ডার্ক নানেস
ডার্ক পিটার নানেস (ইংরেজি: Dirk Nannes; জন্ম: ১৬ মে, ১৯৭৬) ভিক্টোরিয়ার মাউন্ট ওয়েভার্লি এলাকায় জন্মগ্রহণকারী পেশাদার অস্ট্রেলীয় ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস - উভয় দলের পক্ষে খেলছেন। এরফলে খুব স্বল্পসংখ্যক ক্রিকেটারদের একজন হিসেবে একাধিক আন্তর্জাতিক দলে খেলার সুযোগ পেয়েছেন ডার্ক নানেস। দলে তিনি মূলতঃ বামহাতি ফাস্ট বোলিং করে থাকেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ডার্ক পিটার নানেস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | মাউন্ট ওয়েভার্লি, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া | ১৬ মে ১৯৭৬|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | ডিগলার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | বামহাতি ফাস্ট-মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
একমাত্র ওডিআই (ক্যাপ ১৭৭) | ২৮ আগস্ট ২০০৯ অস্ট্রেলিয়া বনাম স্কটল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টি২০আই অভিষেক (ক্যাপ ৪০/১৫) | ৫ জুন ২০০৯ নেদারল্যান্ডস বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টি২০আই | ৩১ অক্টোবর ২০১০ অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৬-২০১১ | ভিক্টোরিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৮ | মিডলসেক্স | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৯-২০১০ | দিল্লি ডেয়ারডেভিলস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১০ | নটিংহ্যামশায়ার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১০-২০১২ | ক্যান্টারবারি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১১ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১১-২০১২ | সারে | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১১ | মাউন্টেনিয়ার্স | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১১-২০১২ | মেলবোর্ন রেনেগেডস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১২ | হাইভেল্ড লায়ন্স | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১২ | বাসনাহিরা ক্রিকেট ডান্ডি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১২-বর্তমান | সিডনি থান্ডার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৩ | সিলেট রয়্যালস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৩ | চেন্নাই সুপার কিংস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৪ | সমারসেট | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকেটআর্কাইভ, ১৪ ফেব্রুয়ারি ২০১৪ |
প্রারম্ভিক জীবন
ক্রিকেট খেলায় অনুপ্রবেশের পূর্বে তিনি ফ্রিস্টাইল স্কিয়ার ছিলেন ও এফআইএস ফ্রিস্টাইল স্কিয়িং বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেন।[1] হথর্ন-ওয়াভার্লি ক্লাবে খেলেন ও পরবর্তীকালে ফিটজরয়-ডনকাস্টারে স্থানান্তরিত হন। ২০০৫-০৬ মৌসুমে ভিক্টোরিয়ান প্রিমিয়ার ক্রিকেটে ভিক্টোরিয়ার পক্ষে ২৯ বছর বয়সে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। দ্বিতীয় খেলায় পুরা কাপের ফাইনালে কুইন্সল্যান্ড বুলসের ৯০০/৬ ডিক্লেয়ারকালীন তিন উইকেট নিয়েছিলেন।[2] ভিক্টোরিয়া ব্যাটিংয়ে আসলে তিনি সর্বশেষে আউট হন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেট, একদিনের প্রতিযোগিতাসহ ২০০৮ সালে ইংরেজ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সে শীর্ষস্থানীয় বোলার ছিলেন। তবে, টুয়েন্টি২০ খেলায় তিনি তার সেরা সফলতা পান। ২০০৮ সালের শেফিল্ড শিল্ডে নানেস তার খেলোয়াড়ী জীবনের সেরা বোলিং পরিসংখ্যান দাঁড় করান ৭/৫০। পার্থে অনুষ্ঠিত খেলায় ওয়েস্টার্ন অস্ট্রলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ০.১ ওভারে ১/২ উইকেট পান। কিন্তু দুইটি বীমার ছুড়লে ঐ ইনিংসে বোলিং করা থেকে তাকে বিরত রাখা হয়।[3]
খেলোয়াড়ী জীবন
তার পিতা-মাতার জন্মসূত্রের মাধ্যমে ডাচ নাগরিকত্ব লাভ করেন। এরফলে, ২০০৯ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় নেদারল্যান্ডসের পক্ষে খেলার সুযোগ পান। নেদারল্যান্ডস তাদের প্রথম খেলায় ইংল্যান্ডের মোকাবেলা করে। তার বোলিংয়ে দল বিস্ময়করভাবে জয় পায়।[4] ঐ বছরেরই শেষদিকে অস্ট্রেলিয়ার পক্ষে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।[5]
ফেব্রুয়ারি, ২০১০ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেন। এর কারণ হিসেবে আঘাতপ্রাপ্তি পরবর্তী সময়ে দীর্ঘকালীন সময়ের খেলায় তার অপারগতা প্রকাশ এবং ৫০-ওভার ও টুয়েন্টি২০ ক্রিকেটে ভিক্টোরিয়া এবং অস্ট্রেলিয়ার পক্ষে মনোনিবেশের কথা বলেন।[6]
তথ্যসূত্র
- "FIS Ski competitor biography"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৫।
- List of First-class cricket matches played by Nannes
- WA vs Vic Scorecard
- "Cricket Europe - Dutch announce World Cup Qualifier squad"। ১৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৫।
- 'Dutch' Nannes thrilled at career twist | Cricket News | England v Australia 2009 | ESPN Cricinfo. Cricinfo.com. Retrieved on 2013-12-23.
- Dirk Nannes retires from first class cricket