টিম বার্টন

টিমোথি "টিম" ওয়াল্টার বার্টন[1] (জন্ম: ২৫শে আগস্ট, ১৯৫৮) একজন মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও অ্যানিমেটর। তার চলচ্চিত্রগুলোতে অদ্ভুত অভ্যাস এবং ডার্ক গোথিক পরিবেশ খুব সুন্দরভাবে রূপায়িত হতে দেখা যায়, যেমন - বিটলজুস (১৯৮৮), এডওয়ার্ড সিজরহ্যান্ড্‌স (১৯৯০), দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস (১৯৯৩), এড উড (১৯৯৪), স্লিপি হলো (১৯৯৯), কর্পস ব্রাইড (২০০৫), সুইনি টড: দ্য ডিমন বার্বার অব ফ্লিট স্ট্রিট (২০০৭) ও ডার্ক শ্যাডোস (২০২২) এবং টেলিভিশন ধারাবাহিক ওয়েনসডে (২০২২)। এছাড়া বার্টন সুপারহিরো চলচ্চিত্র ব্যাটম্যান (১৯৮৯) ও ব্যাটম্যান রিটার্নস (১৯৯২), বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র প্ল্যানেট অব দি এপস (২০০১), কাল্পনিক-নাট্যধর্মী বিগ ফিশ (২০০৩) সঙ্গীতধর্মী রোমাঞ্চকর চলচ্চিত্র চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি (২০০৫) ও কাল্পনিক চলচ্চিত্র অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড (২০১০) ও মিস পেরেগ্রিন্‌স হোম ফর পিকিউলিয়ার চিলড্রেন (২০১৬)।

টিম বার্টন
টিম বার্টন ২০১২সালে স্যান ডিয়েগো কমিক-্কন ইন্টারন্যাশনালে
জন্ম
টিমোথি ওয়াল্টার বার্টন

(1958-08-25) ২৫ আগস্ট ১৯৫৮
বারব্যাংক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
শিক্ষাBurbank High School
মাতৃশিক্ষায়তনক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব দি আর্টস
পেশাচলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, লেখক, শিল্পী
কর্মজীবন১৯৮২–বর্তমান
দাম্পত্য সঙ্গীলেনা গিসেকি (১৯৮৭–১৯৯১)
সঙ্গীলিসা মেরি স্মিথ (১৯৯৩–২০০১)
হেলেনা বোনাম কার্টার (২০০১–২০১৪)
সন্তান
ওয়েবসাইটtimburton.com
স্বাক্ষর

তার চলচ্চিত্রে প্রায়ই উইনোনা রাইডার, জনি ডেপ, লিসা ম্যারি (প্রাক্তন প্রেমিকা), হেলেনা বোনাম কার্টার-কে (তার প্রাক্তন সঙ্গী) অভিনয় করতে এবং তিনটি ব্যতীত সবকয়টি চলচ্চিত্রে সুরকার ড্যানি এলফম্যানকে সঙ্গীত পরিচালনা ও সুর করতে দেখা গেছে। বার্টন দুটি একাডেমি পুরস্কারের মনোনয়ন ও তিনটি বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এবং এটি এমি পুরস্কার ও একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন।

