টেলিবার্তা
টেলিবার্তা একটি বাংলাদেশী ফিক্সড লাইন অপারেটর। এটি বাংলাদেশের একটি বেসরকারি পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) অপারেটর। মে ২০০৮ পর্যন্ত এই অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ছিল ৫৬,৪২৪। [1]
ইতিহাস
টেলিবার্তা যুবক ফোনের আওতায় ব্র্যান্ডকৃত। [2]
নম্বর স্কিম
টেলিবার্তা তার গ্রাহকদের জন্য নিম্নলিখিত নম্বর স্কিম ব্যবহার করে:
+৮৮০ ৩৬ ন১ ন২ ন৩ ন৪ ন৫ ন৬ ন৭ ন৮
যেখানে ৮৮০ হল বাংলাদেশের জন্য আন্তর্জাতিক গ্রাহক ডায়ালিং কোড এবং কেবল বাইরে থেকে ডায়াল করার ক্ষেত্রে এটির প্রয়োজন।
বাংলাদেশ সরকার কর্তৃক বরাদ্দকৃত টেলিবার্তার অ্যাক্সেস কোড হল ০৩৬ । স্থানীয় কলের ক্ষেত্রে +৮৮০ এর পরিবর্তে ০ ব্যবহার করতে হয়, তাই ০৩৬ হল সাধারণ অ্যাক্সেস কোড।
অফার এবং পরিষেবা
১। পিসিও প্যাকেজ
২। কর্পোরেট প্যাকেজ
৩। এসএমই প্যাকেজ
আরো দেখুন
তথ্যসূত্র
- "Bangladesh Telecommunication Regulatory Commission"। ২০০৮-০৭-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৭।
- Jubok phone
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.