ডুমনী ইউনিয়ন

ডুমনী ইউনিয়ন বাংলাদেশের ঢাকা জেলার তেজগাঁও উন্নয়ন সার্কেলের একটি প্রশাসনিক ইউনিয়ন[1] যা ঢাকা সিটি করপোরেশনের সাথে একীভূত করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা-২০১৩-এর বিধি ৫(২) বিধান অনুসারে ডিসিসির অন্তর্ভুক্ত করা হয়।[2]

ডুমনী
সাবেক ইউনিয়ন
ডুমনী ইউনিয়ন পরিষদ।
ডুমনী
বাংলাদেশে ডুমনী ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫০′৪″ উত্তর ৯০°২৮′৩৫″ পূর্ব
দেশবাংলাদেশ
প্রতিষ্ঠা২০০৩
জনসংখ্যা
  মোট১৬,৯১৬
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস

ডুমনী ইউনিয়ন পুর্বে বেড়াইদ ইউনিয়নের অন্তরগত ছিল। ০৩/০৩/২০০৩ইং তারিখে নির্বাচিত চেয়াম্যানের মাধ্যমে ডুমনী ইউনিয়নের জন্ম হয়।

আয়তন ও জনসংখ্যা

আয়তনঃ ৩৫ বর্গ মাইল

জনসংখ্যাঃ ১৬,৯১৬ জন

পুরুষঃ ৯,২৮৬জন

নারীঃ ৭,৫৭৬জন

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ডুমনী ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২১ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২১
  2. "ঢাকা সিটিতে একীভূত হচ্ছে আশপাশের ১৬ ইউনিয়ন | বাংলাদেশ প্রতিদিন"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.