ডাব্বু

প্রসেনজিৎ ঘোষাল (মঞ্চ নাম ডাব্বু হিসেবেই বেশি পরিচিত; জন্ম: ২৫ জুন, ১৯৭৯) হচ্ছেন একজন ভারতীয় বাঙ্গালী সঙ্গীত সুরকার। তিনি সুরকার, গিটারিস্ট ও সঙ্গীতায়োজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

ডাব্বু
ডাব্বু
জন্ম(১৯৭৯-০৬-২৫)২৫ জুন ১৯৭৯
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ধরনবাংলা সঙ্গীত, বলিউড সঙ্গীত
পেশাসুরকার, সঙ্গীত পরিচালক
কার্যকাল২০১৪-বর্তমান

কর্মজীবন

ডাব্বু তার কর্মজীবন শুরু করেন ২০১৩ সালের কলকাতার প্রথমসারীর চলচ্চিত্র প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের একটি চলচ্চিত্র দিয়ে। তিনি একজন আবহ সঙ্গীত পরিচালকও। তার কিছু কাজ হচ্ছে বাঙালী বাবু ইংলিশ মেম, জামাই ৪২০, মন জানে না প্রভৃতি।

সঙ্গীত

Denotes films that have not yet been released
বছরচলচ্চিত্রভাষাগানপরিচালকপ্রযোজক
২০১৪বাঙালী বাবু ইংলিশ মেম[1]বাংলাহানি বানি, হাওয়ারা চুপিচুপি, দোল দুলনি, ওরে মন উদাসীরবি কিনাগীশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৪কখন তোমার আসবে টেলিফোন[2]বাংলাটাইটেল গান, এক দুই তিন, যখন তখন, তুমিও কি আনমনাঅরিন্দম মামদো দেপিবি ফিল্মস
২০১৫জামাই ৪২০বাংলাঢিচকিয়াওরবি কিনাগীশ্রী ভেঙ্কটেশ ফিল্মসসুরিন্দর ফিল্মস
২০১৫ব্ল্যাকবাংলাহালকা হালকা, ময়না চলাত চলাতরাজা চন্দভায়াকম ১৮ মোশন পিকচার্স ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া
২০১৬সম্রাট: দ্যা কিং হিয়ারবাংলা (বাংলাদেশ)সম্রাট (টাইটেল গান)মুহাম্মদ মোস্তফা কামাল রাজঅরকো প্রডাকশন ও সিনেমাওয়ালা
২০১৬মেন্টাল[3]বাংলা (বাংলাদেশ)টাইটেল গান, প্রেমটা তোদের নেশা, মন নাজেহাল, খাইনা জনাব, উড়েছে ধুলো, বলতে বাকি কতো কিশামীম আহমেদ রনিবাংলা এক্সপ্রেস ফিল্মস
২০১৬বসগিরিবাংলা (বাংলাদেশ)বসগিরি (টাইটেল গান)শামীম আহমেদ রনিখান ফিল্মস
২০১৭ধ্যাততেরিকিবাংলা (বাংলাদেশ)টাইটেল গানশামীম আহমেদ রনিজাজ মাল্টিমিডিয়া
২০১৭আমার আপনজন[4]বাংলাএলে চুপি চুপি, এসো আমার নদীর তীরেরাজা চন্দসানডে ফিল্মস ও অ্যাকটরস স্টুডিও
২০১৭রংবাজবাংলা (বাংলাদেশ)টাইটেল গান, রিমিঝিমআব্দুল মান্নানশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৯মন জানে নাবাংলাকেন যে তোকেশাগুফতা রফিকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৯অপারেশন অগ্নিপথবাংলা (বাংলাদেশ)টাইটেল গানআশিকুর রহমানভারটেক্স প্রডাকশন
২০১৯নেটওয়ার্কবাংলাদিওয়ানা বলে ডাকে আমায়সপ্তশ্ব বসুনিও স্টুডিও[5]
২০১৯শাহেনশাহবাংলাপ্রেমের রাজাশামীম আহমেদ রনিআনলিমিটেড অডিও ভিডিও
2019বেপরোয়াবাংলাবেপরোয়া টাইটেল গানরাজা চন্দজাজ মাল্টিমিডিয়া

তথ্যসূত্র

  1. "Bengali Babu English Mem Movie Review"। The Times of India। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৪
  2. "HELLO THERE!"। The Times of India। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৪
  3. "Dhallywood New Film Mental-It Can Be Your Love Story"। NetNewsBD। ৫ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৪
  4. "জিয়া নস্টাল"। Sangbad Pratidin। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৬
  5. "NETWORK film announced"। ১৯ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.