ঝাউডাঙ্গা ইউনিয়ন
ঝাউডাঙ্গা ইউনিয়ন খুলনা বিভাগের অন্তর্গত সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদরের একটি ইউনিয়ন।[2]
ঝাউডাঙ্গা | |
---|---|
ইউনিয়ন | |
১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ | |
![]() ![]() ঝাউডাঙ্গা ![]() ![]() ঝাউডাঙ্গা | |
স্থানাঙ্ক: ২২°২৫′৪৮″ উত্তর ৮৯°২′৫৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | সাতক্ষীরা জেলা |
উপজেলা | সাতক্ষীরা সদর উপজেলা ![]() |
সরকার | |
• ইউপি চেয়ারম্যান | মোঃ আজমল উদ্দীন |
আয়তন | |
• মোট | ১৮ বর্গকিমি (৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ৩০,৯১৮ [1] |
সাক্ষরতার হার | |
• মোট | ৫১.১৮% [1] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন
ঝাউডাঙ্গা ইউনিয়নের আয়তন ৬৫২৭ একর[1]। ঝাউডাঙ্গা ইউনিয়নের দক্ষিণে আগরদাঁড়ী ইউনিয়ন রয়েছে।
জনসংখ্যা
২০০১ সালের পরিসংখ্যান অনুযায়ী ঝাউডাঙ্গা ইউনিয়নের লোকসংখ্যা ৩০,৯১৮ জন। এর মধ্যে পুরুষ ১৫,৭৫৫ জন এবং মহিলা ১৫,১৬৩ জন।
প্রশাসনিক কাঠামো
ঝাউডাঙ্গা ইউনিয়ন সাতক্ষীরা সদর উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। ইউনিয়নে তিনটি হাট-বাজার রয়েছেঃ ঝাউডাঙ্গা বাজার, মাধবকাটি বাজার এবং আখড়াখোলা বাজার।[3]
শিক্ষা ব্যবস্থা
ঝাউডাঙ্গা ইউনিয়নের সাক্ষরতার হার ৫১.১৮%। এ ইউনিয়নে ১টি কলেজ, ১টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[4]
ধর্মীয় অবকাঠামো
ঝাউডাঙ্গা ইউনিয়নে ১৫টি মসজিদ, ৫টি মন্দির, ২টি ঈদগাহ রয়েছে।[5]
তথ্যসূত্র
- "সাতক্ষীরা সদর উপজেলা - বাংলাপিডিয়া"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১২।
- "এক নজরে | ঝাউডাঙ্গা ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১৯।
- "হাট বাজারের তালিকা | ঝাউডাঙ্গা ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১৯।
- "শিক্ষা প্রতিষ্ঠান | ঝাউডাঙ্গা ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১৯।
- "ধর্মীয়প্রতিষ্ঠান | ঝাউডাঙ্গা ইউনিয়ন"। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১৯।
বহিঃসংযোগ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.