টেলিবার্তা

টেলিবার্তা একটি বাংলাদেশী ফিক্সড লাইন অপারেটর। এটি বাংলাদেশের একটি বেসরকারি পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) অপারেটর। মে ২০০৮ পর্যন্ত এই অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ছিল ৫৬,৪২৪। [1]

ইতিহাস

টেলিবার্তা যুবক ফোনের আওতায় ব্র্যান্ডকৃত। [2]

নম্বর স্কিম

টেলিবার্তা তার গ্রাহকদের জন্য নিম্নলিখিত নম্বর স্কিম ব্যবহার করে:

+৮৮০ ৩৬ ন

যেখানে ৮৮০ হল বাংলাদেশের জন্য আন্তর্জাতিক গ্রাহক ডায়ালিং কোড এবং কেবল বাইরে থেকে ডায়াল করার ক্ষেত্রে এটির প্রয়োজন।

বাংলাদেশ সরকার কর্তৃক বরাদ্দকৃত টেলিবার্তার অ্যাক্সেস কোড হল ০৩৬ । স্থানীয় কলের ক্ষেত্রে +৮৮০ এর পরিবর্তে ০ ব্যবহার করতে হয়, তাই ০৩৬ হল সাধারণ অ্যাক্সেস কোড।

অফার এবং পরিষেবা

১। পিসিও প্যাকেজ

২। কর্পোরেট প্যাকেজ

৩। এসএমই প্যাকেজ

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Bangladesh Telecommunication Regulatory Commission"। ২০০৮-০৭-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৭
  2. Jubok phone

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.