ঝুনাগাছ চাপানী ইউনিয়ন

ঝুনাগাছা চাপানী ইউনিয়ন বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[3]

ঝুনাগাছ চাপানী
ইউনিয়ন
ডাকনাম: ঝুনাগাছ চাপানী ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলানীলফামারী জেলা
উপজেলাডিমলা উপজেলা 
সরকার
  চেয়ারম্যানআমিনুর রহমান
উচ্চতা[1]৫৩ মিটার (১৭৪ ফুট)
জনসংখ্যা (২০১১)[2]
  মোট৩৪,৬৭৬
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৩৫০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

ঝুনাগাছা চাপানী ইউনিয়ন নীলফামারী জেলার ডিমলা উপজেলার সর্ব দক্ষিণের একটি ইউনিয়ন। এ ইউনিয়নের উত্তরে খালিশা চাপানী ইউনিয়ন, পূর্বে হাতীবান্ধা উপজেলা, দক্ষিণে জলঢাকা উপজেলার গুলমুন্ডা ইউনিয়ন এবং পশ্চিমে নাউতারা ইউনিয়ন অবস্থিত। এ ইউনিয়নের পূর্বে তিস্তা নদী এবং মাঝ বরাবর নাউতারা নদী বহমান। এছাড়া তিস্তা সেচ ক্যানেল এ ইউনিয়নের পশ্চিম দিকে রয়েছে। এর মোট আয়তন ১১১৯৯ একর।

প্রশাসনিক এলাকা

ঝুনাগাছা চাপানী ইউনিয়ন ৬টি মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।

জনসংখ্যা

ঝুনাগাছা চাপানীর মোট জনসংখ্যা= ৩৪৬৭৬ জন[2]

  • মহিলা= ১৭৩৯৯ জন
  • পুরুষ= ১৭২৭৭ জন

শিক্ষা

এ ইউনিয়নের ২টি কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১০টি প্রাথমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা এবং ২টি কিন্ডান গার্ডেন রয়েছে।[4]

উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান-

  • শহীদ জিয়াউর রহমান কলেজ
  • শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ
  • ডালিয়া চাপানী উচ্চ বিদ্যালয়
  • ঝুনাগাছ চাপানী সঃ প্রাঃ বিঃ

অর্থনীতি

  • হাট ও বাজার
    • চাপানীর হাট

তথ্যসূত্র

  1. "Geographic coordinates of Dalia, Bangladesh" (ইংরেজি ভাষায়)। DATEANDTIME.INFO। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৭
  2. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ৪৪৯। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ফেব্রুয়ারি ২০১৭ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. জাতীয় তথ্য বাতায়ন
  4. ঝুনাগাছা চাপানীর শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.