ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান

ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান (অসমীয়া: ডিব্ৰু-ছৈখোৱা ৰাষ্ট্ৰীয় উদ্যান) অসমের পৰ্য্টন স্থান সমূহের ভিতরে একটি উল্লেখযোগ্য স্থান। অসমের পূর্ব প্ৰান্তে ব্রহ্মপুত্রের দক্ষিণ পারে অবস্থিত। এটি অসমের ডিব্ৰুগড় এবং তিনসুকিয়া জেলাতে বিস্তৃত।

ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান
Dibru-Saikhowa National Park
ডিব্ৰু ছৈখোৱা ৰাষ্ট্ৰীয় উদ্যান
অবস্থানআসাম, ভারত
নিকটবর্তী শহরডিব্ৰুগড় এবং তিনসুকিয়া
স্থানাঙ্ক২৭°৪০′ উত্তর ৯৫°২৩′ পূর্ব
আয়তন৩৫০ km2
স্থাপিত১৯৯৯
উদ্যানের একটি নদীর উপর উড়ে যায় পাখি

নামের উৎপত্তি

ডিব্ৰু নদীর উত্তর পারের সীমানায় আবৃত হওয়ার কারণে, ডিব্রু-শইখোয়া ঘাটের ওপরে অবস্থিত হওয়ার কারণে এই উদ্যানটির নামকরণ করা হয় ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান।[1]

তাৎপর্য

ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যানের অনেকটা অংশই জল। তাতে বিভিন্ন প্রজাতির পাখির স্বর্গরাজ্য। আছে মেঘলা চিতাবাঘ, হরিণ, স্লো লরিস, বুনো মোষ, বুনো কুকুর, হাতি ও অন্যান্য বুনো। জলে দেখা মিলবে ডলফিনদের। কিন্তু এই অরণ্যের বিশেষত্ব বুনো ঘোড়া। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে পোষা খচ্চর-ঘোড়াদের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। তাদের উত্তর-পুরুষরা এখন বুনো ঘোড়া হয়ে জঙ্গল দাপায়। এমন জিনিস ভারতে বিরল।[2]

তথ্যসূত্র

  1. তৃপ্তি দাস (১১ নৱেম্বৰ, ২০০৭)। বসুন্ধৰা। পৃষ্ঠা ৮, ৯, ১০। এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "বিশেষত্ব"

বহিসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.