ডুমুরিয়া থানা
বাংলাদেশ খুলনা বিভাগে ডুমুরিয়া উপজেলায় আওতাধীনে ডুমুরিয়া থানা[2][3] অবস্থিত এবং থানায় ১৪[4] টি ইউনিয়ন প্রশাসনিক এলাকা রয়েছে।
ডুমুরিয়া | |
---|---|
থানা | |
ডুমুরিয়া | |
স্থানাঙ্ক: ২২°৪৮′১৩″ উত্তর ৮৯°২৫′১৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা |
আয়তন | |
• মোট | ৪৫৪.২৩ বর্গকিমি (১৭৫.৩৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ৩,০৫,৬৭৫ |
• জনঘনত্ব | ৬৭০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫.৬৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৯২৫০ |
ভৌগোলিক অবস্থান
ডুমুরিয়ায় ২২.৮০৮৩° উত্তর ৮৯.৪২৫০° পূর্ব অবস্থিত। এখানে ১৪টি প্রশাসনিক এলাকা রয়েছে।
জনসংখ্যার উপাত্ত
২০১৯ সালের আদামশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ৩,০৫,৬৭৫।
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে ডুমুরিয়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারী ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - Skh sourav, halder। "ডুমুরিয়ার থানা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- "ডুমুরিয়া থানা"। police.dumuria.khulna.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৪।
- Skh sourav, halder। "ডুমুরিয়া ইউনিয়ন সমূহ"। বাংলাদেশ তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.