ডানপন্থী রাজনীতি
রাজনীতিতে ডানপন্থা বা ডানপন্থী বিশেষণ ব্যবহৃত হয় এমন মতাদর্শের ক্ষেত্রে, যা মানুষের অর্থনৈতিক বা ঐতিহ্যগত বা সামাজিক শ্রেণীগত বিভেদ বা ধাপ বিন্যাসকে সমর্থন করে। একেক ডানপন্থী রাজনৈতিক দল বিভিন্ন মাত্রায় বামপন্থী রাজনীতি সমর্থিত সাম্যবাদের বিরোধিতা করে থাকে এবং সার্বিক সাম্য চাপিয়ে দেওয়াকে সমাজের পক্ষে ক্ষতিকর বলে মনে করে থাকে।
দলীয় রাজনীতি |
---|
রাজনীতি বিষয়ক ধারাবাহিকের একটি অংশ |
![]() |
ডানপন্থা ও বামপন্থা শব্দগুলো রাজনীতির ক্ষেত্রে প্রথম প্রচলিত হয় ফরাসি বিপ্লবের সময়। ফরাসি সংসদে ভিন্ন মতধারার মানুষেরা যেসব দিকে আসন গ্রহণ করতেন, সেই দিকের নামানুসারে মতগুলোকে নির্দেশ করতে এই শব্দগুলো ব্যবহার শুরু হয়। রাষ্ট্রপতির ডানপাশে উপবিষ্ট মানুষেরা সাধারণভাবে পূর্বতন অভিজাত শাসনব্যবস্থা [1], রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং প্রাতিষ্ঠানিক ধর্ম তথা চার্চ প্রতিষ্ঠান ইত্যাদির সমর্থক ছিলেন।[2] ১৮১৫ সালে রাজতন্ত্রের পুনর্প্রতিষ্ঠার পরে ডানপন্থা বলে উগ্র-রাজতন্ত্রী দের নির্দেশ করা হত।[3] যদিও ফ্রান্সে ঐতিহ্যগত রক্ষণশীলদের নির্দেশ করতে 'ডানপন্থা' ব্যবহৃত হত, পরবর্তীতে ইংরেজিভাষী দেশগুলোতে এই বিশেষণের অর্থ আরও বিস্তৃত হয়ে উদারপন্থী রক্ষণশীল, ঐতিহ্যগত উদারপন্থী এবং উদারবাদী রক্ষণশীল দের, এবং পাশাপাশি খ্রিষ্টীয় গণতান্ত্রিক এবং কিছু জাতীয়তাবাদীদের নির্দেশ করতে ব্যবহৃত হয়।[4][5][6]
তথ্যসূত্র
- "Ancien Régime"। Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২২-১১-৩০।
- "State religion"। Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২২-১২-০৮।
- "Ultra-royalist"। Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২২-০৯-১৭।
- "Liberal conservatism"। Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২২-১২-০৪।
- "Classical liberalism"। Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২২-১২-০৩।
- "Christian democracy"। Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২২-১২-০৩।