জো অ্যান্টনি ওয়ালশ
জো অ্যান্টনি ওয়ালশ (ইংরেজি: Joe Walsh; ১ এপ্রিল ২০০২; জো ওয়ালশ নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জো অ্যান্টনি ওয়ালশ[1] | ||
জন্ম | ১ এপ্রিল ২০০২ | ||
জন্ম স্থান | মেডওয়ে, ইংল্যান্ড | ||
উচ্চতা | ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কুইন্স পার্ক রেঞ্জার্স | ||
জার্সি নম্বর | ৩২ | ||
যুব পর্যায় | |||
জিলিংহাম | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৯–২০২১ | জিলিংহাম | ১ | (০) |
২০২১– | কুইন্স পার্ক রেঞ্জার্স | ০ | (০) |
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৯:৪৬, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৯:৪৬, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ইংরেজ ফুটবল ক্লাব জিলিংহামের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ওয়ালশ ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন।[2] ২০১৯–২০ মৌসুমে, জিলিংহামের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন;[3][4] জিলিংহামের হয়ে দুই মৌসুমে মাত্র এক ম্যাচে অংশগ্রহণ করার পর ২০২০–২১ মৌসুমে তিনি কুইন্স পার্ক রেঞ্জার্সে যোগদান করেছেন।[5]
প্রারম্ভিক জীবন
জো অ্যান্টনি ওয়ালশ ২০০২ সালের ১লা এপ্রিল তারিখে ইংল্যান্ডের মেডওয়েতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
তথ্যসূত্র
- "Notification of shirt numbers" (পিডিএফ)। English Football League। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯।
- "Six offered scholarships at Priestfield"। Gillingham F.C.। ২৭ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯।
- "TJ Bramble, Miguel Scarlett and goalkeeper Joe Walsh have signed pro deals at Gillingham"। Kent Online। ৩১ মে ২০১৯। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯।
- "Gillingham vs. Colchester United 2–3"। Soccerway। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৯।
- "QPR U23s sign Joe Walsh from Gillingham"। www.qpr.co.uk। ২৮ জানুয়ারি ২০২১।
বহিঃসংযোগ
- সকারওয়েতে জো অ্যান্টনি ওয়ালশ (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে জো অ্যান্টনি ওয়ালশ (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে জো অ্যান্টনি ওয়ালশ (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে জো অ্যান্টনি ওয়ালশ (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.