চলচ্চিত্রের তালিকা

পরিচালিত চলচ্চিত্রসমূহ
বছর চলচ্চিত্রের শিরোনাম পরিবেশক
১৯৮৪ ফ্রাঙ্কেনউইনি বুয়েনা ভিস্তা ডিস্ট্রিবিউশন
১৯৮৫ পি-উইস বিগ অ্যাডভেঞ্চার ওয়ার্নার ব্রস.
১৯৮৮ বিটলজুস
১৯৮৯ ব্যাটম্যান
১৯৯০ এডওয়ার্ড সিজরহ্যান্ড্‌স টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স
১৯৯২ ব্যাটম্যান রিটার্নস ওয়ার্নার ব্রস.
১৯৯৪ এড উড বুয়েনা ভিস্তা পিকচার্স
১৯৯৬ মার্স অ্যাটাক্‌স! ওয়ার্নার ব্রস.
১৯৯৯ স্লিপি হলো প্যারামাউন্ট পিকচার্স
২০০১ প্ল্যানেট অব দি এপস টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স
২০০৩ বিগ ফিশ সনি পিকচার্স রিলিজিং
২০০৫ চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি ওয়ার্নার ব্রস.
কর্পস ব্রাইড
২০০৭ সুইনি টড: দ্য ডিমন বার্বার অব ফ্লিট স্ট্রিট প্যারামাউন্ট পিকচার্স / ওয়ার্নার ব্রস.
২০১০ অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ওয়াল্ট ডিজনি স্টুডিওজ মোশন পিকচার্স
২০১২ ডার্ক শ্যাডোস ওয়ার্নার ব্রস.
ফ্রাঙ্কেনউইনি ওয়াল্ট ডিজনি স্টুডিওজ মোশন পিকচার্স
২০১৪ বিগ আইজ দ্য ওয়াইনস্টেইন কোম্পানি
২০১৬ মিস পেরেগ্রিন্‌স হোম ফর পিকিউলিয়ার চিলড্রেন টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স
২০১৯ ডাম্বো ওয়াল্ট ডিজনি স্টুডিওজ মোশন পিকচার্স
২০২২ ওয়েনসডে নেটফ্লিক্স

মূল্যায়ন

বার্টনের পরিচালিত চলচ্চিত্রসমূহের সমালোচক, দর্শক ও ব্যবসায়িক মূল্যায়ন।

বছর চলচ্চিত্রের শিরোনাম রটেন টম্যাটোস[2] মেটাক্রিটিক[3] সিনেমাস্কোর[4] নির্মাণব্যয় বক্স অফিস[5]
১৯৮৫ পি-উইস বিগ অ্যাডভেঞ্চার ৮৭% (৪৫টি পর্যালোচনা)
(৭.৮/১০)
৪৭ (১৪টি পর্যালোচনা)$৭ মিলিয়ন$৪০.৯ মিলিয়ন
(domestic)
১৯৮৮ বিটলজুস ৮৫% (৫৬টি পর্যালোচনা)
(৭/১০)
৭০ (১৮টি পর্যালোচনা)B$১৫ মিলিয়ন$৭৪.২ মিলিয়ন
(domestic)
১৯৮৯ ব্যাটম্যান ৭৩% (৭৭টি পর্যালোচনা)
(৬.৬/১০)
৬৯ (২১টি পর্যালোচনা)A$৩৫ মিলিয়ন[6]$৪১১.৫ মিলিয়ন
১৯৯০ এডওয়ার্ড সিজরহ্যান্ড্‌স ৯০% (৫৮টি পর্যালোচনা)
(৭.৭/১০)
৭৪ (১৯টি পর্যালোচনা)A–$২০ মিলিয়ন$৮৬ মিলিয়ন
১৯৯২ ব্যাটম্যান রিটার্নস ৮১% (৮৪টি পর্যালোচনা)
(৬.৭/১০)
৬৮ (২৩টি পর্যালোচনা)B$৮০ মিলিয়ন[7]$২৬৬.৯ মিলিয়ন
১৯৯৪ এড উড ৯৩% (৬৪টি পর্যালোচনা)
(৮/১০)
৭০ (১৯টি পর্যালোচনা)B+$১৮ মিলিয়ন[8]$৫.৯ মিলিয়ন
(domestic)
১৯৯৬ মার্স অ্যাটাক্‌স! ৫৬% (৮৪টি পর্যালোচনা)
(৫.৯/১০)
৫২ (১৯টি পর্যালোচনা)B$৭০ মিলিয়ন$১০১.৪ মিলিয়ন
১৯৯৯ স্লিপি হলো ৭০% (১২২টি পর্যালোচনা)
(৬.৩/১০)
৬৫ (৩৫টি পর্যালোচনা)B–$১০০ মিলিয়ন[9]$২০৬.১ মিলিয়ন
২০০১ প্ল্যানেট অব দি এপস ৪৪% (১৫৭টি পর্যালোচনা)
(৫.৫/১০)
৫০ (৩৪টি পর্যালোচনা)B–$১০০ মিলিয়ন[10]$৩৬২.২ মিলিয়ন
২০০৩ বিগ ফিশ ৭৫% (২১৯টি পর্যালোচনা)
(৭.২/১০)
৫৮ (৪২টি পর্যালোচনা)B+$৭০ মিলিয়ন[11]$১২২.৯ মিলিয়ন
২০০৫ চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি ৮৩% (২২৯টি পর্যালোচনা)
(৭.২/১০)
৭২ (৪০টি পর্যালোচনা)A–$১৫০ মিলিয়ন[12]$৪৭৫ মিলিয়ন
কর্পস ব্রাইড ৮৪% (১৮৮টি পর্যালোচনা)
(৭.২/১০)
৮৩ (৩৫টি পর্যালোচনা)B+$৪০ মিলিয়ন$১১৮.১ মিলিয়ন
২০০৭ সুইনি টড: দ্য ডিমন বার্বার অব ফ্লিট স্ট্রিট ৮৬% (২৩১টি পর্যালোচনা)
(৭.৭/১০)
৮৩ (৩৯টি পর্যালোচনা)$৫০ মিলিয়ন[13]$১৫৩.৪ মিলিয়ন
২০১০ অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ৫১% (২৭১টি পর্যালোচনা)
(৫.৭/১০)
৫৩ (৩৮টি পর্যালোচনা)A–$২০০ মিলিয়ন[14]$১.০২ বিলিয়ন
২০১২ ডার্ক শ্যাডোস ৩৫% (২৫০টি পর্যালোচনা)
(৫.৩/১০)
৫৫ (৪২টি পর্যালোচনা)B–$১৫০ মিলিয়ন[15]$২৪৫.৫ মিলিয়ন
ফ্রাঙ্কেনউইনি ৮৭% (২০০টি পর্যালোচনা)
(৭.৬/১০)
৭৪ (৩৮টি পর্যালোচনা)B+$৩৯ মিলিয়ন[16]$৮১.৫ মিলিয়ন
২০১৪ বিগ আইজ ৭২% (১৬৬টি পর্যালোচনা)
(৬.৬/১০)
৬২ (৪০টি পর্যালোচনা)$১০ মিলিয়ন$২৯.৩ মিলিয়ন
২০১৬ মিস পেরেগ্রিন্‌স হোম ফর পিকিউলিয়ার চিলড্রেন ৬৪% (২৩৮টি পর্যালোচনা)
(৫.৯/১০)
৫৭ (৪৩টি পর্যালোচনা)B+$১১০ মিলিয়ন[17]$২৯৬.৫ মিলিয়ন
২০১৯ ডাম্বো ৪৬% (৩৩৪টি পর্যালোচনা)
(৫.৫/১০)
৫১ (৫৪টি পর্যালোচনা)A–$১৭০ মিলিয়ন[18]$৩৫৩.২ মিলিয়ন[19]
মোট ৭১.৩% ৬৪ $১.৪৩৪ বিলিয়ন $৪.৪৪৭ বিলিয়ন

