টেনিদা (চলচ্চিত্র)
টেনিদা একটি বাংলা হাস্যরসাত্মক চলচ্চিত্র যার পরিচালক হলেন চিন্ময় রায়। ২০১১ টাওয়ার সোলার সিস্টেম প্রযোজিত এই ছবিটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা কাহিনী চারমূর্তির অভিযান উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরী।[1] এই সিনেমায় টেনিদার ভূমিকায় অভিনয় করেছেন শুভাশিষ মুখোপাধ্যায়।[2][3]
কাহিনী
টেনিদা, প্যালা, ক্যাবলা ও হাবুল চারজনে ডুয়ার্স বেড়াতে যায়। সেখানে থাকেন টেনিদার কুট্টিমামা ও তার চাকর ছোট্টুলাল। টেনিদারা জঙ্গলে বাঘ শিকারে যায়। সেখানে জঙ্গলের ভেতরে ঘটে নানান কাণ্ডকারখানা। তারা বুঝতে পারে চোরাশিকারী ও সন্ত্রাসবাদীরা গভীর জঙ্গলে সক্রিয়। তাদের মোকাবিলা করে চারমূর্তি।
অভিনয়
- শুভাশিষ মুখোপাধ্যায় - টেনিদা
- বিভু ভট্টাচার্য
- জুঁই ব্যানার্জী
- গৌরব দাশগুপ্ত
- রীতম বোস
- মৈনাক দত্ত
- তাপস চক্রবর্তী
- গোরা চৌধুরী
তথ্যসূত্র
- "টেনিদার জোড়া মজা - Aajkaal"। Dailyhunt (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১০।
- "নতুন টেনিদা কাঞ্চন"। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৯।
- "এবার কম্বল খুঁজবেন টেনিদা"। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.