ডিএফএল-সুপারকাপ

ডিএফএল-সুপারকাপ (জার্মান: DFL-Supercup, জার্মান: [deː ʔɛf ˈɛlː ˈzuː.pɐ.kap] (এই শব্দ সম্পর্কেশুনুন); এছাড়াও জার্মান সুপার কাপ নামে পরিচিত) হলো জার্মানির দুইটি ফুটবল ক্লাবের মধ্যে আয়োজিত একটি একক ফুটবল ম্যাচের প্রতিযোগিতা, যেখানে বুন্দেসলিগার চ্যাম্পিয়ন এবং ডিএফবি-পোকালের চ্যাম্পিয়ন দল প্রতিযোগিতা করে। এই ম্যাচটি ডয়চে ফুসবাল লিগা (জার্মান ফুটবল লীগ) দ্বারা পরিচালিত হয়।

ডিএফএল-সুপারকাপ
আয়োজকডয়চে ফুসবাল লিগা
প্রতিষ্ঠিত২০১০
(১৯৮৭–১৯৯৬ ডিএফবির অধীনে)
অঞ্চল জার্মানি
দলের সংখ্যা
বর্তমান চ্যাম্পিয়নবায়ার্ন মিউনিখ (৯ম শিরোপা)
সবচেয়ে সফল দলবায়ার্ন মিউনিখ (৯টি শিরোপা)
টেলিভিশন সম্প্রচারকজেডডিএফ
ডিএজেডএন
আন্তর্জাতিক সম্প্রচারক
ওয়েবসাইটwww.bundesliga.de/de/supercup/

এপর্যন্ত এই প্রতিযোগিতাটি ৭টি ক্লাব জয়লাভ করেছে, যার মধ্যে ৩টি ক্লাব একাধিকবার জয়লাভ করেছে। বায়ার্ন মিউনিখ এই প্রতিযোগিতার ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব, যারা সর্বশেষ পাঁচ বছরে টানা ৫টি শিরোপাসহ সর্বমোট ৯টি শিরোপা জয়ালাভ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড, যারা এপর্যন্ত ৬ বার এবং তৃতীয় স্থানে রয়েছে জার্মান ভেয়ার্ডার ব্রেমেন, যারা এপর্যন্ত ৩ বার শিরোপা জয়লাভ করেছে। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ২০২১ সালে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩–১ গোলে হারিয়ে ক্লাবের ইতিহাসে নবমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল।[1][2][3] এই প্রতিযোগিতায় বুন্দেসলিগার চ্যাম্পিয়ন ক্লাবগুলো সর্বাধিক ১৪ বার শিরোপা জয়লাভ করেছে, দ্বিতীয় স্থানে রয়েছে ডিএফবি-পোকালের চ্যাম্পিয়ন ক্লাবগুলো (যারা এপর্যন্ত ৪ বার শিরোপা জয়লাভ করেছে)।

ইতিহাস

১৯৯৭ সালে এটি ডিএফবি-লিগাপোকাল নামে একটি লীগ কাপ দ্বারা অপসারিত হয়েছে। ২০০৮ সালে কোন ফুটবল সংস্থা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত না হওয়ায় ম্যাচটি টি-হোম সুপারকাপ হিসেবে আয়োজন করা হয়েছিল, যেখানে বুন্দেসলিগা এবং ডিএফবি-পোকাল উভয় প্রতিযোগিতার শিরোপাজয়ী বায়ার্ন মিউনিখ এবং ডিএফবি-পোকালের ফাইনালে অংশগ্রহণকারী বরুসিয়া ডর্টমুন্ড প্রতিযোগিতা করেছিল। উয়েফা ইউরো ২০০৮-এর কারণে নির্ধারিত ভিড়ের কারণে উক্ত ম্যাচটি ডিএফবি-লিগাপোকাল দ্বারা এক বছরের প্রতিস্থাপিত হয়েছিল, কেননা ডিএফএল-সুপারকাপ এক মৌসুমের জন্য বাতিল করা হয়েছিল। ২০০৯ সালের ১০ই নভেম্বর তারিখে ডয়চে ফুসবাল লিগার বার্ষিক সাধারণ সভায় সুপারকাপকে ২০১০–১১ মৌসুম থেকে পুনর্বহাল করা হয়েছে।[4] ডয়চে ফুসবাল লিগা দ্বারা পরিচালিত হওয়ার কারণে এই প্রতিযোগিতাকে সুপারকাপকে ডিএফএল-সুপারকাপ বলা হয়; এরপূর্বে এটিকে ডিএফবি-সুপারকাপ বলা হতো কেননা তখন এটি জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত হতো।