তথ্যসূত্র

  1. Tim Burton's middle name is cited as Walter by the Museum of Modern Art on its web appearance for a 2009 exhibition on Burton's artwork and a book covering Burton's career as an artist and filmmaker, though it is cited as William by other sources, such as the Tim Burton Collective ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ ডিসেম্বর ২০০৮ তারিখে.
  2. "Tim Burton"রটেন টম্যাটোস। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২
  3. "Tim Burton"মেটাক্রিটিক। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২
  4. "CinemaScore"সিনেমাস্কোর। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২
  5. "Tim Burton Movie Box office"আইএমডিবি প্রো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২
  6. "Batman (1989)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২
  7. "Batman Returns (1992)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২
  8. "Ed Wood (1994)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২
  9. "Sleepy Hollow (1999)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২
  10. "Planet of the Apes (2001)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২
  11. "Big Fish (2003)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২
  12. "Charlie and the Chocolate Factory (2005)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২
  13. "Sweeney Todd: The Demon Barber of Fleet Street (2007)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২
  14. "Alice in Wonderland (2010)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২
  15. "Dark Shadows (2012)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২
  16. "Frankenweenie (2012)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২
  17. "Miss Peregrine's Home for Peculiar Children (2016)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২
  18. ফাউন্ডার, রায়ান (২৭ মার্চ ২০১৯)। "Disney's 'Dumbo' remake is expected to fly high at the box office"লস অ্যাঞ্জেলেস টাইমস। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২
  19. "Dumbo (2019)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.