টামটা উত্তর ইউনিয়ন

টামটা উত্তর বাংলাদেশের চাঁদপুর জেলার অন্তর্গত শাহরাস্তি উপজেলার একটি ইউনিয়ন

টামটা উত্তর
ইউনিয়ন
১নং টামটা উত্তর ইউনিয়ন পরিষদ
প্রাতিষ্ঠানিক লোগো
টামটা উত্তর
টামটা উত্তর
বাংলাদেশে টামটা উত্তর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°১৫′৪১″ উত্তর ৯০°৫৫′২৪″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচাঁদপুর জেলা
উপজেলাশাহরাস্তি উপজেলা 
আয়তন
  মোট১৮.৫০ বর্গকিমি (৭.১৪ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৬০,০০০
  জনঘনত্ব৩,২০০/বর্গকিমি (৮,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৯২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৬২০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আয়তন

টামটা উত্তর ইউনিয়নের আয়তন ৩,৫৭১ একর (১৮.৫০ বর্গ কিলোমিটার)।

জনসংখ্যা

২০১১ সালের আদমশুমারী অনুযায়ী টামটা উত্তর ইউনিয়নের জনসংখ্যা ৬০,০০০ জন। এর মধ্যে পুরুষ ৩২,৫০০ জন এবং মহিলা ২৭,৫০০ জন।

অবস্থান ও সীমানা

শাহরাস্তি উপজেলার সর্ব-উত্তরে টামটা উত্তর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে টামটা দক্ষিণ ইউনিয়নশাহরাস্তি পৌরসভা, পূর্বে মেহের উত্তর ইউনিয়নকচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়ন, উত্তরে কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়ন এবং পশ্চিমে হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

টামটা উত্তর ইউনিয়ন শাহরাস্তি উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শাহরাস্তি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৪নং নির্বাচনী এলাকা চাঁদপুর-৫ এর অংশ। ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম ও কোড
১নং ওয়ার্ড গোলপুরা (1097), মুড়াগাঁও (1098)
২নং ওয়ার্ড রাজাপুরা (1094), বোস্তা (1095), শিমলা (1096), তারালিয়া (1101)
৩নং ওয়ার্ড ইছাপুরা উত্তর (1093)
৪নং ওয়ার্ড যুগীনগর (1100), বলশীদ উত্তর (1099)
৫নং ওয়ার্ড পরাণপুর (1105), দৈলবাড়ী (1106)
৬নং ওয়ার্ড হোসেনপুর (1104)
৭নং ওয়ার্ড চেঙ্গাচাল (1088), বলশীদ দক্ষিণ (1750)
৮নং ওয়ার্ড ইছাপুরা দক্ষিণ (1751), পাঁচরুখী (1087), ডুশুয়া (1086), সুরসুই (1087)
৯নং ওয়ার্ড রাড়া (1092), সেতরা (1090)

শিক্ষা ব্যবস্থা

টামটা উত্তর ইউনিয়নের সাক্ষরতার হার ৯২%। এ ইউনিয়নে ৩টি ফাজিল মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

  • ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়
  • ইছাপুরা উচ্চ বিদ্যালয়
  • বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়
  • হোসেনপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়
  • রাজাপুরা আল অমিন ফাজিল মাদ্রাসা
  • গাউছিয়া হাসেমিয়া সেকান্দার আলী সুন্নিয়া ফাজিল মাদ্রাসা
  • পরানপুর ফাজিল মাদ্রাসা
  • রহমানিয়া নূরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা

যোগাযোগ ব্যবস্থা

টামটা উত্তর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক চাঁদপুর-শাহরাস্তি সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

খাল ও নদী

শৈল খালী

হাট-বাজার

  1. হোসেনপুর বাজার
  2. বলশীদ বাজার
  3. ইছাপুরা মধ্যপাড়া বাজার
  4. মুড়াগাঁও বাজার

দর্শনীয় স্থান

  1. হযরত মাওলানা নুরুল হক (রঃ) মাজার শরীফ, ওয়ারুক
  2. হযরত সোবহান ফকির দরগাহ, ইছাপুরা
  3. রাজাপুরা মাজার শরীফ, রাজাপুরা

জনপ্রতিনিধি

জনাব দর্জি মোঃ ওমর ফারুক, চেয়ারম্যান, টামটা উত্তর ইউনিয়ন পরিষদ

আরো দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.