ট্রাংকস্ (বস্ত্র)
ট্রাঙ্কস (ইংরেজি: Trunks) হল ঢিলেঢালা বা আঁটসাট ছোট ব্রিফ বা হাফপ্যান্ট যেগুলো বক্সিং, সাঁতার এবং দৌড় প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রকারের খেলাধুলায় পরিধানের জন্যে প্রস্তুত করা হয়।[1][2]
সাতারের পোশাক হিসেবে যখন ট্রাঙ্কস পরা হয়, তখন একে সুইমিং বা বাথিং ট্রাঙ্কস বলে| এগুলো সাধারণত হাঁটু পর্যন্ত লম্বা সাঁতারের শর্টস থেকে ছোট হয়| এগুলোর অধিকাংশই নাইলনের তৈরি এবং ভেজা আবস্থা থেকে দ্রুত শুকানোর জন্য একটি জালিকার আস্তরণ দ্বারা ঢাকা থাকে|
একে অনেকসময় বক্সার হাফপ্যান্ট(শর্টস) থেকে খানিকটা ছোট বক্সার ব্রিফসের সাথেও তুলনা করা হয়।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.