২০১০ সাল থেকে, ডিএফবি-সুপারকাপের বিপরীতে যদি একটি দল লীগ এবং কাপ উভয় শিরোপা জয়লাভ করে, তবে এই প্রতিযোগিতায় বুন্দেসলিগার রানার-আপ অংশগ্রহণ করার সুযোগ পায়। ৯০ মিনিট পর খেলা সমতায় থাকবে অতিরিক্ত সময়ের খেলা আয়োজন না করে পেনাল্টি শুট-আউটের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারণ করা হয়।

সারাংশ

২০২১ সাল পর্যন্ত হালনাগাদকৃত।
পাদটীকা
গাঢ় দ্বারা উক্ত আসরের চ্যাম্পিয়ন দল নির্দেশ করে
বছরবুন্দেসলিগাফলাফলডিএফবি-পোকালমাঠ
১৯৮৭বায়ার্ন মিউনিখ২–১হামবুর্গারভাল্ডস্টাডিওন, ফ্রাঙ্কফুর্ট
১৯৮৮ভেয়ার্ডার ব্রেমেন২–০আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টভাল্ডস্টাডিওন, ফ্রাঙ্কফুর্ট
১৯৮৯বায়ার্ন মিউনিখ৩–৪বরুসিয়া ডর্টমুন্ডফ্রিৎস-ভাল্টার-স্টাডিওন, কাইজারস্লাউটার্ন
১৯৯০বায়ার্ন মিউনিখ৪–১কাইজারস্লাউটার্নভিল্ডপার্কস্টাডিওন, কার্লস্রুহে
১৯৯১[টীকা 1]কাইজারস্লাউটার্ন৩–১ভেয়ার্ডার ব্রেমেননিডারসাকসেনস্টাডিওন, হানোফার
১৯৯২ভিএফবি স্টুটগার্ট৩–১হানোফার ৯৬ (২. বুন্দেসলিগা)নিডারসাকসেনস্টাডিওন, হানোফার
১৯৯৩ভেয়ার্ডার ব্রেমেন২–২ (অ.স.প.)
(৭–৬ পে.)
বায়ার লেভারকুজেনউলরিখ-হাবারলান্ড-স্টাডিওন, লেভারকুজেন
১৯৯৪বায়ার্ন মিউনিখ১–৩ভেয়ার্ডার ব্রেমেনঅলিম্পিক স্টেডিয়াম, মিউনিখ
১৯৯৫বরুসিয়া ডর্টমুন্ড১–০বরুসিয়া মনশেনগ্লাডবাখরাইনস্টাডিওন, ডুসেলডর্ফ
১৯৯৬বরুসিয়া ডর্টমুন্ড১–১ (অ.স.প.)
(৪–৩ পে.)
কাইজারস্লাউটার্ন (২. বুন্দেসলিগা)কার্ল-বেনৎস-স্টাডিওন, মানহাইম
২০১০বায়ার্ন মিউনিখ২–০শালকে ০৪ইম্পুলস এরিনা, আউগসবুর্গ
২০১১বরুসিয়া ডর্টমুন্ড০–০ (অ.স.প.)
(৩–৪ পে.)
শালকে ০৪ভেল্টিন্স-এরিনা, গেলসেনকির্খেন
২০১২বরুসিয়া ডর্টমুন্ড১–২বায়ার্ন মিউনিখ (বুন্দেসলিগা রানার-আপ)অ্যালিয়াঞ্জ এরিনা, মিউনিখ
২০১৩বায়ার্ন মিউনিখ২–৪বরুসিয়া ডর্টমুন্ড (বুন্দেসলিগা রানার-আপ)সিগনাল ইডুনা পার্ক, ডর্টমুন্ড
২০১৪বায়ার্ন মিউনিখ০–২বরুসিয়া ডর্টমুন্ড (বুন্দেসলিগা রানার-আপ)সিগনাল ইডুনা পার্ক, ডর্টমুন্ড
২০১৫বায়ার্ন মিউনিখ১–১
(৪–৫ পে.)
ভিএফএল ভলফসবুর্গফোক্সওয়াগেন এরিনা, ভলফসবুর্গ
২০১৬বায়ার্ন মিউনিখ২–০বরুসিয়া ডর্টমুন্ড (বুন্দেসলিগা রানার-আপ)সিগনাল ইডুনা পার্ক, ডর্টমুন্ড
২০১৭বায়ার্ন মিউনিখ২–২
(৫–৪ পে.)
বরুসিয়া ডর্টমুন্ডসিগনাল ইডুনা পার্ক, ডর্টমুন্ড
২০১৮বায়ার্ন মিউনিখ৫–০আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টকমারৎসব্যাংক-এরিনা, ফ্রাঙ্কফুর্ট
২০১৯বায়ার্ন মিউনিখ০–২বরুসিয়া ডর্টমুন্ড (বুন্দেসলিগা রানার-আপ)সিগনাল ইডুনা পার্ক, ডর্টমুন্ড
২০২০বায়ার্ন মিউনিখ৩–২বরুসিয়া ডর্টমুন্ড (বুন্দেসলিগা রানার-আপ)অ্যালিয়াঞ্জ এরিনা, মিউনিখ
২০২১বায়ার্ন মিউনিখ৩–১বরুসিয়া ডর্টমুন্ডসিগনাল ইডুনা পার্ক, ডর্টমুন্ড
  1. ১৯৯১ সালের আসরে চারটি দল অংশগ্রহণ করেছিল, যেখানে প্রাক্তন পূর্ব ও পশ্চিম জার্মানির লীগ ও কাপ বিজয়ী ছিল।

