ডিউটেরিয়াম
ডিউটেরিয়াম বা ডয়টেরিয়াম হলো হাইড্রোজেনের অর্থাৎ উদজানের একটি ভারী আইসোটোপ। এর চিহ্ন 2
H
অথবা
D
। একে ভারী হাইড্রোজেনও বলে। এর কেন্দ্রীনকে বলা হয় ডিউট্রন যার মধ্যে রয়েছে একটি প্রোটন এবং একটি নিউট্রন।
ডিউটেরিয়াম | |
---|---|
![]() ডিউটেরিয়াম পূর্ণ টেবিল | |
সাধারণ | |
নাম, প্রতীক | হাইড্রোজেন-২,২H or D |
নিউট্রন | ১ |
প্রোটোন | ১ |
বিক্রিয়াকারী কেন্দ্রীণ ডাটা | |
প্রাকৃতিক প্রাচুর্য | ০.০১৫% (পৃথিবী) |
আইসোটোপ ভর | ২.০১৪১০১৭৮ u |
স্পিন | ১+ |
মাত্রাধিক্য শক্তি | ১৩১৩৫.৭২০± ০.০০১ keV |
Binding শক্তি | ২২২৪.৫২± ০.২০ keV |
ডিউটেরিয়াম আইসোটোপের নামকরণ করা হয় গ্রিক ডিউটেরস শব্দ থেকে, যার অর্থ হল "দ্বিতীয়"। এর মাধ্যমে নিউক্লিয়াসের দুটি উপাদানকে বিবৃত করা হয়।[1] হ্যারল্ড উরি ১৯৩১ সালে ডিউটেরিয়াম আবিষ্কার ও নামকরণ করেন। ১৯৩২ সালে নিউট্রন আবিষ্কারের পর ডিউটেরিয়ামের নিউক্লিয় গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা মিলে এবং উরি ১৯৩৪ সালে নোবেল পুরস্কার জয় লাভ করেন।
তথ্যসূত্র
- O'Leary, Dan (2012). "The deeds to deuterium". Nature Chemistry. 4: 236. Bibcode:2012NatCh...4..236O. doi:10.1038/nchem.1273
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.