ডলফিন্স ক্রিকেট দল

হলিউডবেটস ডলফিন্স দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশভিত্তিক বিশেষ প্রাধিকারপ্রাপ্ত ক্রিকেট দল। প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা সানফয়েল সিরিজে দলটি অংশ নেয়। এছাড়াও, সীমিত ওভারের প্রতিযোগিতা মোমেন্টাম ওয়ান ডে কাপরাম স্ল্যাম টি২০ চ্যালেঞ্জে অংশ নেয়। ডারবানের কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড ও পিটারমারিৎজবার্গের পিটারমারিৎজবার্গ ওভালে দলটি নিজেদের খেলাগুলো আয়োজন করে থাকে।

হলিউডবেটস ডলফিন্স
কর্মীবৃন্দ
অধিনায়কদক্ষিণ আফ্রিকা খায়া জন্ডো
কোচদক্ষিণ আফ্রিকা গ্রান্ট মরগ্যান
দলের তথ্য
রং     কালো      সবুজ
প্রতিষ্ঠা২০০৩
স্বাগতিক মাঠকিংসমিড ক্রিকেট গ্রাউন্ড, ডারবান
ধারণক্ষমতা২৫,০০০
দাপ্তরিক ওয়েবসাইটhttp://www.dolphinscricket.co.za

First-class

ODI/T20 Away

ODI/T20 Home

ডলফিন্সের সাবেক ক্রিকেটারদের মধ্যে শন পোলক, জন্টি রোডস, প্যাট সিমকক্স, ল্যান্স ক্লুজনার, অ্যান্ড্রু হাডসন, এরল স্টুয়ার্ট, ডেল বেঙ্কেনস্টেইনইমরান খান প্রোটিয়াস দলে খেলেছেন। হাশিম আমলাও অনেকগুলো বছর ডলফিন্সে খেলে পরবর্তীতে কেপ কোবরাসে চলে যান। কোলপ্যাক চুক্তির আওতায় হ্যাম্পশায়ারে যোগদানের পূর্বে কাইল অ্যাবট ডলফিন্সে খেলেছেন।[1]

বিদেশী খেলোয়াড়দের মধ্যে ম্যালকম মার্শাল, কলিস কিং, হার্টলি অ্যালিয়েন, নিক্সন ম্যাকলিন, এলডিন ব্যাপটিস্ট, নিল জনসন, সনাথ জয়াসুরিয়া প্রমূখ ডলফিন্সের পক্ষে খেলেছেন।[2] এছাড়াও, রবি বোপারা, গ্রাহাম অনিয়ন্সকেভিন পিটারসন দলের প্রতিনিধিত্ব করেছেন।

বর্তমান প্রোটিয়াস ক্রিকেটারদের মধ্যে কেশব মহারাজ, ডেভিড মিলার, ইমরান তাহির, মরনে ফন উইক, অ্যান্ডিল ফেহলাকওয়াইও, রবার্ট ফ্রাইলিঙ্ক, ভন ফন জার্সভেল্ড, ডেন ভিলাসএমথোকোজিসি শেজি হলিউডবেটস ডলফিন্সের প্রতিনিধিত্ব করছেন।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে বিশেষ প্রাধিকারপ্রাপ্ত পদ্ধতি প্রচলনের পর কয়েকটি প্রাদেশিক দল একীভূত হয়ে দল গঠন করলেও একমাত্র দল হিসেবে এর ব্যতিক্রম।

পোশাক

নিজেদের সীমিত ওভারের প্রতিযোগিতার খেলাগুলোয় হলিউডবেটস ডলফিন্স কালো শার্ট ও কালো ট্রাউজারের সাথে সবুজ ছাঁচ ব্যবহার করে। তবে, অতিথি দল হিসেবে নীলচে বেগুনী রঙের শার্ট ও নীল বেগুনী রঙের সাথে হলুদ ছাঁচ ট্রাউজার ব্যবহার করে।