অনানুষ্ঠানিক ম্যাচ

জার্মান চ্যাম্পিয়ন দল বেশ কয়েকবার কাপ বিজয়ী দলের মুখোমুখি হয়েছিল, যা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি লাভ করেনি।

বছরজার্মান চ্যাম্পিয়নফলাফলকাপ চ্যাম্পিয়নমাঠনাম
১৯৪১শালকে ০৪২–৪ড্রেসডনারডিএসসি-স্টাডিওন, ড্রেসডেনহেরাউসফর্ডারুংসকাম্ফ[5]
১৯৭৭বরুসিয়া মনশেনগ্লাডবাখ৩–২হামবুর্গারফোক্সপার্কস্টাডিওন, হামবুর্গডয়চার সুপারকাপ[6]
১৯৮৩হামবুর্গার১–১
(২–৪ পে.)
বায়ার্ন মিউনিখঅলিম্পিক স্টেডিয়াম, মিউনিখ
২০০৮বায়ার্ন মিউনিখ১–২বরুসিয়া ডর্টমুন্ড (রানার-আপ)সিগনাল ইডুনা পার্ক, ডর্টমুন্ডটি-হোম সুপারকাপ[6]
২০০৯ভিএফএল ভলফসবুর্গ১–২ভেয়ার্ডার ব্রেমেনফোক্সওয়াগেন এরিনা, ভলফসবুর্গফোক্সওয়াগেন সুপারকাপ[7]

