ঠাকুরনগর রেলওয়ে স্টেশন

ঠাকুরনগর রেলওয়ে স্টেশন শিয়ালদহ-বনগাঁ লাইন এর গোবরডাঙা ও চাঁদপাড়া রেলওয়ে স্টেশন এর মাঝে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি ঠাকুরনগর বাজার পাশেই অবস্থিত। এই স্টেশনটি ঠাকুরনগর এলাকার যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্টেশনটি থেকে ঠাকুরনগর এর সঙ্গে কলকাতা, বারাসাত, চাঁদপাড়াবনগাঁ শহরের যোগাযোগ রক্ষা করা হয়। স্টেশনটিতে মোট দুটি প্লাটফর্ম রয়েছে।

ঠাকুরনগর রেলওয়ে স্টেশন
শহরতলির রেলওয়ে স্টেশন
ঠাকুরনগর রেলওয়ে স্টেশনের প্রবেশ পথ।
অবস্থানঠাকুরনগর,পশ্চিমবঙ্গ, ভারত
উচ্চতা১০ মিটার (৩৩ ফু)
পরিচালিতপূর্ব রেল
লাইনশিয়ালদহ-বনগাঁ লাইন
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনআদর্শ
পার্কিংনা
সাইকেলের সুবিধানা
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
ভাড়ার স্থানপূর্ব রেল
ইতিহাস
চালু১৮৮২-১৮৮৪
বৈদ্যুতীকরণ১৯৬৩ (২৫ কেভি ওভার হেড)
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   ভারতীয় রেলওয়ে   পরবর্তী স্টেশন
পূর্ব রেল
শিয়ালদহ-বনগাঁ লাইন
অবস্থান
মানচিত্র

অবস্থান

এই রেলওয়ে স্টেশনটি শিয়ালদহ স্টেশন থেকে ৬৩ কিলোমিটার দূরে ২২.৯২° উত্তর ও ৮৮.৭৭° পূর্বে অবস্থিত। স্টেশনটি সমুদ্র সমতল থেকে ১০ মিটার উঁচুতে অবস্থিত।

যোগাযোগ ব্যবস্থা

স্টেশনের পাশ দিয়েই ঠাকুরনগর-চাঁদপাড়া রোড চলে গেছে। এছাড়া স্টেশনটি গাইঘাটা ও গোবরডাঙার সঙ্গে সড়ক পথে যুক্ত। স্টেশন থেকে চাঁদপাড়া ও শুটিয়া,গাইঘাটার,চারঘাটের সঙ্গে অটো পরিসেবা রয়েছে।সল্প দূরত্বের জন্য রয়েছে রিকসা-ভ্যান ও টোট পরিসেবা।

ঠাকুরনগর রেলওয়ে স্টেশন প্লাটফরমবোর্ড

আধুনিকরণ

মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী হিসাবে ঠাকুরনগর স্টেশনের[1] আধুনিকরণের প্রস্তাব দেন। এরপর স্টেশন এর দুটি প্লাটফর্মে সম্পূর্ণ আচ্ছাদন (সেড) দেওয়া হয়। নতুন টিকিট সংগ্রহ কক্ষ নির্মাণ করা হয়।

তথ্যসূত্র

  1. "কিশোরীর মৃত্যু , লেভেল ক্রসিংয়ের দাবি"আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ২৮-০৮-২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.