২০১৯-২০ মৌসুম পর্যন্ত হলিউডবেটস ডলফিন্সের প্রধান শার্ট স্পন্সরকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।[3] সহযোগী স্পন্সরকারী হিসেবে রয়েছে স্থানীয় বেতার কেন্দ্র ইস্ট কোস্ট রেডিও (ইসিআর ৯৪.৫এফএম।

সম্মাননা

  • সুপারস্পোর্ট সিরিজ (০) – ; যৌথভাবে (২) – ২০০৪-০৫, ২০০৫-০৬
  • রাম স্ল্যাম টি২০ চ্যালেঞ্জ উইনার্স ২০১৩-১৪
  • মোমেন্টাম ওয়ান ডে কাপ উইনার্স ২০১৭-১৮ (যৌথভাবে - ওয়ারিয়র্স)

২০১৭-১৮ মৌসুমের র‍াম স্ল্যাম টি২০ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় হলিউডবেটস ডলফিন্স দল রানার্স-আপ হয়। সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় দলটি মাল্টিপ্লাই টাইটান্সের বিপক্ষে পরাভূত হয়েছিল।[4]

হলিউডবেটস ডলফিন্স ২০১৭-১৮ মৌসুমে মোমেন্টাম ওয়ান ডে কাপের সেমিফাইনালে কেপ কোবরাসকে পরাভূত করে চূড়ান্ত খেলায় অংশগ্রহণের সুযোগ পায়। কিংসমিডে চূড়ান্ত খেলায় ওয়ারিয়র্সের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। তবে, ডলফিন্সে প্রথম ইনিংসের মাঝামাঝি সময়ে বৃষ্টির কবলে পড়লে খেলাটি সংরক্ষিত দ্বিতীয় দিনে যায়। তবে অবিরাম বৃষ্টির কারণে উভয় দলের মাঝে ট্রফি হস্তান্তর করা হয়েছিল।[5]

তালিকা

২০০৪-০৫ মৌসুমে ডলফিন্স প্রাদেশিক দলে পরিণত হবার পর থেকে লিস্ট এ, প্রথম-শ্রেণীর ক্রিকেট ও টি২০ পর্যায়ে প্রতিনিধিত্বকারী ক্রিকেটারদের তালিকা নিম্নে দেয়া হলো:

