টুয়েন্টি২০ আন্তর্জাতিকে ৫ উইকেট লাভকারী ক্রিকেটারদের তালিকা
টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক অনুমোদিত টি২০আই মর্যাদাপ্রাপ্ত দু'টি দলের মধ্যকার আন্তর্জাতিক ক্রিকেট খেলা।[1] টুয়েন্টি২০ খেলায় দুই দল তাদের জন্য বরাদ্দকৃত একটিমাত্র ইনিংসে অংশ নিয়ে থাকে। প্রত্যেক দল সর্বাধিক ২০ ওভার খেলে।[2] ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড কাউন্টি ক্রিকেট প্রতিযোগিতায় এ ধরনের ক্রিকেট খেলা প্রবর্তন করেছিল। ১৩ জুন, ২০০৩ তারিখে টুয়েন্টি২০ কাপে ইংরেজ কাউন্টিজ দলসমূহ প্রথমবারের মতো অংশ নিয়েছিল।[3] প্রথম টুয়েন্টি২০ আন্তর্জাতিক ১৭ ফেব্রুয়ারি, ২০০৫ তারিখে অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত হয়। খেলায় অস্ট্রেলিয়া ৪৪ রানের ব্যবধানে নিউজিল্যান্ডকে পরাভূত করেছিল।[4]
‘ফাইভ-ফর’ বা ‘ফিফার’ নামে পরিচিত পাঁচ-উইকেট প্রাপ্তি[5] একজন বোলার কর্তৃক একটি ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট লাভ করাকে বুঝায়। ক্রিকেট বিশেষজ্ঞগণ একে উল্লেখযোগ্য অর্জনরূপে আখ্যায়িত করে থাকেন।[6] ২০০৯ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানি উমর গুল সর্বপ্রথম পাঁচ উইকেট লাভ করেছিলেন।[7] গুলের বোলিং পরিসংখ্যান ছিল পাঁচ রানের বিনিময়ে ছয় উইকেট লাভ যা অদ্যাবধি অক্ষত রয়েছে। প্রায় দুই বছর পর ২০১১ সালে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ রানের বিনিময়ে ৬ উইকেট দখল করেন। এরপর ২০১২ সালের বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ৮ রান দিয়ে ৬ উইকেট পান। জানুয়ারি, ২০১৭ পর্যন্ত টুয়েন্টি২০ আন্তর্জাতিকে রেকর্ড হিসেবে চিহ্নিত হয়ে আছে। রঙ্গনা হেরাথের ৩ রানের বিনিময়ে ৫ উইকেট লাভ এ স্তরের ক্রিকেটে যে-কোন বোলারের তুলনায় সর্বাপেক্ষা মিতব্যয়ী বোলিং পরিসংখ্যানরূপে স্বীকৃত।[lower-alpha 1][9][10]
১১ জানুয়ারি, ২০১৭ তারিখ পর্যন্ত সর্বমোট ৫৭৬টি খেলা অনুষ্ঠিত হয়েছে।[11] ১৭জন বোলার সর্বমোট ১৯বার পাঁচ-উইকেট দখল করেছেন।[9] মেন্ডিস ও গুল একাধিকবার পাঁচ-উইকেট লাভের কৃতিত্ব প্রদর্শন করেছেন। শ্রীলঙ্কার ক্রিকেটারগণ চারবার পাঁচ-উইকেট নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছেন। আইসিসি’র পূর্ণাঙ্গ সদস্যদের মধ্যে ভারত, ইংল্যান্ড ও জিম্বাবুয়ের কোন বোলার এ কৃতিত্ব প্রদর্শন করতে ব্যর্থ হয়েছেন। তবে, সহযোগী সদস্যভূক্ত আফগানিস্তান, কেনিয়া ও নেদারল্যান্ডসের বোলারগণও পাঁচ-উইকেট নিতে পেরেছেন।[9]
