টাকা (চলচ্চিত্র)
টাকা ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। চলচ্চিত্রের উল্লেখযোগ্য চরিত্রগুলোতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, সোহেল রানা, আলমগীর, সুচরিতা, রাশেদা চৌধুরী, হুমায়ুন ফরীদি, তুষার খান, শহিদুল আলম সাচ্চু এবং শিশু শিল্পী হৃদয় ইসলাম।
টাকা | |
---|---|
পরিচালক | শহীদুল ইসলাম খোকন |
প্রযোজক | মিসেস জয় ইসলাম |
রচয়িতা | শহীদুল ইসলাম খোকন |
শ্রেষ্ঠাংশে | রিয়াজ পূর্ণিমা সোহেল রানা আলমগীর হুমায়ুন ফরীদি সুচরিতা |
সুরকার | মিল্টন খন্দকার |
চিত্রগ্রাহক | হাসান আহমেদ |
সম্পাদক | চিশতী জামাল |
পরিবেশক | জে কে মুভিজ |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৫০ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ২০০৫ সালের ঈদুল ফিতর-এ মুক্তি লাভ করে। হৃদয় ইসলাম এতে একটি শিশু চরিত্রে অভিনয় করে সেরা শিশু শিল্পী শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[1]
অভিনয়শিল্পীদল
- রিয়াজ - শান্ত মির্জা
- পূর্ণিমা - মৌলি চৌধুরী
- সোহেল রানা - রায়হান চৌধুরী
- আলমগীর - শায়খ মির্জা
- সুচরিতা - মৌলি'র মা
- রাশেদা চৌধুরী - শান্ত'র মা
- হুমায়ুন ফরীদি - আরমান চৌধুরী
- তুষার খান - বোকা
- শহিদুল আলম সাচ্চু - জিন্দার
- হৃদয় ইসলাম - শুভ্র
- আহমেদ শরিফ - বিশেষ অতিথি
- আন্না - বিশেষ অতিথি
সঙ্গীত
টাকা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার।
তথ্যসূত্র
- সেরা অভিনেতা, অভিনেত্রী রিয়াজ ও মম
- রাশেদ শাওন চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে টাকা (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে টাকা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.