টাটা ডোকোমো

টাটা ডোকোমো: জনপ্রিয়ভাবে ‘ডোকোমো’ নামে পরিচিত টাটা ডোকোমো (জাপানের NTT Docomo-র থেকে পৃথক) একটি ভারতীয় মোবাইল-পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান। জাপান-এর বৃহৎ দূরসংযোগ কোম্পানী NTT Docomo ও ভারতীয় দূরসংযোগ কোম্পানী টাটা টেলিসার্ভিসের মধ্যে পদ্ধতিগত যুগ্ম উদ্যোগরূপে ২০০৮ সালে নভেম্বর মাসে টাটা ডোকোমো গড়ে উঠেছিল। টাটা ডোকোমো জি এস এমসি ডি এম এ, এই দুই প্রযুক্তির সহায়তায় মোবাইল দূরসংযোগ সেবা শুরু করে। গ্রাহকভুক্তির পরিসংখ্যার রিপোর্টে টাটা ডোকোমো দেশের ষষ্ঠ বৃহত্তম পরিষেবা প্রতিষ্ঠান।

টাটা ডোকোমো লিমিটেড
ধরনযুগ্ম উদ্যোগ
শিল্পদূরসংযোগ
প্রতিষ্ঠাকালনভেম্বর, ২০০৮
সদরদপ্তরনতুন দিল্লী, ভারত
বাণিজ্য অঞ্চল
ভারত
পরিষেবাসমূহমোবাইল নেটওয়ার্ক
মাতৃ-প্রতিষ্ঠানজি এস এম, ফোটন, ইন্টারনেট, টাটা ডোকোমো বাকি
ওয়েবসাইটwww.tatadocomo.com

নেটওয়ার্ক পরিসীমা

বর্তমানে টাটা ডোকোমোর মোবাইল সেবা ভারতের নিম্নোক্ত টেলিকম সার্কেল সমূহে উপলব্ধ। [1]

রাজ্য সি ডি এম এ ২ জি ৩ জি
মধ্য প্রদেশYYY
মহারাষ্ট্রগোয়াYYY
মুম্বাইYYY
অন্ধ্র প্রদেশYYY
বিহারঝারখণ্ডYYনা
গুজরাতYYY
হরিয়ানাYYY
হিমাচল প্রদেশYYনা
কর্ণাটকYYY
কেরালাYYY
কলকাতাYYনা
ওড়িশাYYনা
পাঞ্জাবYYY
রাজস্থানYYY
তামিলনাড়ুYYনা
চেন্নাইYYনা
উত্তর প্রদেশ(পূর্ব)YYনা
উত্তর প্রদেশ(পশ্চিম)YYY
পশ্চিমবঙ্গYYনা
অসমনানানা
উত্তর পূর্বাঞ্চলনানানা
জম্মু ও কাশ্মীরনানানা
দিল্লীYনানা

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.