টোগান ফুটবল ফেডারেশন
টোগান ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération Togolaise de Football, ইংরেজি: Togolese Football Federation; এছাড়াও সংক্ষেপে এফটিএফ নামে পরিচিত) হচ্ছে টোগোর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩ বছর পর ১৯৬৩ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর টোগোর রাজধানী লোমেতে অবস্থিত।
ক্যাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৬০[1] |
সদর দপ্তর | লোমে, টোগো |
ফিফা অধিভুক্তি | ১৯৬৪[1] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৬৩ |
সভাপতি | কসি গুই আকপভি |
সহ-সভাপতি | আকলিসো আমাহ |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি টোগোর পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে টোগান জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং টোগো কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে টোগান ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন কসি গুই আকপভি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন কসি লামাদোকু।
কর্মকর্তা
- ২০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | কসি গুই আকপভি |
সহ-সভাপতি | আকলিসো আমাহ |
সাধারণ সম্পাদক | কসি লামাদোকু |
কোষাধ্যক্ষ | বিরেয়ানি বেদিনাদে |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | কফি আমেগা |
প্রযুক্তিগত পরিচালক | |
ফুটসাল সমন্বয়কারী | আমাভি পাতাতু |
জাতীয় দলের কোচ (পুরুষ) | ক্লদ লে রয় |
জাতীয় দলের কোচ (নারী) | কাই তোমেতি |
রেফারি সমন্বয়কারী | লাত্রে-কায়ি লোসন-হোগবান |
তথ্যসূত্র
- "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২০।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ফরাসি)
- ফিফা-এ টোগান ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ জুলাই ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ টোগান ফুটবল ফেডারেশন (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.