ট্রাইব (জীববিজ্ঞান)

জীববিজ্ঞানে, ট্রাইব বলতে একটি শ্রেণীকরনী পদমর্যাদা বোঝায় যা গণ এর উপরে এবং গোত্রউপগোত্র এর নিচে অবস্থিত।[1][2] কখনও কখনও একে একাধিক সাবট্রাইবে ভাগ করা হয়।

Biological classification

প্রাণিবিদ্যায়, ট্রাইব এর উদাহরণের মধ্যে আছে Caprini (ছাগল-এন্টিলোপ এর ট্রাইব), Hominini (মানুষ সহ অন্যান্য হোমিনিনদের ট্রাইব), Bombini (বাম্বলবি এর ট্রাইব) এবং Thunnini (টুনা মাছের ট্রাইব)। এই পদের শেষে "-ini" যুক্ত হয়। কয়েকজন বিজ্ঞানী মানুষের ট্রাইব Hominini-কে কয়েকটি সাবট্রাইবে বিভক্ত করেছেন। এর মধ্যে একটি সাবট্রাইব হল Hominina যা মানুষদের নিয়ে গঠিত। সাবট্রাইবের শেষে "-ina" যুক্ত হয়।

উদ্ভিদবিজ্ঞানে, ট্রাইবের উদাহরণের মধ্যে পড়ে Acalypheae এবং Hyacintheae। এক্ষেত্রে ট্রাইবের শেষে "-eae" যুক্ত হয়। Hyacintheae-কে কয়েকটি সাবট্রাইবে বিভক্ত করা হয়, যাদের মধ্যে একটি সাবট্রাইব হচ্ছে Massoniinae। এক্ষেত্রে সাবট্রাইবের শেষে "-inae" যুক্ত হয়।

ব্যাক্টেরিওলজির ক্ষেত্রে ট্রাইবের নামের বেলায় উদ্ভিদবিজ্ঞানের ট্রাইবের নামের নিয়ম অনুসরণ করা হয়, যেমন Pseudomonas গণের উপর ভিত্তি করে এটার ট্রাইবের নাম রাখা হয়েছে Pseudomonadeae।[3]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "International Code of Nomenclature for algae, fungi, and plants"www.iapt-taxon.org (ইংরেজি ভাষায়)। ২০১৮-১২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৮
  2. International Commission on Zoological Nomenclature (১৯৯৯)। International Code of Zoological Nomenclature (Fourth সংস্করণ)। International Trust for Zoological Nomenclature, XXIX। পৃষ্ঠা 306
  3. "Chapter 3: Rules of Nomenclature with Recommendations", International Code of Nomenclature of Bacteria: Bacteriological Code, 1990 Revision
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.