জ্যাকপট (২০০৯-এর চলচ্চিত্র)

জ্যাকপট ২০০৯ সালে মুক্তি পাওয়া একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র। এটি পরিচালনা করেন কৌশিক গাঙ্গুলি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন হিরণ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, রাহুল ব্যানার্জী এবং সোহিনী পাল[1][2][3][4] এটা ছিল সোহিনী পালের তার দ্বিতীয় চলচ্চিত্র।[5]

জ্যাকপট
জ্যাকপট চলচ্চিত্রের পোস্টার
পরিচালককৌশিক গাঙ্গুলি
প্রযোজকশ্রীকান্ত মোহতা, মাহেন্দ্র সনি
শ্রেষ্ঠাংশেহিরণ চট্টোপাধ্যায়
কোয়েল মল্লিক
রাহুল ব্যানার্জি
সোহিনী পল
সুরকারজিৎ গাঙ্গুলি
প্রযোজনা
কোম্পানি
মুক্তি
  • ২৩ জানুয়ারি ২০০৯ (2009-01-23)
দৈর্ঘ্য১২০ মিনিট
দেশভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়₹ ৮.৫ মিলিয়ন
আয়₹ ৪.৭ মিলিয়ন

কাহিনী সংক্ষেপ

চলচ্চিত্রটি মূলত আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান, যেটি স্টার আনন্দ কর্তৃক আয়োজন করা হয়।এতে দু'জন ফাইনালিস্ট অর্ক (হিরণ চট্টোপাধ্যায়) ও ডুডো (রাহুল ব্যানার্জি) উভয়কে সম্পন্ন করতে সাজনেকালি দুটি কাজ দেন। ডুডো পান ভাওয়ানিপুর পুলিশ স্টেশনের পুলিশ কনস্টেবল এর দায়িত্ব, অন্যদিকে অর্ক একজন গাড়ী চালকের দায়িত্ব। তাদের উভয়কে দায়িত্ব পালন করে পুরস্কার হিসেবে ১ মিলিয়ন রুপি জিতে নেওয়ার জন্য তিনদিন ও দুই রাত সময় দেওয়া হয়। ঘটনাচক্রের মাধ্যমে তারা তাদের দায়িত্ব পালন শেষে উভয়েই ৫০ লাখ রুপি করে অর্জন করে এবং সেই অর্থগুলো দুজনেই মানসিক রোগী পিয়ুর চিকিৎসার জন্য দান করে দেয়।

কুশীলব

  • হিরণ চট্টোপাধ্যায় - অর্ক চরিত্র
  • কোয়েল মল্লিক - পিয়ু চরিত্র
  • রাহুল ব্যানার্জি - ডুডো চরিত্র।
  • সুহিনি পল - মিথু চরিত্র
  • বিশ্বজিত চক্রবর্তী - পুলিশ ইন্সপেক্টর চরিত্র
  • দেব - "জীবনে কি পাবো না" গানের নাচের দৃশ্যে

গান

সবগুলি গানের সুরকার জিৎ গাঙ্গুলি

নং.শিরোনামগানদৈর্ঘ্য
১."জীবনে কি পাবো না"শান 
২."সেলিব্রিটি"জুঁজো 
৩."ভোলা যায় না"নাচিকেতা চক্রবর্তী 
৪."আড়াআড়ি"শ্রেয়া ঘোষাল 

তথ্যসূত্র

  1. "Hitting a jackpot? - ScreenIndia.Com"। www.screenindia.com। ২০১৩-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-৩০
  2. "TNZBlog"। blog.tollynewz.com। ২০০৯-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-৩০
  3. Nag, Kushali (১৬ জানুয়ারি ২০০৯)। "Reality on road"। Calcutta, India: www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ২০০৯-০১-৩০
  4. "Road Romeo"The Telegraph India। Calcutta (Kolkata)। ১৮ অক্টোবর ২০০৮। সংগ্রহের তারিখ ২০০৯-০১-৩০
  5. "Kaushik Ganguly hits Jackpot"। www.kolkatablog.org। ২০০৯-০২-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০১-৩০

বহিঃসংযোগ

টেমপ্লেট:শ্রী ভেঙ্কটেশ ফিল্ম

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.