টেস্ট ক্রিকেটে ত্রি-শতকের তালিকা

টেস্টখেলুড়ে ১০টি দেশের মধ্য থেকে ফেব্রুয়ারি, ২০১৮ সাল পর্যন্ত ৮টি দেশের ২৬ জন ব্যাটসম্যান ৩০টি ত্রি-শতক হাঁকিয়েছেন।[1] কিন্তু, বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলের পক্ষে কেউ এই সম্মান এখনও অর্জন করতে পারেননি।[1]

অস্ট্রেলিয়ার ডোনাল্ড ব্র্যাডম্যান ৪ জন ব্যাটসম্যানের একজন যিনি টেস্টে একাধিক ত্রি-শতকের অধিকারী; অপর ৩ জন হলেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা এবং ক্রিস গেইল ও ভারতের বীরেন্দ্র শেওয়াগ

টেস্টে প্রথম ত্রি-শতক করেন ইংল্যান্ডের অ্যান্ডি স্যান্ডহাম, ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।[2]

ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা এবং ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার ডোনাল্ড ব্র্যাডম্যান ও ভারতের বীরেন্দ্র শেওয়াগ টেস্টে একাধিক ত্রি-শতকের অধিকারী।[1]

নির্দেশিকা

এন্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডে তিনটি ত্রি-শতক করা হয়েছে,
হেডিংলিতে তিনটি ত্রি-শতক করা হয়েছে
নির্দেশিকাদ্রষ্টব্য
*ব্যাটসম্যান অপরাজিত বোঝানো হয়েছে
ইনিংসযেই ইনিংসে ত্রি-শতক অর্জিত হয়।
তারিখম্যাচ শুরুর তারিখ।
ছুরিসেইসময়ের সর্বোচ্চ ছিলো বোঝানো হয়েছে।

