ডাব্লিউডাব্লিউই আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশিপ

ডাব্লিউডাব্লিউই আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশিপ হলো ডাব্লিউডাব্লিউই (World Wrestling Entertainment বা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট বা বিশ্ব কুস্তি বিনোদন) এর পেশাদারি কুস্তি চ্যাম্পিয়নশিপ। এটি ডাব্লিউডাব্লিউই এর দ্বিতীয় পর্যায়ের খেতাব। মাত্র দুই বছরের বেশি (এপ্রিল ২০০৯ থেকে আগস্ট ২০১১), ডাব্লিউডাব্লিউই র ব্রান্ডের দ্বিতীয় পর্যায়ের খেতাব। ২৯ আগস্ট, ২০১১ থেকে ডাব্লিউডাব্লিউই এর আন্ত:মহাদেশীয় চ্যাম্পিয়নশীপ র এবং স্ম্যাকডাউন হতে শুরু করে। এছাড়া যেকোন প্রতি-দর্শন-পরিশোধে (যেমনঃ রেসলম্যানিয়া) আয়োজনে হতে পারবে।

ডাব্লিউডাব্লিউই আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশিপ
ডাব্লিউডাব্লিউই আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশিপ বেল্ট
তথ্য
সংস্থাডাব্লিউডাব্লিউই
ব্র্যান্ড
প্রতিষ্ঠাসেপ্টেম্বর ১, ১৯৭৯
বর্তমান চ্যাম্পিয়নগানথার
জয়ের তারিখএপ্রিল ৯, ২০২২
অন্যান্য নাম
  • ডাব্লিউডাব্লিউএফ আন্তঃমহাদেশীয় হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ (১৯৭৯-২০০২)
  • ডাব্লিউডাব্লিউএফ আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশিপ (১৯৯২-২০০২)
  • ডাব্লিউডাব্লিউই আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশিপ
    (২০০২, ২০০৩-বর্তমান)

ইতিহাস

২০০২ সাল পর্যন্ত ডাব্লিউডাব্লিউই আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশিপ প্রথমে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশিপ বা বিশ্ব কুস্তি ফেডারেশন আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল। ১৯৭৯ সালে এই খেতাবের অভিষেক হয়েছিল়। ১৯৭৯ সালের ১৫ই এপ্রিল প্যাট প্যাটারসন প্রথম বা উদ্ভোদনী চ্যাম্পিয়ন হয়েছিলেন়।[1] ২০০১ সালের মার্চে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং কিনে নেয়।[2] ২০০১ সালের সার্ভাইবার সিরিজে ডাব্লিউসিডাব্লিউ মার্কিন যুক্তরাষ্ট্রীয় চ্যাম্পিয়নশিপের সাথে সম্বনিত করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রীয় চ্যাম্পিয়ন এজ, আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়ন টেষ্টকে হারিয়ে নতুন আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়ন হয়। কিন্তু ঐ সময় মার্কিন যুক্তরাষ্ট্রীয় চ্যাম্পিয়নশিপ অসক্রিয় ছিল।[3]

পরে ২০০২ সালে ডাব্লিউডাব্লিউএফ/ডাব্লিউডাব্লিউই তাদের নাম পরিবর্তন করে। ফলে এই চ্যাম্পিয়নশিপের নাম দেওয়া হয় ডাব্লিউডাব্লিউই আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশিপ

তথ্যসূত্র

  1. "Pat Patterson's first reign"। ১১ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৫
  2. "WWE Entertainment, Inc. Acquires WCW from Turner Broadcasting"। WWE Corporate। ২০০১-০৩-২৩। ২০১৪-০৩-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১২-০৭
  3. "Survivor Series 2001 results"। WWE। ২০০৬-১১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১২-০৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.