টাঙ্গাইল-৪
টাঙ্গাইল-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি টাঙ্গাইল জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৩৩নং আসন।
টাঙ্গাইল-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | টাঙ্গাইল জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার | ৩,১২,৪১৫ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | মোহাম্মদ হাছান ইমাম খাঁন |
সীমানা
টাঙ্গাইল-৪ আসনটি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলা নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
২০১৪ সালের শেষের দিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করেন আব্দুল লতিফ সিদ্দিকী।[7] ফলে তিনি নিজ দল আওয়ামী থেকে বহিষ্কৃত হন ও মন্ত্রিত্ব হারান। ১ সেপ্টেম্বর ২০১৫ সালে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।[8] পরে তার ভাই, আবদুল কাদের সিদ্দিকী, উপ-নির্বাচনে একজন প্রার্থী হতে পারে কিনা, তা নিইয়ে আইনি জটিলতায় নির্বাচন বিলম্বিত হয়েছিল। অবশেষে উপ-নির্বাচন জানুয়ারি ২০১৭ সালে অনুষ্ঠিত হয় যাতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাছান ইমাম খাঁন নির্বাচিত হন।[9]
টাঙ্গাইল-৪ উপ-নির্বাচন, ২০১৭[9] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | মোহাম্মদ হাছান ইমাম খাঁন | ১,৯৩,৫৪৭ | ৯৭.৮ | +৩৬.৮ | |
ন্যাশনাল পিপলস পার্টি | ইমরুল কায়েস | ১,৬৯৬ | ০.৯ | প্র/না | |
বিএনএফ | আতাউর রহমান খান | ১,৩২০ | ০.৭ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,৯১,৮৫১ | ৯৬.৯ | +৭৪.২ | ||
ভোটার উপস্থিতি | ১,৯৭,৯৭৪ | ৬৪.৩ | -২৫.৯ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আব্দুল লতিফ সিদ্দিকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[10]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: টাঙ্গাইল-৪[11][12] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আব্দুল লতিফ সিদ্দিকী | ১,৩৮,৬৪৬ | ৬১.০ | +১৬.৩ | ||
বিএনপি | লুৎফর রহমান | ৮৬,৯১২ | ৩৮.২ | -৩.০ | ||
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (বাংলাদেশ) | মোবারক হোসেন | ১,২৩৯ | ০.৫ | প্র/না | ||
জাসদ | ইসমাইল হোসেন | ৬৭১ | ০.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫১,৭৩৪ | ২২.৭ | +২০.০ | |||
ভোটার উপস্থিতি | ২,২৭,৪৬৮ | ৯০.২ | +১২.১ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: টাঙ্গাইল-৪[13] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | শাহজাহান সিরাজ | ৮৯,৯১৬ | ৪৭.৫ | +৬.৩ | ||
আওয়ামী লীগ | আব্দুল লতিফ সিদ্দিকী | ৮৪,৭৭৫ | ৪৪.৭ | -৪.২ | ||
কেএসজেএল | আব্দুল লতিফ সিদ্দিকী | ১৩,৭৪৭ | ৭.৩ | প্র/না | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আসাদুজ্জামান বাবুল | ৮৮২ | ০.৫ | প্র/না | ||
জাতীয় পার্টি | সাদেক সিদ্দিকী | ১৩২ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫,১৪১ | ২.৭ | -৫.০ | |||
ভোটার উপস্থিতি | ১,৮৯,৪৫২ | ৭৮.১ | -৭.৭ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: টাঙ্গাইল-৪[13] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আব্দুল লতিফ সিদ্দিকী | ৭৫,৫৮১ | ৪৮.৯ | +১০.৭ | ||
বিএনপি | শাহজাহান সিরাজ | ৬৩,৭২০ | ৪১.২ | +৩৬.২ | ||
জাতীয় পার্টি | আবুল কাশেম আহমেদ | ১২,৮০৮ | ৮.৩ | -৬.৮ | ||
জামায়াতে ইসলামী | আমজাদ হোসেন | ২,৩৯৪ | ১.৬ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১১,৮৬১ | ৭.৭ | +৭.৪ | |||
ভোটার উপস্থিতি | ১,৫৪,৫০৩ | ৮৫.৮ | +২১.৬ | |||
জাসদ (সিরাজ) থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: টাঙ্গাইল-৪[13] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাসদ (সিরাজ) | শাহজাহান সিরাজ | ৫১,৪২৯ | ৩৮.৬ | ||
আওয়ামী লীগ | আব্দুল লতিফ সিদ্দিকী | ৫০,৯৬৭ | ৩৮.২ | ||
জাতীয় পার্টি | এ হামিদ প্রমানিক | ২০,১৩৬ | ১৫.১ | ||
বিএনপি | নূরুল আলম টাঙ্গা | ৬,৬৪৫ | ৫.০ | ||
জাকের পার্টি | এ আজিজ | ১,২৩৭ | ০.৯ | ||
জনতা মুক্তি পার্টি | ওয়ারসুল হাসান সিদ্দিকী | ৯২২ | ০.৭ | ||
ন্যাপ (মুজাফফর) | আলিম উদ্দিন টাঙ্গা | ৭৯৫ | ০.৬ | ||
ওয়ার্কার্স পার্টি | হাজেরা সুলতানা | ৬০৫ | ০.৫ | ||
ফ্রিডম পার্টি | জহির আলী | ৪৩৯ | ০.৩ | ||
বাংলাদেশ জাতীয় তাঁতি দল | তাফাজ্জেল হোসেন | ১৮০ | ০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৬২ | ০.৩ | |||
ভোটার উপস্থিতি | ১,৩৩,৩৫৫ | ৬৪.২ | |||
জাসদ (সিরাজ) নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "হজ সম্পর্কে বিরূপ মন্তব্য লতিফ সিদ্দিকীর"। প্রথম আলো। ২৯ সেপ্টেম্বর ২০১৪।
- "লতিফের আসন শূন্য ঘোষণা"। প্রথম আলো। ৩ সেপ্টেম্বর ২০১৫।
- "এমপি হাছান ইমামের শপথ গ্রহণ"। কালের কণ্ঠ। ৭ ফেব্রুয়ারি ২০১৭।
- "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
- সেফোস "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" (ইংরেজি)