ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ
ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ হলো পেশাদার কুস্তি প্রতিযোগীতার একটি চ্যাম্পিয়নশিপ। এটি তৈরি ও প্রবর্তন করেছে আমেরিকান পেশাদার কুস্তি প্রতিষ্ঠান ডাব্লিউডাব্লিউই। ১৯৬৩ সালের ২৫ এপ্রিল মাসে তৎকালীন ওয়ার্ল্ড ওয়াইড রেসলিং ফেডারেশন (বর্তমানে ডাব্লিউডাব্লিউই) ডাব্লিউডাব্লিউডাব্লিউএফ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হিসেবে প্রতিষ্ঠা করে। প্রাক্তন চ্যাম্পিয়ন সেথ রলিন্স প্রথম ব্যক্তি যিনি মানি ইন দ্য ব্যাংক চুক্তি ক্যাশ ইন করে রেসলম্যানিয়া ৩১ এ চ্যাম্পিয়ন হয়।
ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() বর্তমান ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ বেল্ট(২০১৪-বর্তমান) | |||||||||||||||||||
তথ্য | |||||||||||||||||||
সংস্থা | ডাব্লিউডাব্লিউই | ||||||||||||||||||
ব্র্যান্ড | র | ||||||||||||||||||
প্রতিষ্ঠা | এপ্রিল ২৫, ১৯৬৩ | ||||||||||||||||||
বর্তমান চ্যাম্পিয়ন | বিগ ই | ||||||||||||||||||
জয়ের তারিখ | সেপ্টেম্বর ১৩,২০২১ | ||||||||||||||||||
অন্যান্য নাম | |||||||||||||||||||
| |||||||||||||||||||
|
এটিই সবচেয়ে পুরাতন চ্যাম্পিয়নশিপ যেটি বর্তমানেও ডাব্লিউডাব্লিউই-তে প্রচলিত রয়েছে। এটি ডাব্লিউডাব্লিউই-এর সবচেয়ে মর্যাদাপূর্ণ চ্যাম্পিয়নশিপ। ২০০২-২০১৩ সাল পর্যন্ত এটি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং ইসিডাব্লিউ চ্যাম্পিয়নশিপ (২০০৬−২০১০) ছিল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ টাইটেল।[1] এই চ্যাম্পিয়নশিপটির বর্তমান চ্যাম্পিয়ন বিগ ই। এই চ্যাম্পিয়নশিপটি বর্তমানে র ব্র্যান্ডের অধীনে রয়েছে।
রাজত্ব
ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ হলো ডাব্লিউডাব্লিউইর সবচেয়ে প্রাচীন একটি চ্যাম্পিয়নশিপ। এটি ১৯৬৩ সালে সর্বপ্রথম পরিচয় করানো হয়। এর উদ্বোধনী চ্যাম্পিয়ন হলেন বাডি রজার্স। এই চ্যাম্পিয়নশিপটিতে সর্বমোট ৪৬ জন নিজের নাম লিখিয়েছেন এবং ১১ বার বিভিন্ন কারণে এই চ্যাম্পিয়নশিপটি খালি করা হয়েছে।[2] এই চ্যাম্পিয়নশিপটির সবচেয়ে দীর্ঘতম শাসনকারী চ্যাম্পিয়ন হলেন ব্রুনো স্যামমার্টিনো, যিনি এই চ্যাম্পিয়নশিপটি ১৭ মে ১৯৬৩ হতে ১৮ জানুয়ারী ১৯৭১ পর্যন্ত সর্বমোট ২,৮০৩ দিন (৭ বছর, ৮ মাস, ১ দিন) নিজের দখলে রাখেন। একই সাথে তিনি সর্বমোট ৪,০৪০ দিন নিজের দখলে রাখেন, যা এই চ্যাম্পিয়নশিপটির দীর্ঘতম সম্মিলিত রাজত্ব।[3] আন্দ্রে দ্য জায়ান্ট হলেন সবচেয়ে সংক্ষিপ্ত রাজত্বের চ্যাম্পিয়ন, তিনি মাত্র ১ মিনিট ৪৮ সেকেন্ডের (১২৮ সেকেন্ড) জন্য চ্যাম্পিয়ন ছিলেন।[4] সবচেয়ে কম বয়সী বিজয়ী হলেন ব্রক লেজনার, তিনি এই চ্যাম্পিয়নশিপটি জয় করেছেন মাত্র ২৫ বছর ৪৪ দিনে। অন্যদিকে, ভিন্স ম্যাকম্যান হলেন সবচেয়ে প্রবীণ বিজয়ী, তিনি এই চ্যাম্পিয়নশিপটি জয় করেছেন ৫৪ বছর ২৭ দিনে। এই চ্যাম্পিয়নশিপটি সর্বাধিকবার নিজের দখলে করেছেন জন সিনা, তিনি এটি ১৩ বার জয় করেছেন।
এই চ্যাম্পিয়নশিপটির বর্তমান চ্যাম্পিয়ন হলেন বিগ ই, এটি তার প্রথম রাজত্ব। সেপ্টেম্বর ১৩ ,২০২১ সালে তিনি এটি অর্জন করেন।
তথ্যসূত্র
- http://www.wwe.com/inside/titlehistory/wwechampionship/
- "WWE Championship Title History"। WWE। সংগ্রহের তারিখ ২০০৮-১০-১৭।
- "Bruno Sammartino"। WWE। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০৯।
- "The 5 shortest WWE Title reigns in history"। WWE। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০৯।