টালসা, ওকলাহোমা
টালসা (ইংরেজি: Tulsa) হচ্ছে মার্কিন অঙ্গরাজ্য ওকলাহোমার দ্বিতীয় বৃহত্তম শহর এবং জনসংখ্যার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ৪৬তম বৃহত্তম শহর। ২০১০ সালের আদমশুমারী অনুযায়ী শহরটি মোট জনসংখ্যা ৩,৯১,৯০৬।[3] এটি টালসা মেট্রোপলিটান এলাকার মূল পৌরসভা। ২০১০ সালের হিসাব অনুযায়ী টালসা মেট্রোপলিটান এলাকার জনসংখ্যা ৯,৩৭,৪৭৮ ও মেট্রোপলিটান এলাকার বাইরে বর্ধিত অংশের জনসংখ্যা হচ্ছে ৯,৮৮,৪৫৪।[4] ধারণা করা হচ্ছে টালসা শহরের বর্ধিত অংশের জনসংখ্যা ২০১২-এর মধ্যে ১০ লক্ষ ছাড়িয়ে যাবে।[5] শহরটি প্রশানিকভাবে একটি কাউন্টি সিট হিসেবেও ভূমিকা পালনা করে যা টালসা কাউন্টি নামে পরিচিত। ওকলাহোমার কাউন্টিগুলোর মধ্যে টালসার জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি,[6] এবং পরবর্তীতে এটি রজার্স, ওসাজে, এবং ওয়াগোনার কাউন্টিতে ভাগ করা হয়।[3]
সিটি অফ টালসা | |
---|---|
শহর | |
![]() টালসা শহরে স্কাইলাইন | |
ডাকনাম: বিশ্বের তেল রাজধানী, টালসি টাউন, টি-টাউন, দ্য ৯১৮ | |
![]() ওকলাহোমা অঙ্গরাজ্যে টালসার অবস্থান | |
![]() ![]() সিটি অফ টালসা | |
স্থানাঙ্ক: ৩৬°০৭′৫৩″ উত্তর ৯৫°৫৬′১৪″ পশ্চিম | |
রাষ্ট্র | মার্কিন যুক্তরাষ্ট্র |
অঙ্গরাজ্য | ওকলাহোমা |
কাউন্টি | রজার্স, ওসাজে, টালসা, এবং ওয়াগোনার |
সরকার | |
• ধরন | মেয়র কাউন্সিল |
• মেয়র | ডিওয়ে এফ. বার্টলেট, জুনিয়র (রিপাবলিকান) |
আয়তন | |
• শহর | ১৮৬.৮ বর্গমাইল (৪৮৩.৮ বর্গকিমি) |
• স্থলভাগ | ১৮২.৭ বর্গমাইল (৪৭৩.১ বর্গকিমি) |
• জলভাগ | ৪.২ বর্গমাইল (১০.৯ বর্গকিমি) |
উচ্চতা | ৭২২ ফুট (১৯৪ মিটার) |
জনসংখ্যা (২০১০) | |
• শহর | ৩,৯১,৯০৬ |
• জনঘনত্ব | ২,১৩২.৬/বর্গমাইল (৮২৩.৬/বর্গকিমি) |
• মহানগর | ৯,৩৭,৪৭৮ |
সময় অঞ্চল | সিএসটি (ইউটিসি−৬) |
• গ্রীষ্মকালীন (দিসস) | সিডিট (ইউটিসি−৫) |
এলাকা কোড | ৫৩৯/৯১৮ |
এফআইপিএস কোড | ৪০-৭৫০০০[1] |
জিএনআইএস ফিচার আইডি | ১১০০৯৬২[2] |
ওয়েবসাইট | www.cityoftulsa.org |
১৮২৮ থেকে ১৮৩৬ খ্রিষ্টাব্দের মধ্যে ক্রিক নেটিভ আমেরিকান গোত্রের লোচাপোকা ব্যান্ডের অধিবাসীরা এই শহরের গোড়াপত্তন করেন। ১৯২১ সালে এখানেই সংঘটিত হয়েছিলো টালসা বর্ণবাদী দাঙ্গা, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় ও ধ্বংসাত্মক বর্ণবাদী সহিংসতাগুলোর একটি।[7] বিশ শতকের বেশিরভাগ সময় জুড়ে এই শহরটি ডাক নাম ছিলো ‘বিশ্বের তেল রাজধানী’, এবং এটি ছিলো মার্কিন তেল শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল।[8] আরও কয়েকটি শহরের সাথে মিলে টালসা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত মহাসড়ক ইউ.এস. রুট ৬৬-এর জনক। এছাড়াও শহরটি তার ওয়েস্টার্ন সুইং সঙ্গীতের জন্যও বিখ্যাত।[9]
টালসার অর্থনীতি খুব বেশিমাত্রায় তেলশিল্পের ওপর নির্ভরশীল হলেও অর্থনৈতিক গতিপরিবর্তন ও বৈচিত্রের রেশ ধরে শহরটিতে শক্তি, অর্থসংস্থান, বিমান, টেলিযোগাযোগ ও প্রযুক্তি ক্ষেত্রেও বিভিন্ন শিল্প গড়ে উঠেছে।[10] ম্যাকক্লেললান-কের আরকানস রিভার নেভিগেশন সিস্টেমের শুরুতে অবস্থিত টালসা পোর্ট অফ ক্যাটুসা হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ নদীবন্দর যার সাথে আন্তর্জাতিক জলভাগের যোগাযোগ রয়েছে।[11][12] শহরের অভ্যন্তরে অবস্থিত দুইটি উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান পরিচালিত হয় ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের ১ম ডিভিশন, ওরাল রবার্টস বিশ্ববিদ্যালয় ও টালসা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে।
মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম টর্নেডো প্রবণ এলাকা টর্নেডো অ্যালের অন্তর্গত টালসার আবহাওয়া যথেষ্ট গোলযোগপূর্ণ। অবস্থানগত দিক থেকে শহরটি আরকানস’ নদীর পাশে ও উত্তরপূর্ব ওকলাহোমায় অবস্থিত ওজার্ক পর্বতমালার পাদদেশে অবস্থিত। ওকলাহোমার এই অংশটি ‘গ্রিন কান্ট্রি’ নামেও সমধিক পরিচিত। টালসা শহরকে ওকলাহোমার সাংস্কৃতিক ও কলা কেন্দ্র হিসেবে অভিহিত করা হয়।[13][14] টালসায় রয়েছে দুইটি বিশ্বখ্যাত শিল্পকলা জাদুঘর, পূর্ণকালীন অপেরা ও ব্যালে প্রতিষ্ঠান, এবং যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ আর্ট ডেকো ধাঁচের স্থাপত্যশিল্প।[15] পার্টনার্স ফর লিভেবল কমিউনিটিস,[16] ফোর্বস,[17] এবং রিলোকেট অ্যামেরিকার মানদণ্ডে শহরটি যুক্তরাষ্ট্রের বাসযোগ্য অন্যতম বড় শহরগুলোর একটি হিসেবে বিবেচিত হয়েছে।[18] টালসার অধিবাসীরা ‘টালসান’ নামে পরিচিত।
তথ্যসূত্র
- "American FactFinder"। United States Census Bureau। সংগ্রহের তারিখ ২০০৮-০১-৩১।
- "US Board on Geographic Names"। United States Geological Survey। ২০০৭-১০-২৫। সংগ্রহের তারিখ ২০০৮-০১-৩১।
- "Subcounty population estimates: Oklahoma 2000–2006"। United States Census Bureau, Population Division। ২০০৭-০৬-২৮। ২০০৯-০১-০৪ তারিখে মূল (CSV) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-০৬।
- Morgan, Rhett (২০০৮-০৩-২৭)। "Stillwater's growth tops in Oklahoma"। Tulsa World। ২০০৮-০৯-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-২৯।
- Bell, Leigh (২০০৭-০৪-০৫)। "Metro Area growth nearing 7 digits"। Tulsa World। সংগ্রহের তারিখ ২০০৭-০৪-১৩।
- "Tulsa County"। Oklahoma Historical Society। ২০১২-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৭-৩১।
- Ellsworth, Scott। "The Tulsa Race Riot"। Tulsa Reparations। ২০১৩-১২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৪-২০।
- Everly-Douze, Susan (আগস্ট ২৭, ১৯৮৯)। "What's Doing in Tulsa?"। New York Times। সংগ্রহের তারিখ ২০০৭-০৪-১৪।
- Elliott, Matt (২০০৭-০৩-২৫)। "Cain's Ballroom – A Music Icon: Venue is a landmark for Western swing, punk fans"। Tulsa World। সংগ্রহের তারিখ ২০০৭-০৪-২০।
- "Business Opportunities"। Tulsa Metro Chamber of Commerce। ২০০৬-০৯-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০৪-১৪।
- "Inland ocean port marks '35s'"। CHNI News Service। ২০০৬-০৫-০৩। ২০০৭-০৯-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৭-২৫।
- "Port of Catoosa Profile"। Tulsa Port of Catoosa। ২০১২-০৮-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০৪-২২।
- Kapoor, Tarun (২০০৭-০৪-১৯)। "Business Viewpoint: Private sector plays big downtown role"। Tulsa World। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-০৫।
- "Tulsa, Oklahoma: Recreation"। City Data। ২০০৬। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-০৬।
- "Quality of Life – Fun and Play"। Oklahoma Department of Commerce। ২০০৬। ২০০৭-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০৭-১৫।
- "Tulsa, Oklahoma"। Most Livable। About Partners। ২০০৬। ২০০৬-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০৭-১৫।
- "Most Livable Cities: Tulsa, Oklahoma"। Forbes: Most Livable Cities। Forbes। ২০০৯-০৪-০১। ২০১২-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০১।
- "Relocate America's: Tulsa, Oklahoma"। Relocate America's: Most Livable Cities। Relocate America's। ২০০৯। ২০০৯-০৮-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-০১।
বহিঃসংযোগ
![](../I/Commons-logo.svg.png.webp)