ঝিলংজা ইউনিয়ন
ঝিলংজা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত কক্সবাজার সদর উপজেলার একটি ইউনিয়ন।
ঝিলংজা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
![]() ![]() ঝিলংজা ![]() ![]() ঝিলংজা | |
স্থানাঙ্ক: ২১°২৬′২″ উত্তর ৯২°২′১৪″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | কক্সবাজার সদর উপজেলা ![]() |
সরকার | |
• চেয়ারম্যান | টিপু সুলতান |
আয়তন | |
• মোট | ২৯.১২ বর্গকিমি (১১.২৪ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৬৭,০০০ |
• জনঘনত্ব | ২,৩০০/বর্গকিমি (৬,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৩.৮৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭০১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
আয়তন
ঝিলংজা ইউনিয়নের আয়তন ৭১৯৫ একর (২৯.১২ বর্গ কিলোমিটার)।[1]
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ঝিলংজা ইউনিয়নের লোকসংখ্যা ৭৯,২০৩ জন। এর মধ্যে পুরুষ ৪২,৯৬৯ জন এবং মহিলা ৩৬,২৩৪ জন।[1]
অবস্থান ও সীমানা
কক্সবাজার সদর উপজেলার সর্ব-দক্ষিণে ঝিলংজা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৭ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তর-পশ্চিমে কক্সবাজার পৌরসভা, উত্তরে খুরুশকুল ইউনিয়ন ও পাটালি মাছুয়াখালী ইউনিয়ন, পূর্বে রামু উপজেলার চাকমারকূল ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, দক্ষিণে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন এবং দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
ঝিলংজা ইউনিয়ন কক্সবাজার সদর উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কক্সবাজার সদর মডেল থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৬নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- বড়ছড়া
- কোনারপাড়া
- মুহুরীপাড়া
- ঝিরঝিরপাড়া
- চান্দেরপাড়া
- লারপাড়া
- মুক্তারকূল
- মৌলভীপাড়া
- ডিককূল
- দরগাহপাড়া
- খরুলিয়া
- হাজীপাড়া
- ঘাটপাড়া
- জানারঘোনা
শিক্ষা ব্যবস্থা
ঝিলংজা ইউনিয়নের সাক্ষরতার হার ৪৩.৮৯%।[1] এ ইউনিয়নে ১টি ইন্টারন্যাশনাল কলেজ, ১টি পলিটেকনিক্যাল কলেজ, ১টি আলিম মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি দাখিল মাদ্রাসা ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ
- কক্সবাজার পলিটেকনিক্যাল কলেজ
- মাদ্রাসা
- ছুরতিয়া আলিম মাদ্রাসা
- উত্তর পাটলী হযরত আবু বকর সিদ্দিক (রা.) দাখিল মাদ্রাসা
- উম্মে হাবিবা বালিকা দাখিল মাদ্রাসা
- খরুলিয়া তা'লিমুল কোরআন দাখিল মাদ্রাসা
- জায়েদ বিন সাবিত (রা.) ও আল মানার ইনস্টিটিউট দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- খরুলিয়া উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- চান্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ খরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব খরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মুক্তারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মুহুরীপাড়া শান্তিনিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শাপলাকুঁড়ি কচিকাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
ঝিলংজা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
খাল ও নদী
ঝিলংজা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে বাঁকখালী নদী এবং দক্ষিণ-পশ্চিম পাশে রয়েছে বঙ্গোপসাগর।[7]
হাট-বাজার
ঝিলংজা ইউনিয়নের প্রধান ৪টি হাট-বাজার হল বাংলাবাজার, খরুলিয়া বাজার, লিংক রোড বাজার এবং উপজেলা বাজার।[8]
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: টিপু সুলতান[10]
তথ্যসূত্র
- "কক্সবাজার সদর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- "গ্রামভিত্তিক লোকসংখ্যা - ঝিলংঝা ইউনিয়ন - ঝিলংঝা ইউনিয়ন"। jhilongjhaup.coxsbazar.gov.bd। ২৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৭।
- "কলেজ - ঝিলংঝা ইউনিয়ন - ঝিলংঝা ইউনিয়ন"। jhilongjhaup.coxsbazar.gov.bd।
- "মাদ্রাসা - ঝিলংঝা ইউনিয়ন - ঝিলংঝা ইউনিয়ন"। jhilongjhaup.coxsbazar.gov.bd।
- "মাধ্যমিকবিদ্যালয় - ঝিলংঝা ইউনিয়ন - ঝিলংঝা ইউনিয়ন"। jhilongjhaup.coxsbazar.gov.bd।
- http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41207&union=04%5B%5D
- "খাল ও নদী - ঝিলংঝা ইউনিয়ন - ঝিলংঝা ইউনিয়ন"। jhilongjhaup.coxsbazar.gov.bd। ৩০ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৭।
- "হাট বাজারের তালিকা - ঝিলংঝা ইউনিয়ন - ঝিলংঝা ইউনিয়ন"। jhilongjhaup.coxsbazar.gov.bd।
- "দর্শনীয়স্থান - ঝিলংঝা ইউনিয়ন - ঝিলংঝা ইউনিয়ন"। jhilongjhaup.coxsbazar.gov.bd। ২৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৭।
- "জনাব টিপু সুলতান - ঝিলংঝা ইউনিয়ন - ঝিলংঝা ইউনিয়ন"। jhilongjhaup.coxsbazar.gov.bd। ৭ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৭।