ডিয়ান ক্রুগা

ডিয়ান ক্রুগা (জার্মান উচ্চারণ: [diˈa:nə ˈkru:ɡɐ]); (জন্ম: ১৫ জুলাই ১৯৭৬) হলেন একজন জার্মান-মার্কিন অভিনেত্রী ও সাবেক ফ্যাশন মডেল। তিনি মহাকাব্যিক যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ট্রয় (২০০৪)-এ হেলেন চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। এছাড়া তিনি ন্যাশনাল ট্রেজার (২০০৪) ও এর অনুবর্তী পর্ব ন্যাশনাল ট্রেজার: দ্য বুক অব সিক্রেটস (২০০৭) ছবিতে ডক্টর অ্যাবিগেল চেজ, কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত যুদ্ধভিত্তিক ইনগ্লোরিয়াস বাস্টার্ডস (২০০৯) ছবিতে ব্রিজেট ফন হামারজমার্ক এবং মনস্তাত্ত্বিক থ্রিলার আননোন (২০১১) ছবিতে জিনা চরিত্রে অভিনয় করেন। তাকে এফএক্স চ্যানেলের অপরাধ নাট্যধর্মী দ্য ব্রিজ (২০১৩-১৪) ধারাবাহিকে ডিটেকটিভ সোনিয়া ক্রস চরিত্রে অভিনয় করতে দেখা যায়।

২০১৪ সালে পিবডি পুরস্কারে ক্রুগা

২০১৭ সালে ফাটিহ আকিনের ইন দ্য ফেড ছবি দিয়ে তার জার্মান ভাষার চলচ্চিত্রে অভিষেক হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে কান চলচ্চিত্র উৎসব পুরস্কার এবং স্যাটেলাইট পুরস্কার অর্জন করেন।[1]

তথ্যসূত্র

  1. ওকোডো, জেনেল (২৯ মে ২০১৭)। "Diane Kruger Takes Best Actress at Cannes in a Winning Dress"ভোগ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.