ডরনিয়ার ডিও ২২৮ ব্যবহারকারীদের তালিকা
জুলাই ২০১৮ নাগাদ, ৫৭টি ডরনিয়ার ডিও ২২৮ বিভিন্ন বিমান পরিবহন সংস্থায় সক্রিয় ছিল।[1] অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের পুলিশ, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা, আধাসামরিক বাহিনী ও সামরিক বাহিনী।
বেসামরিক ব্যবহারকারী

নেপালের পোখরা বিমানবন্দর এ গোর্খা এয়ারলাইন্স
.jpg.webp)
উত্তর লাস ভেগাস বিমানবন্দর এ ভিশন এয়ারলাইন্স
.jpg.webp)
স্ভালবার্দ এ লুফট্রান্সপোর্ট এর ২২৮এনজি
- অগ্নি এয়ার: ২, সিমরিক এয়ারলাইন্সকে লিজে প্রদত্ত।
- অরিনি: ২
- অ্যারোকার্দাল: ৩
- আইল্যান্ড এভিয়েশন: ৩
- আরকাস এয়ার: ২
- আলকান এয়ার: ২
- ইরান জাতীয় মানচিত্র কেন্দ্র: ৩[2]
- ইন্টার আইল্যান্ড এয়ারওয়েজ: ১
- এপিএসএ কলম্বিয়া: ১
- এয়ার ক্যারাইব ৩
- এয়ার মার্শাল আইল্যান্ড ২
- এয়ার ওয়েস্ট কোস্ট: ২
- গোর্খা এয়ারলাইন্স: ২
- জাগসন এয়ারলাইন্স: ২
- জার্মান অযারোস্পস সেন্টার: ২
- জিএএম এভিয়েশন: ৩
- ডরনিয়ার এভিয়েশন নাইজেরিয়া: ৯
- ডিভি ডিভি এয়ার: ১
- ডেইলি এয়ার: ৪
- তারা এয়ার: ৩
- নিউ সেন্ট্রাল এয়ারলাইন্স: ৪
- বিগহোম এয়ারওয়েজ: ৩
- ভিশন এয়ারলাইন্স: ১
- মায়াএয়ার: ২
- লুফট্রান্সপোর্ট: ২
- সামিট এয়ার: ৫
- সিমরিক এয়ারলাইন্স: ২, অগ্নি এয়ারের মালিকানাধীন।
- সীতা এয়ার: ৩
- সেভেনএয়ার: ২
ডরনিয়ার ডিও ২২৮এনজি:
- অরিনি: ২
- নিউ সেন্ট্রাল এয়ারলাইন্স: ১
- লুফট্রান্সপোর্ট: ১
- সুসি এয়ার: ৩টি অর্ডারকৃত
পুলিশ, আইন প্রয়োগকারী সংস্থা ও আধাসামরিক ব্যবহারকারী

ফিনিশ বর্ডার গার্ড

নেদারল্যান্ডস কোস্টগার্ড
- রাজকীয় ওমান পুলিশ উড্ডয়ন শাখা
- নেদারল্যান্ডস কোস্টগার্ড – ২
- ফিনিশ বর্ডার গার্ড[3]
- ভারতীয় উপকূলরক্ষী বাহিনী – ৩৮টি ডিও ২২৮-১০১ সামুদ্রিক নজরদারি বিমান
- মরিশাস কোস্ট গার্ড
- যুক্তরাজ্য সামুদ্রিক মৎস কর্তৃপক্ষ
- প্রতিরক্ষা মন্ত্রণালয় সামিট এয়ার থেকে লিজে নেওয়া
সামরিক ব্যবহারকারী
.jpg.webp)
জার্মান নৌবাহিনীর দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত ডিও-২২৮

ভারতীয় নৌবাহিনীর একজোড়া ডিও-২২৮

বাংলাদেশ নৌবাহিনীর ডিও-২২৮এনজি সামুদ্রিক নজরদারি বিমান
- অ্যাঙ্গোলা জাতীয় বিমান বাহিনী
- জার্মান নৌবাহিনী – ২টি ডিও-২২৮এনজি সামুদ্রিক নজরদারি বিমান[4]
- রাজকীয় থাই নৌবাহিনী – ৭টি সামুদ্রিক নজরদারি বিমান[4]
- নাইজার সশস্ত্র বাহিনী
- নাইজেরীয় বিমান বাহিনী – ১[4]
- বাংলাদেশ নৌবাহিনী – ২টি ডিও-২২৮এনজি সামুদ্রিক নজরদারি বিমান,[4] আরও দুইটি অর্ডারকৃত।[5]
- ভারতীয় বিমানবাহিনী – ৪০টি ডিও ২২৮-২০১ ব্যবহার করে। আরও ১৪টি অর্ডারে আছে।[4]
- ভারতীয় নৌবাহিনী – ২৬টি ডিও ২২৮-২০১ ব্যবহার করে এবং আরও ১২টি অর্ডারে আছে।[4][6]
- প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা – ১টি ডরনিয়ার ডিও ২২৮ "নবরত্ন" যা উড়ন্ত পরীক্ষাগার হিসেবে ব্যবহৃত হয়।[7]
- ভেনেজুয়েলা বিমান বাহিনী – ৩টি ব্যবহার করে ও ৭টি অর্ডারে আছে।[4]
- মালাউই সামরিক বাহিনী – ৩[4]
- সেশেল বিমান বাহিনী – ২টি, ভারত কর্তৃক উপহার হিসেবে প্রদত্ত।
তথ্যসূত্র
- "World Airline Census 2018"। Flightglobal.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-২৬।
- "National Cartographic Center of Iran"। ২৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৩।
- "Etusivu – Rajavartiolaitos"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৪।
- "World air forces"। Flight International। ২০১৭।
- "Bangladesh Navy's new Dornier 228 multirole aircraft will feature Leonardo AESA radars"। Naval Today। সেপ্টেম্বর ১২, ২০১৭।
- "HAL to supply 12 Do-228 MSAs to Indian Navy"। Flight Global। ২৮ অক্টোবর ২০১৪।
- "HAL hands over Do-228 flying test bed to DRDO"। Flight Global। ৫ মে ২০১৪।
- Hoyle, Craig. "World Air Forces Directory". Flight International, 13–19 December 2011. ISSN 0015-3710. pp. 26–52. p. 41.
- "Airscene: Military Affairs: Cape Verde Islands"। Air International। খণ্ড 58 নং 4। এপ্রিল ২০০০। পৃষ্ঠা 196। আইএসএসএন 0306-5634।
- "Media Witty News – Politics"। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৪।
- "Defense & Security Intelligence & Analysis: IHS Jane's – IHS"। ২৭ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৪।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.