লিস্ট এ ক্রিকেটে ডলফিন্সের খেলোয়াড়দের তালিকা
ক্রমিকখেলোয়াড়জাতীয়তালিস্ট এ অভিষেকপ্রতিপক্ষমাঠ
ল্যান্স ক্লুজনারদক্ষিণ আফ্রিকা১২ নভেম্বর, ২০০৪টাইটান্সডারবান
ইমরান খানদক্ষিণ আফ্রিকা১২ নভেম্বর, ২০০৪টাইটান্সডারবান
ডগ ওয়াটসনদক্ষিণ আফ্রিকা১২ নভেম্বর, ২০০৪টাইটান্সডারবান
আহমেদ আমলাদক্ষিণ আফ্রিকা১২ নভেম্বর, ২০০৪টাইটান্সডারবান
ডেল বেঙ্কেনস্টেইনদক্ষিণ আফ্রিকা১২ নভেম্বর, ২০০৪টাইটান্সডারবান
আশরাফ মলদক্ষিণ আফ্রিকা১২ নভেম্বর, ২০০৪টাইটান্সডারবান
জন কেন্টদক্ষিণ আফ্রিকা১২ নভেম্বর, ২০০৪টাইটান্সডারবান
ডানকান ব্রাউনদক্ষিণ আফ্রিকা১২ নভেম্বর, ২০০৪টাইটান্সডারবান
রাসেল সিমকক্সদক্ষিণ আফ্রিকা১২ নভেম্বর, ২০০৪টাইটান্সডারবান
১০অ্যান্ড্রু টুইডাইদক্ষিণ আফ্রিকা১২ নভেম্বর, ২০০৪টাইটান্সডারবান
১১জহির আব্রাহিমদক্ষিণ আফ্রিকা১২ নভেম্বর, ২০০৪টাইটান্সডারবান
১২টাইরন পিলেদক্ষিণ আফ্রিকা১৪ নভেম্বর, ২০০৪ওয়েস্টার্ন প্রভিন্স বোল্যান্ডকেপ টাউন
১৩ওয়েড উইংফিল্ডদক্ষিণ আফ্রিকা১৯ নভেম্বর, ২০০৪লায়ন্সডারবান
১৪এমফ্যুনকো এনগামদক্ষিণ আফ্রিকা১৯ নভেম্বর, ২০০৪লায়ন্সডারবান
১৫হাশিম আমলাদক্ষিণ আফ্রিকা১৮ ফেব্রুয়ারি, ২০০৫টাইটান্সসেঞ্চুরিয়ন
১৬ড্যারিন স্মিটদক্ষিণ আফ্রিকা২৫ নভেম্বর, ২০০৫ওয়ারিয়র্সডারবান
১৭আগাসেন গোবিন্দারদক্ষিণ আফ্রিকা২৫ নভেম্বর, ২০০৫ওয়ারিয়র্সডারবান
১৮মরনান্টাও হেওয়ার্ডদক্ষিণ আফ্রিকা১২ ডিসেম্বর, ২০০৫ওয়ারিয়র্সপূর্ব লন্ডন
১৯রবার্ট ফ্রাইলিঙ্কদক্ষিণ আফ্রিকা১৬ ডিসেম্বর, ২০০৫কেপ কোবরাসডারবান
২০ইউসুফ আব্দুল্লাহদক্ষিণ আফ্রিকা২১ ডিসেম্বর, ২০০৫ঈগলসডারবান
২১কাইল স্মিটদক্ষিণ আফ্রিকা৬ অক্টোবর, ২০০৬ঈগলসডারবান
২২যোহন লুদক্ষিণ আফ্রিকা৬ অক্টোবর, ২০০৬ঈগলসডারবান
২৩সাঈদী এমলঙ্গোদক্ষিণ আফ্রিকা১৩ অক্টোবর, ২০০৬কেপ কোবরাসকেপ টাউন
২৪এনকুলুলেকো সেরামেদক্ষিণ আফ্রিকা৩ নভেম্বর, ২০০৬লায়ন্সপচেফস্ট্রুম
২৫অ্যান্ড্রু হলদক্ষিণ আফ্রিকা১২ নভেম্বর, ২০০৬কেপ কোবরাসকেপ টাউন
২৬শন পোলকদক্ষিণ আফ্রিকা১২ নভেম্বর, ২০০৬কেপ কোবরাসকেপ টাউন
২৭ইয়াদেনে সিংদক্ষিণ আফ্রিকা১২ নভেম্বর, ২০০৬কেপ কোবরাসকেপ টাউন
২৮ডেভিড মিলারদক্ষিণ আফ্রিকা৮ ফেব্রুয়ারি, ২০০৮টাইটান্সডারবান
২৯পিয়েরে ডি ব্রুনদক্ষিণ আফ্রিকা৮ ফেব্রুয়ারি, ২০০৮টাইটান্সডারবান
