ডান্স ইন্ডিয়া ডান্স (ফ্র্যাঞ্চাইজ)

ডান্স ইন্ডিয়া ডান্স (অধিকাংশ সময় ডিআইডি বলা হয়; ট্যাগলাইন:ডান্স কা আসলি আইডি ডি.আই.ডি.) একটি নৃত্য প্রতিযোগিতামূলক ভারতীয় রিয়েলিটি টেলিভিশন ফ্র্যাঞ্চাইজ যার সকল ধারাবাহিক জি টিভিতে সম্প্রচারিত হয়ে আসছে।

ডান্স ইন্ডিয়া ডান্স
স্রষ্টাইউটিভি সফটওয়্যার কম্যুনিকেশনস
মূল কর্মডান্স ইন্ডিয়া ডান্স
চলচ্চিত্র ও টেলিভিশন
টেলিভিশন ধারাবাহিক
টেলিভিশন বিশেষ

ধারাবাহিকসমূহ

ধারাবাহিকসমূহের ছক:

ধারাবাহিকের নাম স্থিতিকাল মৌসুম
সংখ্যা
বিচারকের সংখ্যাটীকা বিজয়ীর সংখ্যা
প্রতি
মৌসুম
মোট প্রতি
মৌসুম
মোট
ডান্স ইন্ডিয়া ডান্স ২০০৯-১৮১০
ডিআইডি লি'ল মাস্টারস ২০১০-চলছে২/৩০৭
ডিআইডি ডাবলস ২০১০-১১০৩
ডিআইডি সুপার মমস ২০১৩-১৫০৫

টীকা:

  1. ^ এখানে প্রধান বিচারক (গ্র্যান্ড মাস্টার) ব্যতীত বাকি বিচারকের সংখ্যা উল্লেখ করা হয়েছে।

ডান্স ইন্ডিয়া ডান্স

ডান্স ইন্ডিয়া ডান্স হল ডিআইডি এর প্রধান ধারাবাহিক যা ৩০ জানুয়ারী ২০০৯ সাল থেকে সম্প্রচারিত হয়ে আসছে। এ পর্যন্ত এতে ৬ টি মৌসুম আয়োজিত হয়েছে।

ডিআইডি লি'ল মাস্টারস

ডিআইডি লি'ল মাস্টারস হল শিশুদের নৃত্য প্রতিযোগিতামূলক ধারাবাহিক। এ পর্যন্ত এর ৫ টি মৌসুম আয়োজিত হয়েছে।

ডিআইডি ডাবলস

ডিআইডি ডাবলস হল ডিআইডি আয়োজিত দ্বৈত নৃত্য প্রতিযোগিতা।

ডিআইডি সুপার মমস

ডিআইডি সুপার মমস হল মা'দের নিয়ে আয়োজিত নৃত্য প্রতিযোগিতামূলক ধারাবাহিক। এ পর্যন্ত এর ২ টি মৌসুম আয়োজিত হয়েছে এবং ৩ম মৌসুম বর্তমানে সম্প্রচারিত হচ্ছে।

বিশেষ ধারাবাহিক

ডিআইডি বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করার পাশাপাশি কিছু বিশেষ ধারাবাহিকও আয়োজন করেছে। সেগুলো হল,

বিচারক

ডিআইডি এর সকল ধারাবাহিক ভারতীয় চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীর সাথে ২/৩ জন বিচারক করেন। এখানে মিঠুন চক্রবর্তী প্রধান বিচারকের দ্বায়িত্ব পালন করেন এবং তাকে গ্র্যান্ড মাস্টার বলা হয়।

বিচারকবৃন্দের তালিকা:

  • কোঃ = বিচারক ও কোরিওগ্রাফার (নৃত্য পরিকল্পনাকারী) হিসেবে।
  • বিঃ = শুধুমাত্র বিচারক হিসেবে।
নাম পদ দল কার্যকাল শো সংখ্যা ধারাবাহিকসমূহ
সর্বপ্রথমসর্বশেষকোঃবিঃমোট প্রধান লি'ল
মাস্টারস
ডাবলস সুপার
মমস
মিঠুন চক্রবর্তীপ্রধান বিচারক-২০০৯২০১৮- YYYY
গীতা কপূরবিচারকগ্যাং২০১৫০৪০৩০৭ YYYY
টেরেন্স লুইসটোলি০৩০২০৫ YY
রেমো ডি'সুজারঙ্গীলে২০১২-০৩ Y
ফারাহ খান-২০১০২০১৩-০২০২ YY
সন্দিপ সোপারকার২০১০০১০১ Y
মর্জি পেস্টোঞ্জিমস্তানে২০১০২০১৮০২০৩০৫ YYYY
রাজীব সুর্তিরকারস২০১১০১-০১ Y
মুদাসসার খানমন্ডলি২০১৩২০১৮০৩-০৩ Y
ফিরোজ খানফৌজ২০১৪০১০১ Y
শ্রুতি মার্চেন্টশান্দার Y
আহমেদ খান-২০১৪২০১৪-০১ Y
গোবিন্দ-২০১৫২০১৫ Y
পুনিত পাঠকপ্যান্থারস২০১৫২০১৫০১- Y
গেতি সিদ্দিকীগ্যাংস্টারস Y
মিনি প্রধানমাস্টারব্লাস্টারস২০১৭২০১৮ Y
সিদ্ধার্থ আনন্দ-২০১৮বর্তমান-০১ Y
চিত্রাঙ্গদা সিংহ Y

টীকা

    তথ্যসূত্র

      বহিঃসংযোগ

      This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.