টেরাবাইট
টেরাবাইট হল ডিজিটাল তথ্য স্টোরেজের জন্য একাধিক একক বাইট। এটি স্টোরেজ ডিভাইসসমূহের ধারণক্ষমতার একক। আন্তর্জাতিক একক পদ্ধতিতে প্রেফিক্স টেরার অর্থ ১০১২, সুতরাং ১ টেরাবাইট হয় ১০০০ ০০০০ ০০০ ০০০ বাইট অথবা ১ ট্রিলিয়ন অথবা ১০০০ গিগাবাইট। ১ টেরাবাইট বাইনারি প্রেফিক্সতে ০.৯০৯৫ টেবিবাইট, অথবা ৯৩১.৩২ গিগাবাইট। এককের প্রতীক হল TB বা TByte। কিন্তু Tb বলতে বুঝায় টেরাবিট।
বাইটের গুণিতক | ||||
---|---|---|---|---|
এসআই দশমিক প্রেফিক্স | আইএসি বিনারি প্রেফিক্স | |||
নাম (প্রতীক) |
মান | নাম (প্রতীক) |
মান | |
কিলোবাইট (kB) | ১০৩ | কিবিবাইট (KiB) | ২১০ = ১.০২৪ × ১০৩ | |
মেগাবাইট (MB) | ১০৬ | মেবিবাইট (MiB) | ২২০ ≈ ১.০৪৯ × ১০৬ | |
গিগাবাইট (GB) | ১০৯ | জিবিবাইট (GiB) | ২৩০ ≈ ১.০৭৪ × ১০৯ | |
টেরাবাইট (TB) | ১০১২ | টেবিবাইট (TiB) | ২৪০ ≈ ১.১০০ × ১০১২ | |
petabyte (PB) | ১০১৫ | পেবিবাইট (PiB) | ২৫০ ≈ ১.১২৬ × ১০১৫ | |
exabyte (EB) | ১০১৮ | exbibyte (EiB) | ২৬০ ≈ ১.১৫৩ × ১০১৮ | |
zettabyte (ZB) | ১০২১ | zebibyte (ZiB) | ২৭০ ≈ ১.১৮১ × ১০২১ | |
yottabyte (YB) | ১০২৪ | yobibyte (YiB) | ২৮০ ≈ ১.২০৯ × ১০২৪ | |
আরও দেখুন: বিটের গুণিতক · তথ্যের মাত্রার বিন্যাস |
১ পেবিবাইট =১০২৪ টেরাবাইট , টেরা বাইট =১০২৪ গিগাবাইট, ১০৪৮৫৭৬ মেগাবাইট, ১০৭৩৭৪১৮২৪ কিলোবাইট, ১০৯৯৫১১৬২৭৭৭৬ বাইট। পেন ড্রাইভ, স্মার্ট কার্ড, মাল্টিমিডিয়া কার্ড (এমএমসি), মেমোরি স্টিক, কমপ্যাক্ট ফ্লাস কার্ড, পিকচার এক্সডি কার্ড বর্তমানে বহুল ব্যবহৃত এর ক্ষুদ্রতা ও ধারণক্ষমতার জন্য, এসডি কার্ড ইত্যাদি সব কার্ড-এর মানই মেগাবাইট দ্বারা হিসাব করা হয়। এছাড়া গ্রাফিক্স কার্ড, র্যাম, এগুলো তো আছেই।