৩০আলফন্সো টমাসদক্ষিণ আফ্রিকা৮ ফেব্রুয়ারি, ২০০৮টাইটান্সডারবান
৩১কুইন্টন ফ্রেন্ডদক্ষিণ আফ্রিকা৮ ফেব্রুয়ারি, ২০০৮টাইটান্সডারবান
৩২মরনে ফন বুরেনদক্ষিণ আফ্রিকা২৪ ফেব্রুয়ারি, ২০০৮লায়ন্সপচেফস্ট্রুম
৩৩রিভাশ গোবিন্দদক্ষিণ আফ্রিকা২৭ ফেব্রুয়ারি, ২০০৮জিম্বাবুয়েহারারে
৩৪জোনাথন ভন্দিয়ারদক্ষিণ আফ্রিকা৭ মার্চ, ২০০৮ঈগলসডারবান
৩৫সনাথ জয়াসুরিয়াশ্রীলঙ্কা১৪ নভেম্বর, ২০০৮লায়ন্সপচেফস্ট্রুম
৩৬এইচ. ডি. অ্যাকারম্যানদক্ষিণ আফ্রিকা১৪ নভেম্বর, ২০০৮লায়ন্সপচেফস্ট্রুম
৩৭গ্রান্ট রোলিদক্ষিণ আফ্রিকা১৪ নভেম্বর, ২০০৮লায়ন্সপচেফস্ট্রুম
৩৮ক্যামেরন ডেলপোর্টদক্ষিণ আফ্রিকা৪ জানুয়ারি, ২০০৯ওয়ারিয়র্সপোর্ট এলিজাবেথ
৩৯লুটস বসম্যানদক্ষিণ আফ্রিকা৪ নভেম্বর, ২০০৯লায়ন্সপচেফস্ট্রুম
৪০কাইল এ্যাবটদক্ষিণ আফ্রিকা১৩ জানুয়ারি, ২০১০ওয়ারিয়র্সইস্ট লন্ডন
৪১কাইল নিপারদক্ষিণ আফ্রিকা১৭ জানুয়ারি, ২০১০টাইটান্সপিটারমারিৎজবার্গ
৪২রবি বোপারাইংল্যান্ড২৯ অক্টোবর, ২০১০কেপ কোবরাসডারবান
৪৩গ্লেন অ্যাডিকটদক্ষিণ আফ্রিকা২৯ অক্টোবর, ২০১০কেপ কোবরাসডারবান
৪৪ডেভন কনওয়েদক্ষিণ আফ্রিকা২৯ অক্টোবর, ২০১০কেপ কোবরাসডারবান
৪৫তাব্রাইজ শামসীদক্ষিণ আফ্রিকা২৯ অক্টোবর, ২০১০কেপ কোবরাসডারবান
৪৬ইমরান তাহিরদক্ষিণ আফ্রিকা২৯ অক্টোবর, ২০১০কেপ কোবরাসডারবান
৪৭ভন ফন জার্সভেল্ডদক্ষিণ আফ্রিকা৫ নভেম্বর, ২০১০টাইটান্সসেঞ্চুরিয়ন
৪৮খায়া জন্ডোদক্ষিণ আফ্রিকা১৪ নভেম্বর, ২০১০কেপ কোবরাসপার্ল
৪৯কেশব মহারাজদক্ষিণ আফ্রিকা১৪ নভেম্বর, ২০১০কেপ কোবরাসপার্ল
৫০এমথোকোজিসি শেজিদক্ষিণ আফ্রিকা১৯ নভেম্বর, ২০১০নাইটসডারবান
৫১ফ্রিডেল ডি ওয়েটদক্ষিণ আফ্রিকা৪ নভেম্বর, ২০১১কেপ কোবরাসডারবান
৫২ম্যাট হিউলেটদক্ষিণ আফ্রিকা৬ নভেম্বর, ২০১১ওয়ারিয়র্সপিটারমারিৎজবার্গ
৫৩ডেন প্যাটারসনদক্ষিণ আফ্রিকা১৮ নভেম্বর, ২০১১নাইটসব্লুমফন্তেইন
৫৪ডাইভ্যান ফন উইকদক্ষিণ আফ্রিকা২৩ নভেম্বর, ২০১১টাইটান্সডারবান
৫৫কডি ছেত্তিদক্ষিণ আফ্রিকা৩০ নভেম্বর, ২০১১কেপ কোবরাসকেপ টাউন
৫৬প্রেনেলান সুব্রেয়েনদক্ষিণ আফ্রিকা৪ নভেম্বর, ২০১২কেপ কোবরাসপিটারমারিৎজবার্গ
৫৭লনয়াবো সতসবেদক্ষিণ আফ্রিকা৪ নভেম্বর, ২০১২কেপ কোবরাসপিটারমারিৎজবার্গ
৫৮ক্রেগ আলেকজান্ডারদক্ষিণ আফ্রিকা১৪ নভেম্বর, ২০১২নাইটসব্লুমফন্তেইন
