ডুমুরিয়া থানা

বাংলাদেশ খুলনা বিভাগে ডুমুরিয়া উপজেলায় আওতাধীনে ডুমুরিয়া থানা[2][3] অবস্থিত এবং থানায় ১৪[4] টি ইউনিয়ন প্রশাসনিক এলাকা রয়েছে।

ডুমুরিয়া
থানা
ডুমুরিয়া
বাংলাদেশে ডুমুরিয়া থানার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৮′১৩″ উত্তর ৮৯°২৫′১৮″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগখুলনা
আয়তন
  মোট৪৫৪.২৩ বর্গকিমি (১৭৫.৩৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট৩,০৫,৬৭৫
  জনঘনত্ব৬৭০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫৫.৬৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৯২৫০

ভৌগোলিক অবস্থান

ডুমুরিয়ায় ২২.৮০৮৩° উত্তর ৮৯.৪২৫০° পূর্ব / 22.8083; 89.4250 অবস্থিত। এখানে ১৪টি প্রশাসনিক এলাকা রয়েছে।

জনসংখ্যার উপাত্ত

২০১৯ সালের আদামশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ৩,০৫,৬৭৫।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে ডুমুরিয়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারী ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. Skh sourav, halder। "ডুমুরিয়ার থানা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯
  3. "ডুমুরিয়া থানা"police.dumuria.khulna.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৪
  4. Skh sourav, halder। "ডুমুরিয়া ইউনিয়ন সমূহ"বাংলাদেশ তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.