পরিসংখ্যান

দল অনুযায়ী

ডিএফএল-সুপারকাপের বর্তমান শিরোপা
ক্লাববিজয়ীরানার-আপবিজয়ের বছররানার-আপের বছর
বায়ার্ন মিউনিখ ১৯৮৭, ১৯৯০, ২০১০, ২০১২, ২০১৬,
২০১৭, ২০১৮, ২০২০, ২০২১
১৯৮৯, ১৯৯৪, ২০১৩, ২০১৪, ২০১৫,
২০১৯
বরুসিয়া ডর্টমুন্ড ১৯৮৯, ১৯৯৫, ১৯৯৬, ২০১৩, ২০১৪,
২০১৯
২০১১, ২০১২, ২০১৬, ২০১৭, ২০২০,
২০২১
ভেয়ার্ডার ব্রেমেন ১৯৮৮, ১৯৯৩, ১৯৯৪ ১৯৯১
কাইজারস্লাউটার্ন ১৯৯১ ১৯৯০, ১৯৯৬
শালকে ০৪ ২০১১ ২০১০
ভিএফবি স্টুটগার্ট ১৯৯২
ভিএফএল ভলফসবুর্গ ২০১৫
আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট ১৯৮৮, ২০১৮
হামবুর্গার ১৯৮৭
হানোফার ৯৬ ১৯৯২
বায়ার লেভারকুজেন ১৯৯৩
বরুসিয়া মনশেনগ্লাডবাখ ১৯৯৫

প্রতিযোগিতা অনুযায়ী

প্রতিযোগিতাবিজয়ীরানার-আপ
বুন্দেসলিগা চ্যাম্পিয়ন১৪
ডিএফবি-পোকাল চ্যাম্পিয়ন১১
বুন্দেসলিগা রানার-আপ

শীর্ষ গোলদাতা

এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বাধিক গোল (৭টি) করা পোলীয় ফুটবল খেলোয়াড় রবের্ত লেভানদোভস্কি
অবস্থানখেলোয়াড়ক্লাবগোল
পোল্যান্ড রবের্ত লেভানদোভস্কিবরুসিয়া ডর্টমুন্ড
বায়ার্ন মিউনিখ
জার্মানি থমাস মুলারবায়ার্ন মিউনিখ
নিউজিল্যান্ড উইন্টন রাফারভেয়ার্ডার ব্রেমেন
জার্মানি মার্কো রয়েসবরুসিয়া ডর্টমুন্ড
নেদারল্যান্ডস আরিয়েন রোবেনবায়ার্ন মিউনিখ
জার্মানি ইয়ুর্গেন ভেগমানবরুসিয়া ডর্টমুন্ড
বায়ার্ন মিউনিখ
গ্যাবন পিয়ের-এমেরিক অবামেয়াংবরুসিয়া ডর্টমুন্ড
জার্মানি গুন্টার ব্রাইৎস্কেবরুসিয়া ডর্টমুন্ড
জার্মানি ইয়ুর্গেন ডেগেনকাইজারস্লাউটার্ন
১০পশ্চিম জার্মানি মানফ্রেড বেন্ডারবায়ার্ন মিউনিখ
ডেনমার্ক নিকলাস বেন্টনারভিএফএল ভলফসবুর্গ
সোভিয়েত ইউনিয়ন ভ্লাদিমির বেসচাস্তনিকভেয়ার্ডার ব্রেমেন

তথ্যসূত্র

  1. "Das Spiel"DFB - Deutscher Fußball-Bund e.V. (জার্মান ভাষায়)। ১৬ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২১
  2. "Bayern beat Dortmund in Super Cup"BBC Sport। ১৭ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২১
  3. "German Super Cup - Dortmund vs Bayern: Lewandowski leads Bayern to German Super Cup win in Dortmund"MARCA। ১৭ আগস্ট ২০২১। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২১
  4. "Super Cup starts again"FIFA। ১০ নভেম্বর ২০০৯। ১৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০০৯
  5. "Dresdener SC – FC Schalke 04"dsc-museum.deDresdner SC। ১৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৬
  6. "(West) Germany – List of Super/League Cup Finals"। RSSSF। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১১
  7. "Werder gewinnt beim Meister: VfL Wolfsburg– Werder Bremen 1:2 (0:1)"kicker। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.