ডরনিয়ার ডিও ২২৮ ব্যবহারকারীদের তালিকা

জুলাই ২০১৮ নাগাদ, ৫৭টি ডরনিয়ার ডিও ২২৮ বিভিন্ন বিমান পরিবহন সংস্থায় সক্রিয় ছিল।[1] অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের পুলিশ, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা, আধাসামরিক বাহিনী ও সামরিক বাহিনী।

বেসামরিক ব্যবহারকারী

নেপালের পোখরা বিমানবন্দরগোর্খা এয়ারলাইন্স
উত্তর লাস ভেগাস বিমানবন্দরভিশন এয়ারলাইন্স
স্‌ভালবার্দলুফট্রান্সপোর্ট এর ২২৮এনজি
  • অগ্নি এয়ার: ২, সিমরিক এয়ারলাইন্সকে লিজে প্রদত্ত।
  • অরিনি: ২
  • অ্যারোকার্দাল: ৩
  • আইল্যান্ড এভিয়েশন: ৩
  • আরকাস এয়ার: ২
  • আলকান এয়ার: ২
  • ইরান জাতীয় মানচিত্র কেন্দ্র: ৩[2]
  • ইন্টার আইল্যান্ড এয়ারওয়েজ: ১
  • এপিএসএ কলম্বিয়া: ১
  • এয়ার ক্যারাইব
  • এয়ার মার্শাল আইল্যান্ড
  • এয়ার ওয়েস্ট কোস্ট: ২
  • গোর্খা এয়ারলাইন্স: ২
  • জাগসন এয়ারলাইন্স: ২
  • জার্মান অযারোস্পস সেন্টার: ২
  • জিএএম এভিয়েশন: ৩
  • ডরনিয়ার এভিয়েশন নাইজেরিয়া: ৯
  • ডিভি ডিভি এয়ার: ১
  • ডেইলি এয়ার: ৪
  • তারা এয়ার: ৩
  • নিউ সেন্ট্রাল এয়ারলাইন্স: ৪
  • বিগহোম এয়ারওয়েজ: ৩
  • ভিশন এয়ারলাইন্স: ১
  • মায়াএয়ার: ২
  • লুফট্রান্সপোর্ট: ২
  • সামিট এয়ার: ৫
  • সিমরিক এয়ারলাইন্স: ২, অগ্নি এয়ারের মালিকানাধীন।
  • সীতা এয়ার: ৩
  • সেভেনএয়ার: ২

ডরনিয়ার ডিও ২২৮এনজি:

  • অরিনি: ২
  • নিউ সেন্ট্রাল এয়ারলাইন্স: ১
  • লুফট্রান্সপোর্ট: ১
  • সুসি এয়ার: ৩টি অর্ডারকৃত

পুলিশ, আইন প্রয়োগকারী সংস্থা ও আধাসামরিক ব্যবহারকারী

ফিনিশ বর্ডার গার্ড
নেদারল্যান্ডস কোস্টগার্ড
 ওমান
  • রাজকীয় ওমান পুলিশ উড্ডয়ন শাখা
 নেদারল্যান্ডস
  • নেদারল্যান্ডস কোস্টগার্ড – ২
 ফিনল্যান্ড
  • ফিনিশ বর্ডার গার্ড[3]
 ভারত
 মরিশাস
  • মরিশাস কোস্ট গার্ড
 যুক্তরাজ্য
  • যুক্তরাজ্য সামুদ্রিক মৎস কর্তৃপক্ষ
  • প্রতিরক্ষা মন্ত্রণালয় সামিট এয়ার থেকে লিজে নেওয়া

সামরিক ব্যবহারকারী

জার্মান নৌবাহিনীর দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত ডিও-২২৮
ভারতীয় নৌবাহিনীর একজোড়া ডিও-২২৮
বাংলাদেশ নৌবাহিনীর ডিও-২২৮এনজি সামুদ্রিক নজরদারি বিমান
 অ্যাঙ্গোলা
  • অ্যাঙ্গোলা জাতীয় বিমান বাহিনী
 জার্মানি
  • জার্মান নৌবাহিনী – ২টি ডিও-২২৮এনজি সামুদ্রিক নজরদারি বিমান[4]
 থাইল্যান্ড
  • রাজকীয় থাই নৌবাহিনী – ৭টি সামুদ্রিক নজরদারি বিমান[4]
 নাইজার
  • নাইজার সশস্ত্র বাহিনী
 নাইজেরিয়া
  • নাইজেরীয় বিমান বাহিনী – ১[4]
 বাংলাদেশ
 ভারত
 ভেনেজুয়েলা
  • ভেনেজুয়েলা বিমান বাহিনী – ৩টি ব্যবহার করে ও ৭টি অর্ডারে আছে।[4]
 মালাউই
  • মালাউই সামরিক বাহিনী – ৩[4]
 সেশেল
  • সেশেল বিমান বাহিনী – ২টি, ভারত কর্তৃক উপহার হিসেবে প্রদত্ত।

সাবেক সামরিক ব্যবহারকারী

 ইতালি
  • ইতালীয় সেনাবাহিনী[8]
 কাবু ভের্দি
  • কেপ ভার্দে কোস্ট গার্ড[9]
 জার্মানি
  • জার্মান বিমান বাহিনী
 ভুটান
  • রাজকীয় ভুটান সেনাবাহিনী[10][11]

তথ্যসূত্র

  1. "World Airline Census 2018"Flightglobal.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৬
  2. "National Cartographic Center of Iran"। ২৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৩
  3. "Etusivu – Rajavartiolaitos"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৪
  4. "World air forces"Flight International। ২০১৭।
  5. "Bangladesh Navy's new Dornier 228 multirole aircraft will feature Leonardo AESA radars"Naval Today। সেপ্টেম্বর ১২, ২০১৭।
  6. "HAL to supply 12 Do-228 MSAs to Indian Navy"Flight Global। ২৮ অক্টোবর ২০১৪।
  7. "HAL hands over Do-228 flying test bed to DRDO"Flight Global। ৫ মে ২০১৪।
  8. Hoyle, Craig. "World Air Forces Directory". Flight International, 13–19 December 2011. ISSN 0015-3710. pp. 26–52. p. 41.
  9. "Airscene: Military Affairs: Cape Verde Islands"। Air International। খণ্ড 58 নং 4। এপ্রিল ২০০০। পৃষ্ঠা 196। আইএসএসএন 0306-5634
  10. "Media Witty News – Politics"। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৪
  11. "Defense & Security Intelligence & Analysis: IHS Jane's – IHS"। ২৭ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.