জ্যাক ব্যাডলি
ডব্লিউ ব্যাডলি (ইংরেজি: Jack Badley; জন্ম: অজানা - মৃত্যু: অজানা) ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট আম্পায়ার ছিলেন।[1] ১৯৩০ সালে ইংল্যান্ড দল ওয়েস্ট ইন্ডিজ গমন করে। এ সফরে সিরিজের প্রথম টেস্টে খেলা পরিচালনা করেছিলেন জ্যাক ব্যাডলি। ১১ জানুয়ারি, ১৯৩০ তারিখে ব্রিজটাউনের ঐ টেস্টে তার সাথে অপর প্রান্তে ছিলেন জো হার্ডস্টাফ। এটিই তার একমাত্র টেস্ট খেলায় আম্পায়ারিত্ব করা ছিল।
আম্পায়ারিং তথ্য | |
---|---|
টেস্ট আম্পায়ার | ১ (১৯৩০) |
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৯ জুন, ২০২০ |
তথ্যসূত্র
- "Jack Badley"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-০১।
আরও দেখুন
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে জ্যাক ব্যাডলি (ইংরেজি)
- {{ক্রিকেটআর্কাইভ}} টেমপ্লেটে "id" বা "ref" প্যারামিটার নেই ও উইকিউপাত্তেও তা নেই।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.