টোক ইউনিয়ন

টোক ইউনিয়ন বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

টোক
ইউনিয়ন
৩নং টোক ইউনিয়ন পরিষদ
টোক
টোক
বাংলাদেশে টোক ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°১৪′৪৫″ উত্তর ৯০°৩৮′৫৩″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগাজীপুর জেলা
উপজেলাকাপাসিয়া উপজেলা 
ইউপি ভবন স্থাপনকাল১৯৮১ ইং
আয়তন
  মোট৩৮.৩৫ বর্গকিমি (১৪.৮১ বর্গমাইল)
জনসংখ্যা (৩৭,৬৬৯)
  মোট৪০,৭৩৫
  জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৭৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৭৪৩
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

পূর্ব - দক্ষিণ দিকে ব্রম্মপুত্র নদীর শেষ সীমানা পর্যন্ত। উত্তর দিকে মনখোলা বাজার এর আগে অব্দি। পশ্চিমে বর্মি বাজার দক্ষিণ - পশ্চিমে বারিষাব ইউনিয়ন। টোক ইউনিয়নের ৩(তিন) দিকে (শীতলক্ষ্যা, ব্রক্ষ্মপুত্র ও পুরাতন ব্রক্ষ্মপুত্র) গিড়ে রেখেছে ১(এক) দিকে বারিষাব ইউনিয়ন

শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা

  • কলেজ (১)
  • প্রাথমিক বিদ্যালয় (১৬)
  • মাধ্যমিক বিদ্যালয় (৭)

মাদ্রাসা

  • বড়চালা আমির উদ্দিন দাখিল মাদ্রাসা
  • উজলী দিঘীর পাড় জে: ইউ: আলিম মাদ্রাসা
  • বীরউজলী ইব্রাহীম মুন্সী বালিকা দাখিল মাদ্রাসা
  • আড়ালিয়া বালিকা দাখিল মাদ্রাসা
  • পাঁচুয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা
  • আড়ালিয়া কেরামতিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা
  • দিঘাব অামজাদিয়া ফাজিল মাদ্রাসা
  • টোক নগর দারুল হাদীস আলিম মাদ্রাসা
  • দিঘাব আমানউল্লাহ বালিকা দাখিল মাদ্রাসা।

দর্শনীয় স্থান

  • সুলতানপুর দরগাপাড়া শাহী মসজিদ
  • সুলতানপুর দরগাপাড়া শাহী মসজিদ

ধর্মীয় প্রতিষ্ঠান

টোক ইউনিয়নে ৫৯ টি মসজিদ আছে।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.