টেন্সরফ্লো

টেন্সরফ্লো (ইংরেজি: TensorFlow) বিভিন্ন ধরনের কাজের জন্য ডাটাফ্লো ও ডিফারেনশিয়াল প্রোগ্রামিঙের জন্য একটি মুক্তউন্মুক্ত লাইব্রেরি। এটি মূলত একটি সাঙ্কেতিক গণিত লাইব্রেরি, তবে নিউরাল নেটওয়ার্কের মত মেশিন লার্নিং প্রযোগের জন্যেও টেন্সরফ্লো ব্যবহৃত হয়। [2] গবেষণা ও উৎপাদন দুধরনের কাজেই গুগলে এ সফটওয়্যার ব্যবহৃত হয়।

টেন্সরফ্লো
উন্নয়নকারীগুগল ব্রেন টিম
প্রাথমিক সংস্করণ নভেম্বর ২০১৫ (2015-11-09)
স্থিতিশীল সংস্করণ
২.০.০ [1] / ১ অক্টোবর ২০১৯ (2019-10-01)
রিপজিটরিgithub.com/tensorflow/tensorflow
যে ভাষায় লিখিতপাইথন, সি++, কম্পিউট ইউনিফাইড ডিভাইস আর্কিটেকচার
প্ল্যাটফর্মলিনাক্স, ম্যাকওএস, মাইক্রোসফট উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, জাভাস্ক্রিপ্ট
ধরনমেশিন লার্নিং লাইব্রেরি
লাইসেন্সঅ্যাপাচি লাইসেন্স ২.০
ওয়েবসাইটtensorflow.org

গুগলের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য গুগল ব্রেন টেন্সরফ্লো উন্নয়ন করেছিলো। তবে ৯ নভেম্বর ২০১৫ সালে এটা অ্যাপাচি লাইসেন্স ২.০ এর অধীনে সর্বসাধারণের জন্য মুক্ত করে দেয়া হয়। [3][4]

প্রয়োগসমূহ

মূল ছবি (বামে) এবং টেন্সরফ্লো "নিউরাল স্টাইল" প্রয়োগের পর (ডানে)

টেন্সরফ্লো যেসব অ্যাপলিকেনশের ভিত তার মধ্যে স্বয়ংক্রিয় চিত্র ট্যাগিং সফটয়্যারও রয়েছে, যেমন ডিপড্রিম।[5] র্যাঙ্কব্রেন এখন ঐতিহ্যবাহী অ্যালগরিদম-ভিত্তিক অনুসন্ধান ফলাফল প্রতিস্থাপন ও পরিপূরণ করে সারগর্ভ সংখ্যক সার্চ কোয়েরিজ নিয়ন্ত্রণ করে। [6]

তথ্যসূত্র

  1. "টেন্সরফ্লো মুক্তি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৯
  2. "টেন্সরফ্লো: উন্মুক্ত উৎসের মেশিন লার্নিং" "এ মেশিন লার্নিং সফ্টওয়্যারটি বিভিন্ন ধরনের উপলব্ধিযোগ্য এবং ভাষা বোঝার কাজের জন্য ব্যবহৃত হচ্ছে" — জেফ্রি ডিন, ০:৪৭ / ২:১৭ মিনিট
  3. "ক্রেডিট"TensorFlow.org। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৯
  4. মেজ, কেড (৯ নভেম্বর ২০১৫)। "গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ইঞ্জিন টেন্সরফ্লোর উৎস কোড উন্মুক্ত করে দিলো"ওয়াইর্ড। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৯
  5. বার্ন, মাইকেল (নভেম্বর ১১, ২০১৫)। "গুগল এর সম্পূর্ণ মেশিন লার্নিং সফটওয়্যার একটি মুক্ত সফটওয়্যার হিশেবে অফার করছে"ভাইস। সংগ্রহের তারিখ নভেম্বর ১১, ২০১৫
  6. উলাস্টন, ভিক্টোরিয়া (নভেম্বর ১০, ২০১৫)। "গুগল টেন্সরফ্লো উন্মুক্ত করলো"ডেইলি মেল। সংগ্রহের তারিখ নভেম্বর ২৫, ২০১৫

গ্রন্থবিবরণী

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.