পাঁচ-উইকেট প্রাপ্তি
পুরুষদের টুয়েন্টি২০ আন্তর্জাতিকে পাঁচ-উইকেট লাভকারী বোলারদের তালিকাটি ধারাবাহিকভাবে সাজানো হয়েছে।
ক্রমিক | বোলার | তারিখ | দল | প্রতিপক্ষ | মাঠ | ইনিংস | ওভার | রান | উইকেট | ইকো. | ব্যাটসম্যান | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | উমর গুল | ১৩ জুন ২০০৯ | পাকিস্তান | নিউজিল্যান্ড | দি ওভাল, লন্ডন, ইংল্যান্ড | ১ | ৩ | ৬ | ৫ | ২.০০ |
|
জয়[12] |
২ | নেহেমিয়া ওধিয়াম্বো | ৪ ফেব্রুয়ারি ২০১০ | কেনিয়া | স্কটল্যান্ড | জিমখানা ক্লাব গ্রাউন্ড, নাইরোবি, কেনিয়া | ১ | ৪ | ২০ | ৫ | ৫.০০ |
|
জয়[13] |
৩ | ড্যারেন স্যামি | ২৮ ফেব্রুয়ারি ২০১০ | ওয়েস্ট ইন্ডিজ | জিম্বাবুয়ে | কুইন্স পার্ক ওভাল, পোর্ট অব স্পেন, ত্রিনিদাদ | ১ | ৩.৫ | ২৬ | ৫ | ৬.৭৮ |
|
পরাজয়[14] |
৪ | রায়ান ম্যাকলারিন | ১৯ মে ২০১০ | দক্ষিণ আফ্রিকা | ওয়েস্ট ইন্ডিজ | স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, এন্টিগুয়া, এন্টিগুয়া ও বারবুদা | ২ | ৩.৫ | ১৯ | ৫ | ৪.৯৫ | জয়[15] | |
৫ | টিম সাউদি | ২৬ ডিসেম্বর ২০১০ | নিউজিল্যান্ড | পাকিস্তান | ইডেন পার্ক, অকল্যান্ড, নিউজিল্যান্ড | ১ | ৪ | ১৮ | ৫ | ৪.৫ | জয়[16] | |
৬ | অজন্তা মেন্ডিস | ৮ আগস্ট ২০১১ | শ্রীলঙ্কা | অস্ট্রেলিয়া | পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, পাল্লেকেলে, শ্রীলঙ্কা | ২ | ৪ | ১৬ | ৬ | ৪.০০ | জয়[17] | |
৭ | ইলিয়াস সানি | ১৮ জুলাই ২০১২ | বাংলাদেশ | আয়ারল্যান্ড | স্টরমন্ট, বেলফাস্ট, আয়ারল্যান্ড | ২ | ৪ | ১৩ | ৫ | ৩.২৫ | জয়[18] | |
৮ | অজন্তা মেন্ডিস | ১৮ সেপ্টেম্বর ২০১২ | শ্রীলঙ্কা | জিম্বাবুয়ে | মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক স্টেডিয়াম, হাম্বানতোতা, শ্রীলঙ্কা | ২ | ৪ | ৮ | ৬ | ২.০০ | জয়[19] | |
৯ | লাসিথ মালিঙ্গা | ১ অক্টোবর ২০১২ | শ্রীলঙ্কা | ইংল্যান্ড | পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, পাল্লেকেলে, শ্রীলঙ্কা | ২ | ৪ | ৩১ | ৫ | ৭.৭৫ | জয়[20] | |
১০ | উমর গুল | ৩ মার্চ ২০১৩ | পাকিস্তান | দক্ষিণ আফ্রিকা | সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন, দক্ষিণ আফ্রিকা | ২ | ২.২ | ৬ | ৫ | ২.৫৭ | জয়[21] | |
