টামটা দক্ষিণ ইউনিয়ন

টামটা দক্ষিণ বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত শাহরাস্তি উপজেলার একটি ইউনিয়ন

টামটা দক্ষিণ
ইউনিয়ন
২নং টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদ
টামটা দক্ষিণ
টামটা দক্ষিণ
বাংলাদেশে টামটা দক্ষিণ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৪′২০″ উত্তর ৯০°৫৪′৪৩″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
উপজেলাশাহরাস্তি উপজেলা 
আয়তন
  মোট১৫.৮৪ বর্গকিমি (৬.১২ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট২৯,২৫৯
  জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৮০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৬২০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

টামটা দক্ষিণ ইউনিয়নের আয়তন ৩,৯১৬ একর (১৫.৮৫ বর্গ কিলোমিটার।)।[1]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী টামটা দক্ষিণ ইউনিয়নের জনসংখ্যা ৪৭,৯৮৩ জন। এর মধ্যে পুরুষ ২২,৭৮১ জন এবং মহিলা ২৫,২০২ জন। মোট পরিবার ৯,৭৬৭টি।[1]

অবস্থান ও সীমানা

শাহরাস্তি উপজেলার উত্তর-পশ্চিমাংশে টামটা দক্ষিণ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে টামটা উত্তর ইউনিয়ন, পূর্বে শাহরাস্তি পৌরসভামেহের দক্ষিণ ইউনিয়ন, দক্ষিণে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন এবং পশ্চিমে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নহাজীগঞ্জ পৌরসভা অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

টামটা দক্ষিণ ইউনিয়ন শাহরাস্তি উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শাহরাস্তি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৪নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৫ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী টামটা দক্ষিণ ইউনিয়নের সাক্ষরতার হার ৫৮.৪%।[1] বর্তমানে সাক্ষরতার হার ৮০+%

শিক্ষা প্রতিষ্ঠান

ওয়ারুক রহমানীয়া উচ্চ বিদ্যালয়। টামটা আর্দশ উচ্চ বিদ্যালয়। আজাগরা সরকারি প্রথমিক বিদ্যালয়। কুলশী সরকারি প্রথমিক বিদ্যালয়। শিবপুর তালিমুল কোরআন মাদ্রাসা।

যোগাযোগ ব্যবস্থা

টামটা দক্ষিণ ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চাঁদপুর-শাহরাস্তি সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

খাল ও নদী

টামটা দক্ষিণ ইউনিয়ন এ খাল এর সংখ্যা মোট ২০ টি নদির সংখ্যা ১ টি সবাই ডাকাতিয়া নদী নামে বলে এবং সবাই এই নামে চিনেন! এই নদী চাঁদপুর মেঘনা নদীর সাথে মিলিত হয়েচে!

হাট-বাজার

টামটা দক্ষিণ ইউনিয়ন এ ২ টা নাম করা বাজার আছে একটি উয়ারুক বাজার আরেকটি সাহেব বাজার-

উল্লেখযোগ্য ব্যক্তি

এডভোকেট মৃত ওসিউদ্দিন আহমেদ। শিবপুর মুক্তেয়ার বাড়ি। মৃত শামসুউদ্দিন চ্যায়ারম্যান(উপজেলা ভাইস চ্যায়ারম্যান)শিবপুর মুক্তেয়ার বাড়ি। সফিউল্লা বিএসসি, শিবপুর।

জনপ্রতিনিধি

মৃত হুমায়ুন কবির মজুমদার, এই এলাকার ২৮ বছরের চ্যায়ারম্যান। মৃত মুজাফফর মাওলানা,সাবেক চ্যায়ারম্যান। বর্তমান মানিক ভুইয়া।চ্যায়ারম্যান টামটা দক্ষিণ।

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.