ঝালদা
ঝালদা হল ভারত-এর পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর ও পৌরসভা। এই শহরটি পুরুলিয়া জেলাতে অবস্থিত। শহরটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড সীমান্তের খুব কাছে অবস্থিত। ঝালদা শহরটি ঝালদা মহকুমার সদর দপ্তর।
ঝালদ | |
---|---|
শহর | |
ঝালদ | |
স্থানাঙ্ক: ২৩.২২° উত্তর ৮৫.৯৭° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | পুরুলিয়া জেলা |
সরকার | |
• শাসক | পৌরসভা |
আয়তন | |
• মোট | ৩.৯ বর্গকিমি (১.৫ বর্গমাইল) |
উচ্চতা | ২৯৩ মিটার (৯৬১ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৯,৫৪৪ |
ভাষা | |
• দপ্তরিক ভাষা | বাংলা |
ভূগোল
ঝালদা শহরটি ২৩.২২ উত্তর ও ৮৫.৯৭ পূর্বে অবস্থিত। সমুদ্র সমতল থেকে ঝালদা শহরটির উচ্চতা ২৯৩ মিটার। এই শহরটি ছোটনাগপুর মালভূমির পূর্ব অংশে অবস্থিত।এই অংশের পাহাড়গুলি হল শিকার, বানসা, কোপলা ও শিলফোর।[1]
জনসংখ্যা
২০১১ সালের জনগননায় ঝালদা শহরটির মোট জনসংখ্যা ১৯,৫৪৪ জন। এর মধ্যে ৫২ % পুরুষ ও ৪৮% মহিলা। এখানে শিক্ষার হার ৬৪% জাতীয় হার ৫৯% এর বেশি। ৬ বছরের কম বয়স্ক শিশুর সংখ্যা মোট জনসংখ্যার ১৪%।
শিক্ষাপ্রতিষ্ঠান
এই শহরে চারটি উচ্চবিদ্যালয় রয়েছে ও একটি মহাবিদ্যালয় আছে। এই গুলি হল-
- ঝালদা হাই স্কুল
- ঝালদা গার্লস্ স্কুল
- হিন্দি হাই স্কুল
- ঝালদা কলেজ
- jhalda satyabhama vidyapith
পর্যটন
- শীলফোড় পাহাড় কালীমন্দির
- মায়া সরোবর
কাসরাবন
পরিবহন
ঝালদা রেলওয়ে স্টেশন এর মাধ্যমে এই শহরের রেল যোগাযোগ সম্পন্ন হয়। এছাড়া শহরটি সড়ক পথে পুরুলিয়া, মুরি, রাঁচী প্রভৃতি শহরের সঙ্গে যুক্ত।
তথ্যসূত্র
- "Falling Rain Genomavis, Inc - Jhalda"। সংগ্রহের তারিখ ০৫-১০-২০১৬। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) 2 টেমপ্লেট:অকার্যকর 2সংযোগ