টিম সিফার্ট

টিম সেইফার্ট (জন্ম ১৪ ডিসেম্বর ১৯৯৪) একজন নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার। ২০১৪ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপএ তিনি নিউজিল্যান্ড দলের সদস্য ছিলেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তার আন্তর্জাতিক ক্রিকেটে আগমন ঘটে।[1]

টিম সেইফার্ট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামটিম লুইস সেইফার্ট
জন্ম (1994-12-14) ১৪ ডিসেম্বর ১৯৯৪
ওয়াঙ্গানুই, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
ভূমিকাউইকেট-রক্ষক-ব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৯৫)
৩ জানুয়ারি ২০১৯ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই৮ জানুয়ারি ২০১৯ বনাম শ্রীলঙ্কা
টি২০আই অভিষেক
(ক্যাপ ৭৮)
১৩ ফেব্রুয়ারি ২০১৮ বনাম ইংল্যান্ড
শেষ টি২০আই৭ মার্চ ২০২১ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৪/১৫–নর্দার্ন ডিস্ট্রিক্টস
২০২০ত্রিনবাগো নাইট রাইডার্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এল এ
ম্যাচ সংখ্যা ৩৫ ৫১ ৩৮
রানের সংখ্যা ৩৩ ৬৯৫ ২,৯১২ ৮১০
ব্যাটিং গড় ১৬.৫০ ২৪.৮২ ৩৬.৪০ ২৩.৮২
১০০/৫০ ০/০ ০/৫ ৬/১৪ ১/৫
সর্বোচ্চ রান ২২ ৮৪* ১৬৭* ১০৪
ক্যাচ/স্ট্যাম্পিং ৭/১ ২০/৬ ১২৫/৭ ৫৩/৫
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ৯ মে ২০২১

আন্তর্জাতিক ক্রিকেট

২০১৮ এর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের টি২০ দলে ২০১৭-১৮ ট্রান্স-তাসমান ত্রি-দেশীয় সিরিজএ খেলার জন্য তিনি জায়গা পান ও সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে তার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলেন।

২০২১ টি২০ বিশ্বকাপে তিনি নিউজিল্যান্ড দলের সদস্য হিসেবে বিবেচিত হন।

তথ্যসূত্র

  1. "Tim Seifert"ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.