১১ | সামিউল্লাহ শেনওয়ারি | ২৪ নভেম্বর ২০১৩ | আফগানিস্তান | কেনিয়া | শারজাহ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়াম, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত | ২ | ৪ | ১৩ | ৫ | ৩.২৫ |
|
জয়[22] |
১২ | আহসান মালিক | ২৭ মার্চ ২০১৪ | নেদারল্যান্ডস | দক্ষিণ আফ্রিকা | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম, বাংলাদেশ | ১ | ৪ | ১৯ | ৫ | ৪.৭৫ | জয়[23] | |
১৩ | রঙ্গনা হেরাথ | ৩১ মার্চ ২০১৪ | শ্রীলঙ্কা | নিউজিল্যান্ড | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম, বাংলাদেশ | ২ | ৩.৩ | ৩ | ৫ | ০.৮৫ | জয়[24] | |
১৪ | ডেভিড ভিসা | ১৪ জানুয়ারি ২০১৫ | দক্ষিণ আফ্রিকা | ওয়েস্ট ইন্ডিজ | কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড, ডারবান, দক্ষিণ আফ্রিকা | ২ | ৪ | ২৩ | ৫ | ৫.৭৫ | জয়[25] | |
১৫ | অ্যালাসডেয়ার ইভান্স | ১১ জুলাই ২০১৫ | স্কটল্যান্ড | নেদারল্যান্ডস | রেবার্ন প্লেস, এডিনবরা, স্কটল্যান্ড | ১ | ৪ | ২৪ | ৫ | ৬.০০ | পরাজয়[26] | |
১৬ | মার্ক ওয়াট | ৫ ফেব্রুয়ারি ২০১৬ | স্কটল্যান্ড | নেদারল্যান্ডস | আইসিসি একাডেমি, দুবাই, সংযুক্ত আরব আমিরাত | ২ | ৪ | ২৭ | ৫ | ৬.৭৫ | জয়[27] | |
১৭ | জেমস ফকনার | ২৫ মার্চ ২০১৬ | অস্ট্রেলিয়া | পাকিস্তান | পাঞ্জাব ক্রিকেট সংস্থা স্টেডিয়াম, মোহালি, ভারত | ২ | ৪ | ২৭ | ৫ | ৬.৭৫ | জয়[28] | |
১৮ | মুস্তাফিজুর রহমান | ২৬ মার্চ ২০১৬ | বাংলাদেশ | নিউজিল্যান্ড | ইডেন গার্ডেন্স, কলকাতা, ভারত | ১ | ৪ | ২২ | ৫ | ৫.৫০ | পরাজয়[29] | |
১৯ | ইমাদ ওয়াসিম | ২৩ সেপ্টেম্বর ২০১৬ | পাকিস্তান | ওয়েস্ট ইন্ডিজ | দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই, সংযুক্ত আরব আমিরাত | ১ | ৪ | ১৪ | ৫ | ৩.৫০ | জয়[30] | |
৩০ | ক্রিস্টি ভিলজোয়েন | ২২ মে ২০১৯ | নামিবিয়া | বতসোয়ানা | কিয়ামবুগু ক্রিকেট ওভাল, কামপালা | ১ | ৪ | ৯ | ৫ | ২.২৫ |
|
জয় [31] |
৩১ | চার্লস পারচার্ড[lower-alpha 2] | ১ জুন ২০১৯ | জার্সি | গার্নসি | কিং জর্জ ভি স্পোর্টস গ্রাউন্ড, ক্যাস্টেল | ২ | ৪ | ১৭ | ৫ | ৪.২৫ |
|
জয় [32] |
পাদটীকা
- কমপক্ষে তিন ওভার বোলিংকারী খেলোয়াড়।[8]
- No player of the match was awarded.