৫৯ক্যালভিন সাভেজদক্ষিণ আফ্রিকা৫ ডিসেম্বর, ২০১২ওয়ারিয়র্সপূর্ব লন্ডন
৬০মরনে ফন উইকদক্ষিণ আফ্রিকা১৩ অক্টোবর, ২০১৩লায়ন্সপচেফস্ট্রুম
৬১গ্রাহাম অনিয়ন্সইংল্যান্ড২৫ অক্টোবর, ২০১৩কেপ কোবরাসপার্ল
৬২অ্যান্ডিল ফেহলাকওয়াইওদক্ষিণ আফ্রিকা১০ অক্টোবর, ২০১৪টাইটান্সসেঞ্চুরিয়ন
৬৩সিবোনেলো মাখানিয়াদক্ষিণ আফ্রিকা১৫ অক্টোবর, ২০১৪লায়ন্সডারবান
৬৪রাবিয়ান এঞ্জেলব্রেখটদক্ষিণ আফ্রিকা১৫ অক্টোবর, ২০১৪লায়ন্সডারবান
৬৫থান্ডি সাবালালাদক্ষিণ আফ্রিকা১৭ অক্টোবর, ২০১৪নাইটসব্লুমফন্তেইন
৬৬ড্যারিন দুপাভিলনদক্ষিণ আফ্রিকা২৪ অক্টোবর, ২০১৪লায়ন্সপচেফস্ট্রুম
৬৭শেপো মোরকিদক্ষিণ আফ্রিকা২৪ অক্টোবর, ২০১৪লায়ন্সপচেফস্ট্রুম
৬৮রায়ান ম্যাকলারিনদক্ষিণ আফ্রিকা১০ ফেব্রুয়ারি, ২০১৫টাইটান্সডারবান
৬৯শেপাং ডিথোলিদক্ষিণ আফ্রিকা১১ অক্টোবর, ২০১৫নাইটসপিটারমারিৎজবার্গ
৭০আয়াভুয়া মাইওলিদক্ষিণ আফ্রিকা২৯ জানুয়ারি, ২০১৬কেপ কোবরাসকেপ টাউন
৭১সারেল আরউইদক্ষিণ আফ্রিকা১৩ ফেব্রুয়ারি, ২০১৬টাইটান্সডারবান
৭২সেনুরান মুতুসামিদক্ষিণ আফ্রিকা১ মার্চ, ২০১৭নাইটসব্লুমফন্তেইন
৭৩ডেন ভিলাসদক্ষিণ আফ্রিকা২১ ডিসেম্বর, ২০১৭কেপ কোবরাসডারবান
৭৪অ্যাটি মাপোসাদক্ষিণ আফ্রিকা২১ ডিসেম্বর, ২০১৭কেপ কোবরাসডারবান

তথ্যসূত্র

  1. "Hampshire: Kyle Abbott & Rilee Rossouw content with Kolpak move decisions"BBC। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৭
  2. "Jayasuriya to play for Dolphins"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০০৮
  3. "Hollywoodbets signs new three year deal with Dolphins | Hollywoodbets Dolphins"dolphinscricket.co.za। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৭
  4. DEL CARME, LIAM। "Titans beat Dolphins by seven wickets to clinch the RAM SLAM T20"Times Live। Times Live। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৭
  5. "Dolphins, Warriors share Momentum Cup title"cricket.co.za। Cricket South Africa। ৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৯

বহিঃসংযোগ

  • South African Cricket Annual – various editions
  • Wisden Cricketers' Almanack – various editions
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.