টাটা সল্ট

টাটা সল্ট ১৯৮৩ সালে ভারতের প্রথম প্যাকেটজাত আয়োডিনযুক্ত লবণের মার্কা হিসাবে টাটা কেমিক্যালস দ্বারা চালু হয়েছিল। মার্কাটি এখন ভারতের বৃহত্তম প্যাকেটজাত লবণের মার্কা, যার বাজার শেয়ার ১৭%।

টাটা সল্ট
শিল্পএফএমসিজি, খাদ্য
প্রতিষ্ঠাকাল১৯৮৩
সদরদপ্তরটাটা কেমিক্যালস লিমিটেড, বোম্বে হাউস, মুম্বাই
বাণিজ্য অঞ্চল
সারা ভারতে
প্রধান ব্যক্তি
নটরাজন চন্দ্রশেকরন
(চেয়ারম্যান)
আর. মুকুন্দন
(ব্যবস্থাপনা পরিচালক)
পণ্যসমূহভ্যাকুয়াম বাষ্পীভূত লবণ
ওয়েবসাইটOfficial Website

ভারতীয় লবণের বাজার

জুন, ২০১৯ পর্যন্ত, ৯০ হাজার মেট্রিক টনেরও বেশি টাটা সল্ট বিক্রি হয় ৬৫ লক্ষেরও বেশি খুচরা দোকানের মাধ্যমে যা প্রতি মাসে সারা দেশে ১৬১ মিলিয়ন পরিবারের কাছে পৌঁছেছে। [1]

তথ্যসূত্র

  1. "TATA salt, about us"। ২৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.