ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বিভিন্ন বাণিজ্য ও ব্যবসায়ের মোকাবিলায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রনালয়ের একটি শাখা। [1] বর্তমানে টিসিবির চেয়ারম্যান হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আরিফুল হাসান, পিএসসি [2]

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ
সংক্ষেপেTCB
গঠিত১৯৭২
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
চেয়ারম্যান
ব্রিগেঃ জেনাঃ মোঃ আরিফুল হাসান, পি.এস.সি
প্রধান প্রতিষ্ঠান
বাণিজ্য মন্ত্রণালয়
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

ইতিহাস

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের খাদ্য ও সংস্থার ঘাটতি মেটাতে ১৯৭২ সালে বাংলাদেশের ট্রেডিং কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয়।[3] বাংলাদেশ সরকার ১৯৯৬ সালে ট্রেডিং কর্পোরেশনের কাঠামোর সংস্কার করে এবং এর কর্মীদের সংখ্যা হ্রাস করে। এটি বাংলাদেশে জরুরি অবস্থার সময় প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করে এবং কিছু আইটেম রফতানিও করে।[4]

পণ্য

টিসিবি বাজারের স্থিথিশীলতা বজায় রাখতে সয়াবিন তেল, মশুর ডাল, চিনি, ছোলা, পেঁয়াজ, খেঁজুর, রাইস ব্রান তেল,ইত্যাদি পণ্য। বিদেশ থেকে আমদানি করে সরকারী নির্দেশনায় বাজারে বিক্রি করে

তথ্যসূত্র

  1. Siddiqi, Hafiz G. A. (২০০৪)। The readymade garment industry of Bangladesh। University Press Limited। পৃষ্ঠা 74–76। আইএসবিএন 978-984-05-1696-4।
  2. "List of Officials"tcb.gov.bd/ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২১
  3. "History Mission-Vision and Functions"tcb.gov.bd/ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৯
  4. অনুপম হায়াৎ (২০১২)। "ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901। ওএল 30677644Mওসিএলসি 883871743

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.