তথ্যসূত্র
- "ICC Classification of Official Cricket" (pdf) (ইংরেজি ভাষায়)। International Cricket Council। ১০ নভেম্বর ২০১৪: 2। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৪।
- "Standard Twenty20International Match Playing Conditions" (pdf) (ইংরেজি ভাষায়)। International Cricket Council। অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৪।
- Williamson, Martin (২৫ আগস্ট ২০১২)। "Crash, bang and Pandora's box is opened" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৪।
- English, Peter (১৭ ফেব্রুয়ারি ২০০৫)। "Ponting leads as Kasprowicz follows" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৪।
- "Swinging it for the Auld Enemy – An interview with Ryan Sidebottom"। The Scotsman (ইংরেজি ভাষায়)। Glasgow। ১৭ আগস্ট ২০০৮। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৪।
I'd rather take fifers (five wickets) for England
- Pervez 2001, পৃ. 31।
- Monga, Sidharth। "Charismatic Pakistan live to fight" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৫।
- "Rangana Herath has third best bowling figures in T20Is" (ইংরেজি ভাষায়)। Rediff.com। ১ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫।
- "Records / Twenty20 Internationals / Bowling records / Best figures in an innings" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৬।
- V, Alagappan। "World Cup T20: New Zealand bundled out for 60; Rangana Herath picks up 5 wickets" (ইংরেজি ভাষায়)। Yahoo! Cricket। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫।
- "Records / Twenty20 Internationals / Team records / Results summary" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- "18th Match, Group F: New Zealand v Pakistan at The Oval, Jun 13, 2009 - Cricket Scorecard" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫।
- "6th Match: Kenya v Scotland at Nairobi (Gym), Feb 4, 2010 - Cricket Scorecard" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫।
- "Only T20I: West Indies v Zimbabwe at Port of Spain, Feb 28, 2010 - Cricket Scorecard" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫।
- "1st T20I: West Indies v South Africa at North Sound, May 19, 2010 - Cricket Scorecard" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫।
- "1st T20I: New Zealand v Pakistan at Auckland, Dec 26, 2010 - Cricket Scorecard" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫।
- "2nd T20I: Sri Lanka v Australia at Pallekele, Aug 8, 2011 - Cricket Scorecard" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫।
- "1st T20I: Ireland v Bangladesh at Belfast, Jul 18, 2012 - Cricket Scorecard" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫।
- "1st Match, Group C: Sri Lanka v Zimbabwe at Hambantota, Sep 18, 2012 - Cricket Scorecard" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫।
- "22nd Match, Group 1: Sri Lanka v England at Pallekele, Oct 1, 2012 - Cricket Scorecard" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫।
- "2nd T20I: South Africa v Pakistan at Centurion, Mar 3, 2013 - Cricket Scorecard" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫।
- "56th Match, Group B: Afghanistan v Kenya at Sharjah, Nov 24, 2013 - Cricket Scorecard" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫।
- "21st Match, Group 1: Netherlands v South Africa at Chittagong, Mar 27, 2014 - Cricket Scorecard" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫।
- "30th Match, Group 1: New Zealand v Sri Lanka at Chittagong, Mar 31, 2014 - Cricket Scorecard" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫।
- "3rd T20I: South Africa v West Indies at Durban, Jan 14, 2015 - Cricket Scorecard" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫।
- "ICC World Twenty20 Qualifier, 8th Match, Group B: Scotland v Netherlands at Edinburgh, Jul 11, 2015 - Cricket Scorecard" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- "Only T20I: Netherlands v Scotland at ICCA Dubai, Feb 5, 2016 - Cricket Scorecard" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- "World T20, 26th Match, Super 10 Group 2: Australia v Pakistan at Mohali, Mar 25, 2016 - Cricket Scorecard" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- "World T20, 28th Match, Super 10 Group 2: Bangladesh v New Zealand at Kolkata, Mar 26, 2016 - Cricket Scorecard" (ইংরেজি ভাষায়)। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- "West Indies tour of United Arab Emirates, 1st T20I: Pakistan v West Indies at Dubai (DSC), Sep 23, 2016 - Cricket Scorecard"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৬।
- "11th Match, ICC men's T20 world cup Africa finals at Kampala, May 22 2019"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৯।
- "2nd T20I, Jersey tour of Guernsey at Castel, Jun 1 2019"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৯।
গ্রন্থপঞ্জী
- Pervez, M.A. (২০০১)। A Dictionary of Cricket। Universities Press। আইএসবিএন 978-81-7370-184-9।