিলাডেলফিয়া, পেন্সিলভেনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
ধরনজ্যাজ, সুইং, বেবপ, হার্ড বপ
পেশাসঙ্গীতজ্ঞ, সুরকার, ব্যান্ডলিডার, অভিনেতা
বাদ্যযন্ত্রটেনর স্যাক্সোফোন, সোপরানো স্যাক্সোফোন
কার্যকাল১৯৪০–১৯৮৬
লেবেলব্লু নোট, স্যাভয়, কলাম্বিয়া
ওয়েবসাইটdextergordon.com

গর্ডন ১৯৮৬ সালের রাউন্ড মিডনাইট চলচ্চিত্রে বার্ট্রান্ড ট্যাভারনিয়ার চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং একই বছর দ্য আদার সাইড অব রাউন্ড মিডনাইট চলচ্চিত্রের গানের অ্যালবামের জন্য সেরা জ্যাজ যন্ত্রবাদক বিভাগে গ্র্যামি পুরস্কার অর্জন করেন। ১৯৯০ সালে অ্যাওয়েকেনিংস চলচ্চিত্রে তাকে ক্ষণিক চরিত্রে দেখা যায়।

তথ্যসূত্র

  1. হেন্ডারসন, অ্যালেক্স ভি.। "Dexter Gordon: The Tenor of Power"অ্যালেক্স ভি. হেন্ডারসন। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৯
  2. "From the Harvard Art Museums' collections Dexter Gordon, Royal Roost, New York City"হার্ভার্ড আর্ট মিউজিয়াম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.