ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র
ডায়মন্ড হারবার (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র।
ডায়মন্ড হারবার | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার | |
স্থানাঙ্ক: ২২.১৯১০০৯১° উত্তর ৮৮.১৯০৪৭৪১° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | দক্ষিণ চব্বিশ পরগনা |
কেন্দ্র নং. | ১৪৩ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ২১. ডায়মন্ড হারবার |
নির্বাচনী বছর | ১৬৪,২১০ (২০১১) |
এলাকা
ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ১৪৩ নং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রটি ডায়মন্ড হারবার পুরসভা, বসুলডাঙ্গা, বলসিদ্ধি কালীনগর, দেরাক, হরিনডাঙা, কানপুর ধনবেড়িয়া, মশাট ও পারুলিয়া গ্রাম পঞ্চায়েত গুলি ডায়মন্ড হারবার-১ সমষ্টি উন্নয়ন ব্লক এবং কামারপোল, খোরদো, মথুর, নূরপুর, পাটরা এবং সরিসা গ্রাম পঞ্চায়েত গুলি ডায়মন্ড হারবার-২ সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[1]
ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রটি ২১ নং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এর অন্তর্গত।[1]
বিধানসভার বিধায়ক
নির্বাচনের বছর | কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
১৯৫১ | ডায়মন্ড হারবার | চারু চন্দ্র ভাণ্ডারী | কিষাণ মজদুর প্রজা পার্টি[2] |
১৯৫৭ | রামানুজ হালদার | প্রজা সোশালিস্ট পার্টি[3] | |
১৯৬২ | জগদীশ চন্দ্র হালদার | ভারতীয় জাতীয় কংগ্রেস[4] | |
১৯৬৭ | আব্দুল কিয়ম মোল্লা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [5] | |
১৯৬৯ | আব্দুল কিয়ম মোল্লা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [6] | |
১৯৭১ | আব্দুল কিয়ম মোল্লা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [7] | |
১৯৭২ | দৌলত আলি শেখ | ভারতীয় জাতীয় কংগ্রেস [8] | |
১৯৭৭ | আব্দুল কিয়ম মোল্লা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[9] | |
১৯৮২ | আব্দুল কিয়ম মোল্লা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [10] | |
১৯৮৭ | আব্দুল কিয়ম মোল্লা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [11] | |
১৯৯১ | আব্দুল কিয়ম মোল্লা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [12] | |
১৯৯৬ | দৌলত আলি শেখ | ভারতীয় জাতীয় কংগ্রেস [13] | |
২০০১ | ঋষি হালদার | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [14] | |
২০০৬ | ঋষি হালদার | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [15] | |
২০১১ | দীপক কুমার হালদার | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস [16] |
নির্বাচনী ফলাফল
২০১১
২০১১ সালে, তৃণমূল কংগ্রেসের দীপক কুমার হালদার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) এর সুভ্রা সাউকে পরাজিত করেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১:ডায়মন্ড হারবার কেন্দ্র[16][17] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
তৃণমূল কংগ্রেস | দীপক কুমার হালদার | ৮৭,৬৪৫ | ৫৩.৩৭ | +৭.০৫ | |
সিপিআই(এম) | সুভ্রা সাউ | ৬৬,৮৭১ | ৪০.৭২ | -৬.৭৮ | |
বিজেপি | কৃষ্ণা বৈদ্য | ৪,৯৪৬ | ৩.০১ | ||
পিডিএস (আই) | মৌসুমি মৈত্র | ২,৯৫১ | |||
ইন্ডিয়ান ইউনিটি সেন্টার | এমডি. শামসুত তোউহিদ পুরকাইত | ১,৭৯৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৬৪,২১০ | ৮৫.৩৬ | |||
সিপিআই(এম) থেকে তৃণমূল কংগ্রেস অর্জন করেছে | সুইং | ১৩.৮৩ | |||
১৯৭৭-২০০৬
২০০৬[15] এবং ২০০১ [14] রাজ্য বিধানসভা নির্বাচনে, সিপিআই (এম) এর ঋষি হালদার ১১৯ নং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যথাক্রমে তৃণমূল কংগ্রেসের শুভাশিস চক্রবর্তীকে এবং তৃণমূল কংগ্রেসের আমজাদ আলী সরদারকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। কংগ্রেসের শেখ দৌলত আলী ১৯৯৬ সালে সিপিআই (এম) এর আবদুল কিয়ম মোল্লাকে পরাজিত করেন।[13] সিপিআই (এম) এর আবদুল কিয়ম মোল্লা ১৯৯১ সালে কংগ্রেসের নজরুল ইসলাম মোল্লাকে পরাজিত করেন,[12] ১৯৮৭ সালে কংগ্রেসের মনোরঞ্জন কায়লকে,[11] ১৯৮২ সালে কংগ্রেসের দীবাকর ঘোষকে[10] এবং ১৯৭৭ সালে জনতা পার্টির শঙ্করী প্রসাদ মন্ডলকে পরাজিত করেন।[9][18]
১৯৫১-১৯৭২
১৯৭২ সালে কংগ্রেসের দৌলত আলী শেখ জয়ী হন।[8] ১৯৭১,[7] ১৯৬৯[6] এবং ১৯৬৭ সালে[5] সিপিআই (এম) এর আব্দুল কিয়ম মোল্লা জয়ী হন। ১৯৬২ সালে কংগ্রেসের জগদীশ চন্দ্র হালদার জয়ী হন।[4] ১৯৫৭ সালে পিএসপি রামনুজ হালদার জয়ী হন।[3] স্বাধীন ভারতের প্রথম নির্বাচন ১৯৫১ সালে, কেএমপিপি এর চারুচন্দ্র ভাণ্ডারী জয়ী হন।[2]
তথ্যসূত্র
- "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
- "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
- "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
- "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
- "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
- "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
- "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
- "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
- "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
- "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
- "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
- "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
- "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
- "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
- "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৪।
- "West Bengal Assembly Election 2011"। Diamond Harbour (ইংরেজি ভাষায়)। Empowering India। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১১।
- "119 - Diamond Harbour Assembly Constituency"। ১৯৭৭ থেকে দল অনুযায়ী তুলনা (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১০।