জোসেফ আরল্যাঙ্গার

যোসেফ আরল্যাঙ্গার (জন্ম: ৫ জানুয়ারি, ১৮৭৪ - মৃত্যু: ৫ ডিসেম্বর, ১৯৬৫) একজন মার্কিন শারীরতত্ত্ববিদ।

যোসেফ আরল্যাঙ্গার
জন্ম(১৮৭৪-০১-০৫)৫ জানুয়ারি ১৮৭৪
মৃত্যু৫ ডিসেম্বর ১৯৬৫(1965-12-05) (বয়স ৯১)
সেন্ট লুইস, মিসৌরি
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৪৪
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহজনস হপকিন্স বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব উইসকনসিন, ম্যাডিসন, ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস

জন্ম ও শিক্ষাজীবন

আরল্যাঙ্গার ক্যালিফর্নিয়ার সান ফ্রান্সিস্কোতে জন্মগ্রহণ করেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে রসায়নে বিএসসি ডিগ্রি লাভ করেন। তিনি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে ১৮৯৯ সালে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন।[1]

কর্মজীবন

তিনি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ ১৯০০ থেকে ১৯০৬ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি ইউনিভার্সিটি অব উইসকনসিন, ম্যাডিসন এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি ইন সেন্ট লুইস এও কর্মরত ছিলেন।

পুরস্কার ও সম্মাননা

তথ্যসূত্র

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.