ডুয়েট (চলচ্চিত্র)
ডুয়েট (তামিল: டூயட், অনুবাদ 'দ্বৈত') হচ্ছে ১৯৯৪ সালের একটি তামিল চলচ্চিত্র। তামিল চলচ্চিত্র শিল্পের অন্যতম খ্যাতিমান পরিচালক কৈলাস বলচন্দ এর রচনা ও পরিচালনায় এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় ছিলেন প্রভু, মীনাক্ষী শেষাদ্রী, রমেশ অরবিন্দ এবং প্রকাশ রাজ। এ আর রহমান চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনার দায়িত্ব ছিলেন। চলচ্চিত্রটি হিন্দি ভাষায় 'তু হি মেরা দিল' নামে অনুবাদ করে মুক্তি দেয়া হয়েছিলো। এই চলচ্চিত্রটি ১৯৯০ সালের একটি ফরাশি চলচ্চিত্রের পুনঃনির্মাণ ছিলো।[1][2][3]
ডুয়েট | |
---|---|
পরিচালক | কৈলাস বলচন্দ |
প্রযোজক | রজম বলচন্দ পুষ্প কন্দস্বামী |
রচয়িতা | কৈলাস বলচন্দ |
শ্রেষ্ঠাংশে | প্রভু মীনাক্ষী শেষাদ্রি প্রকাশ রাজ রমেশ অরবিন্দ |
সুরকার | এ আর রহমান কাদরী গোপালনাথ |
চিত্রগ্রাহক | আর রঘুনাথ রেড্ডী |
সম্পাদক | আমিরজান (২য় ইউনিট) গণেশ-কুমার (আনক্রেডিটেড) |
প্রযোজনা কোম্পানি | কবিতালয় প্রোডাকশন্স |
পরিবেশক | কবিতালয় প্রোডাকশন্স |
মুক্তি | ২০ মে ১৯৯৪ |
দৈর্ঘ্য | ১৫৬ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
অভিনয়ে
- প্রভু - গুণা
- মীনাক্ষী শেষাদ্রী - অঞ্জলি
- রমেশ অরবিন্দ - শিব
- প্রকাশ রাজ - সিরপি
- শরৎ বাবু - পরম গুরু
- নছর - স্ব- ভূমিকা (একেবারেই ছোটো চরিত্র, অল্প সময়ের জন্য আবির্ভাব)
সঙ্গীত
গানের তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
১. | "অঞ্জলি অঞ্জলি" | এস. পি. বলসুব্রাহ্মণ, কে. এস. চিত্রা | ৬ঃ১৬ |
২. | "ভেন্নিলাভিন তেরিল" | কে. জে. যেসুদাস | ৪ঃ০৮ |
৩. | "মেট্টুপোড়ু মেট্টুপোড়ু" | এস. পি. বলসুব্রাহ্মণ, পি. সুশীলা | ৫ঃ৫৮ |
৪. | "এন কাদালে (পুরুষ সংস্করণ)" | এস. পি. বলসুব্রাহ্মণ | |
৫. | "কুড়িচ্চা কুত্তালাম" | এস. পি. বলসুব্রাহ্মণ, টি. কে. কালা | ৪ঃ৪৮ |
৬. | "কাদিরিক্কা কাদিরিক্কা" | সুজাতা মোহন, প্রসন্ন | ৫ঃ২৭ |
৭. | "এন কাদালে (নারী সংস্করণ)" | কে. এস. চিত্রা | ০ঃ৫৬ |
৮. | "নান পাড়ুম" | এস. পি. বলসুব্রাহ্মণ | ৩ঃ৫৩ |
৯. | "কবিতাইক্কু পোরুল (কবিতা)" | প্রভু (অভিনেতা), শ্রীজা | ১ঃ২০ |
১০. | "সাত্তাতিনাল ভানদা (কবিতা)" | প্রভু (অভিনেতা) | ০ঃ৫৪ |
১১. | "লাভ ইজ টর্চার (কবিতা)" | নোয়েল জেমস | ০ঃ৪৭ |
১২. | "স্যাক্স লুলাবাই (স্যাক্সোফোন সঙ্গীত)" | বাদ্যযন্ত্র | ১ঃ৪৩ |
১৩. | "শিরোনাম মূল সঙ্গীত" | বাদ্যযন্ত্র | ৩ঃ১৩ |
১৪. | "নান পারদাদিলে (স্যাক্সোফোন সঙ্গীত)" | বাদ্যযন্ত্র | ০ঃ৫৫ |
১৫. | "তবলা সংক্ষিপ্তি" | বাদ্যযন্ত্র | ০ঃ২৩ |
তথ্যসূত্র
- Kumar, S. Shiva (২০১৪-০৩-০৬)। "The age of remakes"। The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৪।
- Joseph, Meedhu Miriyam (২০১১-১২-১২)। "When small-budget is beautiful…"। The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৪।
- Rangarajan, Malathi (২০১০-০১-২৮)। "Spreading cheer …"। The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৪।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ডুয়েট (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.