টেলিফোন শিল্প সংস্থা

টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) হল বাংলাদেশের সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি। এ কোম্পানি বাংলাদেশে টেলিফোন, মোবাইল, ল্যাপটপ তৈরি ও সংযোজন করে। টেশিস ২০১১ সালে দোয়েল নামে প্রথম ল্যাপটপ তৈরি /সংযোজন করে।

টেলিফোন শিল্প সংস্থা
গঠিত১৯৬৭[1]
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটটেলিফোন শিল্প সংস্থা

ইতিহাস

২০২২ জুনে, ৪টি মোবাইল টেলিকম প্রতিষ্ঠানে ৫ লাখ ২৫ হাজারের বেশি ম্যালওয়্যার পাওয়া যায় বলে ডেইলি স্টার প্রতিবেদন করে।[2] সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স দল(সিআইআরটি) সাইবার থ্রেট গবেষণা দলের করা হরাইজন স্ক্যানিং রিপোর্টে' এই চিত্র উঠে আসে।

পণ্যসমূহ

  1. পিএসটিএন টেলিফোন সেট
  2. পিএবিএক্সঃ সিস্টেম
  3. ডিজিটাল মিটার
  4. মোবাইল ব্যাটারি ও চার্জার
  5. ল্যাপটপ

তথ্যসূত্র

  1. "TSS : Telephone Shilpa Sangstha Limited"www.tss.com.bd। ২০১৮-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-১৫ অজানা প্যারামিটার |3= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. চৌধুরী, তানজিদ সামাদ (২০২২-০৬-০৩)। "৪ টেলিকম অপারেটরে ৫ লাখের বেশি ম্যালওয়্যার"দ্য ডেইলি স্টার বাংলা। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৩

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.