ডেইনোকক্কাস রেডিওডুরানস
ডেইনোকক্কাস রেডিওডুরানস নামক ব্যাকটেরিয়াম তেজস্ক্রিয় বিকিরণ প্রতিরোধ করে প্রতিকূল পরিস্থিতিকে থাকতে সক্ষম প্রজাতি হিসেবে পরিচিত। এই ব্যাকটেরিয়া তীব্র শীত, খরা অবস্থায় টিকে থাকতে পারে। বহু ধরনের প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে সক্ষম বলে, এককোষী জগতের সবচেয়ে শক্তিশালী ব্যকটেরিয়া হিসেবে গিনেস বুকে জায়গা করে নিয়েছে।[1]
Deinococcus radiodurans | |
---|---|
![]() | |
A tetrad of D. radiodurans | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
ক্ষেত্র: | ব্যাকটেরিয়া |
জগৎ: | ইউব্যাকটেরিয়া |
পর্ব: | Deinococcus-Thermus |
শ্রেণী: | Deinococci |
বর্গ: | Deinococcales |
পরিবার: | Deinococcaceae |
গণ: | ডেইনোকক্কাস |
প্রজাতি: | ডে. রেডিওডুরানস |
দ্বিপদী নাম | |
ডেইনোকক্কাস রেডিওডুরানস Brooks & Murray, 1981 | |
তথ্যসূত্র
- Sarah DeWeerdt। "The World's Toughest Bacterium"।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.