ত্রি-শতক ও তদূর্ধ্ব

নং রান ব্যাটসম্যান দল বিপক্ষ ইনিংস টেস্ট মাঠ তারিখ
৩২৫ ছুরিঅ্যান্ডি স্যান্ডহাম ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ১ম৪র্থ জ্যামাইকা সাবিনা পার্ক, কিংস্টন৩ এপ্রিল ১৯৩০
৩৩৪ছুরিডোনাল্ড ব্র্যাডম্যান অস্ট্রেলিয়া ইংল্যান্ড ১ম৩য় ইংল্যান্ড হেডিংলি, লিডস১১ জুলাই ১৯৩০
৩৩৬*ছুরিওয়ালি হ্যামন্ড ইংল্যান্ড নিউজিল্যান্ড ১ম২য় নিউজিল্যান্ড ইডেন পার্ক, অকল্যান্ড৩১ মার্চ ১৯৩৩
৩০৪ডোনাল্ড ব্র্যাডম্যান অস্ট্রেলিয়া ইংল্যান্ড ১ম৪র্থ ইংল্যান্ড হেডিংলি, লিডস২০ জুলাই ১৯৩৪
৩৬৪ছুরিলেন হাটন ইংল্যান্ড অস্ট্রেলিয়া ১ম৫ম ইংল্যান্ড দি ওভাল, লন্ডন২০ আগস্ট ১৯৩৮
৩৩৭হানিফ মোহাম্মদ পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ২য়১ম বার্বাডোস কেনসিংটন ওভাল, ব্রিজটাউন১৭ জানুয়ারি ১৯৫৮
৩৬৫*ছুরিগারফিল্ড সোবার্স ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ১ম৩য় জ্যামাইকা সাবিনা পার্ক, কিংস্টন২৬ ফেব্রুয়ারি ১৯৫৮
৩১১বব সিম্পসন অস্ট্রেলিয়া ইংল্যান্ড ১ম৪র্থ ইংল্যান্ড ওল্ড ট্রাফোর্ড, ম্যানচেস্টার২৩ জুলাই ১৯৬৪
৩১০*জন এডরিচ ইংল্যান্ড নিউজিল্যান্ড ১ম৩য় ইংল্যান্ড হেডিংলি, লিডস৮ জুলাই ১৯৬৫
১০৩০৭বব কাউপার অস্ট্রেলিয়া ইংল্যান্ড ১ম৫ম অস্ট্রেলিয়া মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড১১ ফেব্রুয়ারি ১৯৬৬
১১৩০২লরেন্স রো ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ১ম৩য় বার্বাডোস কেনসিংটন ওভাল, ব্রিজটাউন৬ মার্চ ১৯৭৪
১২৩৩৩গ্রাহাম গুচ ইংল্যান্ড ভারত ১ম১ম ইংল্যান্ড লর্ড’স ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন২৬ জুলাই ১৯৯০
১৩৩৭৫ছুরিব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ১ম৫ম অ্যান্টিগুয়া ও বার্বুডা এন্টিগুয়া রিক্রিয়েশন গ্রাউন্ড, সেন্ট জোন্স১৬ এপ্রিল ১৯৯৪
১৪৩৪০সনাথ জয়াসুরিয়া শ্রীলঙ্কা ভারত ১ম১ম শ্রীলঙ্কা আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো২ আগস্ট ১৯৯৭
১৫৩৩৪*মার্ক টেলর অস্ট্রেলিয়া পাকিস্তান ১ম২য় পাকিস্তান আরবাব নিয়াজ স্টেডিয়াম, পেশাওয়ার১৫ অক্টোবর ১৯৯৮
১৬৩২৯ইনজামাম-উল-হক পাকিস্তান নিউজিল্যান্ড ১ম১ম পাকিস্তান গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর১ মে ২০০২
১৭৩৮০ছুরিম্যাথু হেইডেন অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ১ম১ম অস্ট্রেলিয়া ওয়াকা গ্রাউন্ড, পার্থ৯ অক্টোবর ২০০৩
১৮৩০৯বীরেন্দ্র শেওয়াগ ভারত পাকিস্তান ১ম১ম পাকিস্তান মুলতান ক্রিকেট স্টেডিয়াম২৮ মার্চ ২০০৪
১৯৪০০*ছুরিব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ১ম৪র্থঅ্যান্টিগুয়া ও বার্বুডা এন্টিগুয়া রিক্রিয়েশন গ্রাউন্ড, সেন্ট জোন্স১০ এপ্রিল ২০০৪
২০৩১৭ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা ১ম৪র্থ অ্যান্টিগুয়া ও বার্বুডা এন্টিগুয়া রিক্রিয়েশন গ্রাউন্ড, সেন্ট জোন্স২৯ এপ্রিল ২০০৫
২১৩৭৪মাহেলা জয়াবর্ধনে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ১ম১ম শ্রীলঙ্কা সিংহলীজ এস.সি, কলম্বো২৭ জুলাই ২০০৬
২২৩১৯বীরেন্দ্র শেওয়াগ ভারত দক্ষিণ আফ্রিকা ১ম২য় ভারত এম. এ. চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই২৬ মার্চ ২০০৮
২৩'৩১৩ইউনুস খান পাকিস্তান শ্রীলঙ্কা ১ম১ম পাকিস্তান জাতীয় স্টেডিয়াম, করাচি২১ ফেব্রুয়ারি ২০০৯
২৪৩৩৩ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা ১ম১ম শ্রীলঙ্কা গল আন্তর্জাতিক স্টেডিয়াম১৫ নভেম্বর ২০১০
২৫৩২৯*মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়া ভারত ১ম২য় অস্ট্রেলিয়া সিডনি ক্রিকেট গ্রাউন্ড৩ জানুয়ারি ২০১২
২৬৩১১*হাশিম আমলা দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ১ম১মইংল্যান্ড দি ওভাল১৯ জুলাই ২০১২
২৭৩১৯কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা বাংলাদেশ ১ম২য়বাংলাদেশ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম৫ ফেব্রুয়ারি ২০১৪
২৮৩০২ব্রেন্ডন ম্যাককুলাম নিউজিল্যান্ড ভারত ২য়২য়নিউজিল্যান্ড বেসিন রিজার্ভ, ওয়েলিংটন১৮ ফেব্রুয়ারি ২০১৪
২৯৩০২*আজহার আলী পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ১ম১মসংযুক্ত আরব আমিরাত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই১৩ অক্টোবর ২০১৬
৩০৩০৩*করুণ নায়ার ভারত ইংল্যান্ড ১ম৫মভারত এম. এ. চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই১৬ ডিসেম্বর ২০১৬
৩১ ৩৩৫* ডেভিড ওয়ার্নার  অস্ট্রেলিয়া  পাকিস্তান ১ম ২য় অস্ট্রেলিয়া অ্যাডিলেড ওভাল, অস্ট্রেলিয়া ২৯ নভেম্বর ২০১৯

তথ্যসূত্র

  1. "Records / Test matches / Batting records / Most runs in an innings"। CricInfo। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১০
  2. "Records / Test matches / Batting records / Most runs in an innings (progressive record holder)"। CricInfo। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.