টলেমি
ক্লডিয়াস টলেমিয়াস (Claudius Ptolemy) (প্রাচীন গ্রিক: Κλαύδιος Πτολεμαῖος ক্লাউদিওস্ প্তোলেমাইওস্ [1]; খ্রিস্টপূর্ব ৯০ – খ্রিস্টপূর্ব ১৬৮), যিনি টলেমি নামে সমধিক পরিচিত, একজন গ্রিক গণিতবিদ, ভূগোলবিদ, জ্যোতির্বিদ, ও জ্যোতিষ। তিনি রোম-শাসিত মিশরের ইজিপ্টাস নামক প্রদেশের অধিবাসী ছিলেন।[2][3] ধারণা করা হয়, তাঁর জন্ম মিশরেই।
ক্লডিয়াস টলেমিয়াস | |
---|---|
জন্ম | খৃষ্টপূর্ব ৯০ |
মৃত্যু | খৃষ্টপূর্ব ১৬৮ (বয়স ৭৭–৭৮) |
পেশা | গণিতবিদ, ভূগোলবিদ, জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী |
জন্ম ও বসবাস
বিশ্বাস করা হয় তিনি রোমান শাসনাধীন মিশরের থিবেইড এর টলেমেইস হারমিওউ শহরে জন্মগ্রহণ করেন। থিওডোর মেলিটেনিওটিস প্রস্তাবিত এই তত্ব সঠিক হতেও পারে। কিন্তু এটি নতুন ও অসমর্থিত প্রস্তাব।
তথ্যসূত্র
- http://www.britannica.com/biography/Ptolemy
- Select Epigrams from the Greek Anthology By John William Mackail Page 246 আইএসবিএন ১৪০৬৯২২৯৪৩, 2007
- Mortal am I, the creature of a day..
উইকিউক্তিতে টলেমি সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।
উইকিমিডিয়া কমন্সে টলেমি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.